উল্লেখযোগ্য ভিডিও: পরিচয়, উদ্বাস্তু, সংঘর্ষ এবং উন্মুক্ত প্রযুক্তি

এই অংশটির উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল ভয়েসেস-এর কৌতুহল উদ্দীপক এবং সাম্প্রতিক পোস্ট সমূহ, যে গুলো নানা ভাবে আমাদের প্রদর্শন করে যে ভিডিও সারা বিশ্বের নানা ধরনের মানুষকে তার কাহিনী তুলে ধরতে সাহায্য করে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ডকে অনুসরণ করতে পারবেন, অথবা এর আঞ্চলিক শাখার উপরের (হেডার) লিঙ্কে ক্লিক করে তা দেখতে পারবেন।

পূর্ব এশিয়া

ভাষা এবং ইন্টারনেট বিষয় আমাদের বিশেষ পাতার জন্য পূর্ব তিমুর থেকে সেখানকার বিভিন্ন ভাষার উপর একটি প্রবন্ধ এসেছে। পরবর্তী এই স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র আমাদের প্রদর্শন করছে মাতৃভাষায় শিক্ষা লাভের গুরুত্বের বিষয়টির এবং পূর্ব তিমুর যে বহুভাষিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে যে উদ্ভাবনী পন্থা গ্রহণ করেছে সে বিষয়টি তুলে ধরেছে।

সাব- সাহারা আফ্রিকা

মালি এবং নাইজার: যুদ্ধের দামামার মাঝে তুয়ারেগ জাতির কণ্ঠস্বর খুব সামান্যই কানে আসে” শিরোনামের পোস্টের এক ভিডিও তুয়ারেগ জাতির কন্ঠস্বরকে আরো শক্তিশালী করছে:

১ নভেম্বরে মালির উত্তর-পূর্বাংশের শহর কিদালায় একদল তুয়ারেগ নাগরিক আজয়াদ অঞ্চলের স্বাধীনতার দাবীতে মিছিল করে, এখানে উপস্থিত জনতার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।

কেনিয়া: বিশ্বের সবচেয়ে বৃহৎ উদ্বাস্তু শিবির দাদাব-এর জীবন নামক প্রবন্ধে, আমরা ভিন্ন ভিন্ন ত্রাণ সংস্থার চোখ দিয়ে দাদাব-এর জটিল জীবনকে দেখার চেষ্টা করেছি। দাদাব হচ্ছে এমন এক উদ্বাস্তু শিবির যা প্রতিদিন প্রায় ১,৪০০-এর বেশী উদ্বাস্তুকে গ্রহণ করছে:

মধ্য এশিয়া এবং ককেশাস অঞ্চল

আর্মেনিয়া এবং আজারবাইযানে, উভয় রাষ্ট্রের জনতাকে যে সমস্ত জটিল বিষয় বিভক্ত করে রেখেছে, সেগুলোকে বোঝার জন্য ভিডিওর ব্যবহার করা হয়। ইউটিউব ভিডিওর মাধ্যমে আর্মেনিয়া এবং আজারবাইযানের সংঘর্ষের বিষয়গুলোর উপর নজর প্রদান করা নামক এই অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্লগের লিঙ্ক আমরা যুক্ত করেছি। এখানে পরবর্তী এই ভিডিওটি যুক্ত করা হয়েছে, যা সীমান্তের উভয় পাশের এক কৌতূহল জনক পরীক্ষার বিষয় প্রদর্শন করেছে। এই ভিডিওতে দেখা যাবে যে একটি ট্যাক্সিতে ভিডিও রেকর্ড ক্যামেরা, ট্যাক্সি ড্রাইভারের গান বাছাই করার ফলে যাত্রীদের যে প্রতিক্রিয়া তা ধারণ করে। যাত্রী যখন আর্মেনিয়ান নাগরিক, ট্যাক্সি ড্রাইভার তখন আজারবাইযানের গান বাজায় এবং যখন যাত্রী আজেরী নাগরিক, তখন সে আর্মেনিয়ার গান বাজায়। এখানে যাত্রীরা যে সমস্ত মন্তব্য করেছে তা ইংরেজীতে তুলে ধরা হয়েছে।

এই এলাকার পরিস্থিতি সম্বন্ধে আরো জানতে চাইলে আমাদের বিশেষ পাতা ককেশাস- কনফ্লিক্ট ভয়েসেস-এ প্রবেশ করুন। দ্বন্দ্বের মত ঘটনায় ভিডিওর ভূমিকার বিষয়ে আরো পাঠ করুন, চলচ্চিত্রের মাধ্যমে আর্মেনিয়া- আজারবাইযানের মধ্যে আলোচনা, এবং এর দ্বিতীয় খণ্ড; চলচ্চিত্রে মাধ্যমে আর্মেনিয়া- আজারবাইযানের মধ্যে আরো আলোচনা নামক প্রবন্ধে প্রবেশ করুন। যা আপনাদের এই ব্যাপারে আরো তথ্য প্রদান করবে।

ল্যাটিন আমেরিকা

গ্লোবাল ভয়েসেস-এর লেখক এবং স্প্যানিশ পাতার সম্পাদক জুয়ান আরেলানো ল্যাটিন আমেরিকা বিষয়ে ভিন্ন ভিন্ন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছেন। এটিতে তিনি উন্মুক্ত প্রযুক্তি এবং উন্মুক্ত সফটওয়্যার নিয়ে কোডিগো সুর প্রকল্পের সান্তিযাগো হোয়ের্থের সাথে আলোচনা করেছেন।:

আরেকটি সাক্ষাৎকারে তিনি আইনজীবী এবং ক্রিয়েটিভ কমন্সের আঞ্চলিক প্রতিনিধি ক্যারোলিনা বোটেয়ারো-এর সাথে কথা বলেছেন এবং জুয়ান পাইরেসি সম্বন্ধে ক্যারোলিনের মতামত জানতে চাইছেন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .