ইজরায়েল: নেট নাগরিকরা ইরানে হামলার সম্ভাবনার ব্যাপারে জোরালো ভাবে আপত্তি জানিয়েছে

বেশ কিছু ইজারয়েলী প্রচার মাধ্যম ইরানের পারমাণবিক স্থাপনার উপর ইজরায়েলের সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সংবাদ প্রদান করেছে। এই সব সংবাদে বর্ণনা প্রদান করা হয় যে নিরাপত্তা প্রতিষ্ঠান, আইডিএফ, মোসাদ এবং শিনবেত ইরানের হামলা চালানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান এখন সংসদকে উদ্বুদ্ধ করছে যেন সংসদ ইরানে হামলা চালানোর ক্ষেত্রে অনুমোদন প্রদান করে।

এই সংবাদকে মাথায় রেখে ইজরায়েলের জনতা এই প্রথম বারের মত এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বের সাথে বিতর্ক করেছে

+৯৭২ নামক পত্রিকায় ল্যারি ডাফনার যেমনটা লিখেছে:

অবশেষে, এই ঘটনা ঘটল। বছরের পর পারমাণবিক শক্তিধর ইরানের সম্ভব্য হুমকির কথা বছর ধরে শুনতে থাকা এবং আলোচনার পর, আমরা এখন সেই প্রাথমিক হামলাকে বোমারু বিমান দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। আমরা কেবল ইরানের হুমকি সম্বন্ধে নয়, ইজরায়েলের হুমকি সম্বন্ধেও শুনে আসছি। এবং বছরের পর বছর ধরে এই হাসবারা রাজা, হিটলার ও ১৯৩৮ সাল এবং গণহত্যার মত বিষয়ের কথা উচ্চারণ করে আসছে, আর ইজরায়েলের জনতা পরোক্ষভাবে দেশটির কিছু কিছু নাগরিকের কাছে তা শুনে আসছে। তবে জনতা রাজনীতিবিদদের চেয়ে পেশাজীবী, পেশাদার যোদ্ধা, এবং গুপ্তচরদের বেশী বিশ্বাস করে। এবং এই ব্যাপারে ওই সমস্ত পেশাদার কর্মীদের যে বক্তব্য এসেছে তা খুব স্পষ্ট। কোন ধরনের জরুরী হামলার প্রয়োজন “নেই”।

ওই সমস্ত সংবাদের প্রতিক্রিয়া এবং ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভব্য হামলার বিষয়ে ইজরায়েলি নাগরিকরা প্রচণ্ড নেতিবাচক মনোভাব প্রদান করেছে। অনেকে এমনকি ইরানে বিরুদ্ধে হামলার প্রতিবাদে তেলআভিভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ৬ নভেম্বর এক বিক্ষোভ সমাবেশ-এর জন্য এক ফেসবুক প্রচারণা শুরু করে।

অনেক নেট নাগরিক নেতানিয়াহু সরকারের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার চেষ্টাকে, সম্প্রতি তাদের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে যে সামজিক ন্যায়বিচার আন্দোলন নামক বিক্ষোভ দেখা দিয়েছে, সেটিকে পাশ কাটানোর এক প্রচেষ্টা বলে মনে করছেন।

חלאס כבר עם האיום האיראני. אם ייפול פה טיל גרעיני נראה התחלה של הבזק והכל ייגמר. זה אפילו לא יכאב. אוברדראפט, לעומת זאת, מרגישים כל הזמן
@হাইমএইচজেড: ইরানের হুমকি নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে। যদি এখানে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়, তাহলে আমরা এক ঝলকানি দেখতে পাব, তারপরে সব শেষ হয়ে যাবে। এমন কি তা কোন যন্ত্রণার সৃষ্টি করবে না। অন্যদিকে একটি ওভার ড্রাফট-এর [ইজরায়েল-এর অর্থনৈতিক নীতির কারণে ঋণে আবদ্ধ হয়ে যাওয়া] যন্ত্রণা আপনি সব সময় টের পেতে থাকবেন।
אם אין לחם תאכלו מלחמה עם איראן
@ইশাইও: যদি কোন রুটি না থাকে, তাহলে ইরানের সাথে এক যুদ্ধ বাঁধিয়ে পেটের ক্ষুধা মেটাও।
אז, למה כולם מדברים על איראן עכשיו? אפרנטלי אהוד ברק עבד קרוב עם כל כתבי הצבא כדי לשכנע שאוטוטו תוקפים. למה? רצו לקצץ בתקציב הביטחון
@ওডাসকাল: এখন কেন সবাই ইরান নিয়ে কথা বলছে? এহুদ বারাক এখন সকল যুদ্ধ বিষয়ক সংবাদদাতা সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, তাদের তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা নিশ্চিত রুপে হামলা চালাতে যাচ্ছি, কেন? কারণ তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয় কমাতে চায়।

ইজরায়েলর নেতাদের নির্বুদ্ধিতা এবং বেপরোয়া মনোভাবের জন্য অন্যরা এক বেদনাদায়ক মনোভাব নিয়ে আলাপ করছে

מטורללים, חידלו! #איראן
זה בערך משהו כזה: “אוי לא! הבריון הזה רוצה להרביץ לי! אז עדיף שארביץ לו קודם, ואז זה יראה לו והוא יבכה וילך הביתה!” #איראן
@এ_ড্রেড্রিমার: এরা সব উন্মাদ, এইসব বন্ধ করুন! তাদের ভাব ভঙ্গি অনেকটা এ রকম, ‘আয় হায়, এই বদমাইশ আমাকে পিটাতে চায়! সে আমার গায়ে হাত তোলার আগে, আমারই মারপিট শুরু করে দেওয়া উচিত, আর তাহলে সে বুঝাবে যে আমি কতটা শক্তিশালী আর সে কেঁদে ফেলবে এবং কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে’! #ইরান
למיטוט הרשות הפלסטינית הקישו 1. למלחמה עם איראן הקישו 2. למאות טילים על ת״א הקישו 3. להתבצרות במצדה הקישו 4. לגוג ומגוג הקישו 0 או המתינו
@দোরোনিকো: ফিলিস্তিন সরকারের পতন ঘটাতে ১ চাপুন। ইরানের সাথে যুদ্ধ শুরু করতে ২ চাপুন। তেলআভিভে শত শত মিসাইল ছুঁড়তে ৩ চাপুন। মাসাদের ক্ষেত্রে নিজেদের চাঙ্গা করতে [ গণহারে আত্মহত্যা করার আগে] ৪ চাপুন। গগ এবং মাগগ [কেয়ামত সাধনের জন্য] শূন্য চাপুন অথবা অপেক্ষা করুন।
“ראיתי שתוקפים אותנו מעזה, את המצב במצרים ובסוריה ואמרתי לעצמי מה שכל ראש ממשלה שפוי היה אומר לעצמו: בוא נפתח עוד חזית” #ביבי.נאום.לאומה
@ওমেরবারা: আমি দেখতে পাচ্ছি যে আমরা গাজার দ্বারা আক্রান্ত। একই সাথে মিশর এবং সিরিয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং নিজেকে বলছি যে প্রতিটি উন্মাদ প্রধানমন্ত্রী নিজেকে বলবে; চল আরেকটা যুদ্ধের ময়দান তৈরি করি। #বিবিস্পিচটুদিনেতানইয়াহু
אזרחים מטומטמים. לא רק שהממשלה גוזלת מכם את הזכות לחיות בכבוד וברווחה, עכשיו היא גם תגזול מכם את הזכות לחיות #מבצע.איראן
@শানিরাবি: কেবল মর্যাদা এবং সমৃদ্ধির সাথে বেঁচে থাকার জন্য আপনাদের সরকার আপনাদের অধিকার হরণ করছে না, এখন তারা আপনাদের বেঁচে থাকার অধিকার হরণ করতে যাচ্ছে। #অপারেশনইরান

তবে অনেকে এই সুযোগে এই বিষয়ে রসিকতা করতে ছাড়েননি, সাম্প্রতিক যে নথি ফাঁস হয়েছে তা উল্লেখ করে রুবিনেট লিখেছে:

פירסט רול אוף איראן פייט קלאב, יו דונט טוק אבאוט איראן פייט קלאב #מתוך:בטחון.למתחילים
@রুবিনেট: ইরান ফাইট ক্লাবের প্রথম নিয়ম, আপনারা কেউ ইরান ফাইট ক্লাব সম্বন্ধে কোন আলোচনা করতে পারবেন না।#ফ্রমসিকিউরিটিফরবিগেনার্স।

ইটামার শালটেল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইজরায়েলের শহরগুলোর মানুষের সম্ভব্য লাভের হিসেব নিয়ে এক রসিকতা করছে।

אם נתקוף באיראן, יהיו טילים על תל-אביב. אם יהיו טילים על תל-אביב, מחירי הדירות ירדו. אם מחירי הדירות ירדו, נשיג צדק חברתי #ווין #j14
@ইটামারস: যদি আমরা ইরানের উপর হামলা চালাই, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র তেলআভিভে নিক্ষিপ্ত হবে। এতে এখানকার এপার্টমেন্টগুলোর দাম পড়ে যাবে। যদি সেগুলোর দাম পড়ে যায়, তাহলে আমারা সামাজিক ন্যায় বিচার লাভ করব। #উইন #জে১৪

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .