স্পেনঃ #১৫এম, ক্ষোভের সাথে বড়দিন উদযাপন করেছে

এই পোস্টটি ইউরোপের জটিলতা বিষয়ক আমাদের বিশেষ প্রবন্ধের অংশ

২৮ ডিসেম্বর, ২০১১, বুধবার, মাদ্রিদ, বার্সেলোনা এবং স্পেনের অন্য সব প্রধান শহর তথাকথিত #ইনডিগনান্টপ্রসেশন ( স্প্যানিশ ভাষায় #ক্যাবেলগাটাইনডিগনাডা) উদযাপন কর, #১৫এম যার আয়োজন করেছিল [স্প্যানিশ ভাষায়], যার শ্লোগান ছিল,” আমরা আমাদের মৌলিক অধিকার হারাচ্ছি এই রসিকতার সমানে, আমরা আমাদের নিষ্পাপ জীবন হারিয়ে ফেলেছি, কারণ আমরা এখন আর মিথ্যায় বিশ্বাস করি না, আর আমরা নিশ্চুপ থাকব না, ”। এই আন্দোলন মাদ্রিদের রাস্তায় ৫০০০ জনতাকে জড়ো করে, যারা পুয়ের্টা ডেল সোল-এ ফিরে আসে।

এই সভার পোস্টার

@acampadasol: Lo importante es que hoy hemos vuelto a las calles para manifestarnos con imaginación y creatividad. Enhorabuena, #15M#NoSoyInocente

@এ্যাকাম্পাডেসাল : এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ আমরা আবার রাস্তায় ফিরে এসেছি কল্পনা এবং সৃষ্টিশীলতার সাথে আমাদের নিজেদের মধ্যে একাত্মতা ঘোষণা করার জন্য। অভিনন্দন #১৫এম#আইএমনটইনোসেন্ট

@juventudsin: La # cabalgataindignada bajando por la Calle Alcalá entre villancicos y tambores pic.twitter.com/8FFKFQNR

@জুভেন্টউডিসিন:  #ইনডিগনান্টপ্রোসেসন কার্লোস এবং ড্রামের সাথে মার্চ করে আলাকালা স্ট্রিটে যাচ্ছি। pic.twitter.com/8FFKFQNR

জনপ্রিয় এই শোভাযাত্রা এক দাবীর গুরুত্বে ফিরে এসেছে যে #১৫এম, এর মাঝে কিছুটা সময় ব্যায় করেছে। তারা তথাকথিত বাজারের একচ্ছত্রতা এবং আর বেশী অংশগ্রহণকারী গণতন্ত্রের দাবীতে আরো কিছুক্ষণ সময় ব্যায় করেছে। এইবার তারা ছুটির দিনের এক উৎসব মুখর পরিবেশের সুবিধা গ্রহণ করেছে। তারা এটিকে আন্দনমূলক কার্যক্রম[স্প্যানিশ ভাষায়] হিসেবে উদযাপন করে, তারা এক বিশাল সংখ্যক অংশগ্রহণকারীকে সাথে নিয়ে আসে [স্প্যানিশ ভাষায়] যতক্ষণ না তারা পুয়ের্টা ডেল সোল –এ এসে উপস্থিত হয়।

Start of the Indignant Procession. Image by alteridadperiodicocultural.blogspot.com

ইনডিগনান্ট নামক শোভাযাত্রার শুরু। ছবি আল্টারডাডেপেরিডিওকোকালচার.ব্লগস্পট.কম-এর

উত্তেজনা

কয়েকদিন আগে, এই ভিডিওটি পোস্ট করেছে, এতে #১৫এম এর ভালোদোলিড সদস্যরা রেয়েছে, যারা বেলন–এর গেটে তাড়িয়ে দেওয়ার মত পরিস্থিতির মাঝে অবস্থান করছে, তারা এই ভাবে কোন স্থান থেকে তাড়িয়ে দেবার নিন্দা জানাচ্ছে। এই প্রক্রিয়া সারা দেশের জনতার উপর অনুশীলন করা হচ্ছে।

এই শোভাযাত্রার সময় পুলিশের সাথে তর্ক শুরু হয়, যার ফলে পুলিশ বেশ কয়েকজন অংশগ্রহণকারীর উপর হামলা চালায় এবং এমনকি তাদের কাছের এলাকা এপিবিএম-এ আটকে রাখে

Moments of tension during the procession. Image by Flickr user pierrerc

শোভাযাত্রার এক উত্তেজনাকর মুহুর্ত। ছবি ফ্লিকার ব্যবহারকারী পিয়েরারসি-এর।

শেষে এই শোভাযাত্রা তার দাবি পুনরুদ্ধার করতে সমর্থ হয় এবং আর কোন দুর্ঘটনা ছাড়া তা শেষ হয়, যা প্রদর্শন করে যে, #১৫এম এর শক্তি শায়িত যে কোন উৎসবের সুবিধা গ্রহণের মধ্যে দিয়ে, যা তার দাবিকে তুলে ধারার জন্য নতুন নতুন পন্থা উদ্ভাবন করে চলেছে।
এই পোস্টটি ইউরোপের জটিলতা বিষয়ক আমাদের বিশেষ প্রবন্ধের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .