পুয়োর্টো রিকো: একদিনের ছবিতে জীবন

শিল্পী এবং পরিচালক জোসে মার্তি (@জোসে_মার্তি) বিগত দুই বছর ধরে, তার ” ফটোস ডে হোয়ে” ( আজকের দিনের ছবি) নামক প্রকল্পের আওতায় প্রতিদিন একটি করে ছবি তুলেছে।

তিনি ব্যাখ্যা করেন:

Dentro de los temas que publico en su mayoría son fotos casuales donde la foto me encuentra a mí en vez de yo buscarla y bien pueden ser fotos de la ciudad, de mi casa o donde quiera que me encuentre por que en realidad lo importante es expresar algo sobre el momento, donde estoy, que estoy haciendo, etc. Ese es el elemento que me ha llevado ha constantemente publicar en Fotos de Hoy, el poder visualmente resumir semanas y diversas experiencias en un compilado accesible por internet.

এগুলো খুব সাধারণভাবে তোলা ছবি। যেখানে আমি নিজে ছবির বিষয় খুঁজে বের করার বদলে ছবির বিষয়গুলো আমাকে খুঁজে বের করেছে এবং এখানে এসব ছবি হয়ত শহরের, আমার ঘরের অথবা যে কোন বিষয়ের উপর তোলা, যে সমস্ত বিষয় আমাকে খুঁজে বের করেছে, কারণ সে বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মূহুর্তকে প্রকাশ করা, যেখানে আমি অবস্থান করছি, আমি যা করছি, ইত্যাদি…। এই উপাদানটি হচ্ছে তা, যা আমাকে সবসময় “আজকের দিনের ছবি” প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। সপ্তাহের বাছাই করা এবং বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার ছবি দেখতে পাবেন, যা অনলাইনে সহজলভ্য।

সান জুয়ানের উপনিবেশিক সময়ের রাজধানী সান জুয়ানের উপর তার তোলা কিছু ছবি আমি নির্বাচিত করেছি। ( সকল ছবি তাঁর অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে)। ফোটস ডে হোয়/a> নামক সাইটে গিয়ে আপনি তাঁর প্রতিদিনের জীবনের উপর তোলা ছবিগুলো দেখতে পারেন।

শহরের নিজের দৃষ্টি

 

সান জোসে চার্চ।

জানালা।

এল এসকাম্ব্রোন নামক সমুদ্রতট।

এল মোররো দূর্গ।

Bar El Batey.

লুনা নামক সড়ক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .