লাইবেরিয়া নির্বাচন ২০১১: নির্বাচন কেন্দ্রগুলো প্রায় শূন্য

আজ সকাল হওয়ার সাথে সাথে লাইবেরিয়ানরা তাঁদের ভোটের সাংবিধানিক অধিকার প্রয়োগের উদ্দেশ্যে সাহসিকতার সঙ্গে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে ভীড় জমায়। বিরোধীদল কংগ্রেস ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (সি ডি সি)-এর কমপক্ষে পাঁচ জন সমর্থক গত নিরাপত্তা রক্ষীদের সাথে সোমবারের সংঘর্ষে নিহত হয় এবং অনেকে আহত হয়। সি ডি সির নেতা উইন্সটন টুবম্যান তাঁর সমর্থকদের আজকের নির্বাচন বয়কটের আহ্বান জানান।

@লাইবেরিয়াইলেকসন রিপোর্ট করে:

কোন নির্বাচনী কেন্দ্রেই সিডিসি দলের কোন নির্বাচনী প্রতিনিধি নেই এ এফ পি সারাদেশ ভ্রমণ করেছে #লাইবেরিয়া ২০১১ #লাইবেরিয়াইলেকসন

@লুথারজ্যাক ভোট দিয়েছেন:

#লাইবেরিয়া ২০১১ –এর নির্বাচনে কেবল ভোট দিয়ে এলাম…# লাইবেরিয়া, দয়া করে উঠুন আর আপনার# গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করুন।

মনরোভিয়ার একটি খালি নির্বাচনী কেন্দ্র। ছবি-@লাইবেরিয়াইলেকশন এর সৌজন্যে

লাইবেরিয়ার জন্য প্রার্থনা:

@পার্টনারসডব্লিউডব্লিউ: দয়া করে আমাদের কর্মচারী আর আমাদের সাথে  নিকারাগুয়ায় ও লাইবেরিয়ায় কর্মরত ব্যবসায়ীদের জন্য প্রার্থনা করুন। এ মুহূর্তে লাইবেরিয়াতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

@ড্যান রুটলেজ১: লাইবেরিয়ায় আজকের শান্তিপূর্ণ নির্বাচনের জন্য  অনুগ্রহ করে প্রার্থনা করুন। গতকাল সেখানে সহিংস ঘটনা ঘটেছে। এখন সেখানে নাজুক পরিস্থিতি বিরাজমান।

লাইবেরিয়ার সাংবাদিকদের জন্য কিছু উপদেশ নামে @কেনিয়াকেট লিখেন:

# লাইবেরিয়া ফর রান অফ-এর সাংবাদিকরা: @আইলাইবেরিয়ার আছে দ্রুত ইন্টারনেট সংযোগ সুবিধা। আপনাদের ঘটনাগুলো এখানে আপলোড করার জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি # লাইবেরিয়া ২০১১

লাইবেরিয়ায় ২০১১ সালের নির্বাচনের ঘটনাগুলোর রোড ম্যাপ নিম্নরূপ:

এ সাইটের বেশিরভাগ প্রতিবেদন উসাহিদি লাইবেরিয়ার অঙ্গসংগঠনের সৌজন্যে প্রাপ্ত; সংবাদ যাচাই ও প্রকাশের বিষয়ে এদের প্রতিটি সংগঠনের রয়েছে নিজস্ব কর্ম পরিচালনা পদ্ধতি ও কর্মকৌশল।

- নির্বাচনী প্রক্রিয়ার জনপ্রিয় উৎস থেকে শুরুতেই সংবাদ সংগ্রহ করা উসাহিদি লাইবেরিয়ার উদ্দেশ্য নয়। লাইবেরিয়ার জনতার মধ্যে যে অসমর্থিত তথ্য রয়েছে আমাদের অঙ্গসংগঠনগুলোর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সেখান থেকে প্রতিবেদনের জন্য আন্তর্জাতিকভাবে সংবাদ সংগ্রহ করে – ক্রাউডসোর্সিং পদ্ধতির পরিবর্তে এটা অনেকটা ক্রাউডসিডিং পদ্ধতির মত। উসাহিদি প্ল্যাটফর্মের অন্যান্য কার্যক্রমের মধ্যে এটা একটা ভিন্নতর পদ্ধতি।

- জনতার মধ্যে কিছু সদস্য ম্যাপের শর্ট কোড ব্যাবহার করে নির্বাচনের আগে অজ্ঞাত নামে কিছু বার্তা পাঠায়। এ বার্তাগুলো পেয়ে উসাহিদি লাইবেরিয়া দল একটি “ক্রাউড সোর্সড” ক্যাটাগরি তৈরি করে । আমরা মনে করি এ ধরণের ব্যতিক্রম ক্রাউডসীড তথ্যের মূল উদেশ্যকে ব্যহত করে, যদিও আমরা লাইবেরিয়ার জনগণকে নিরুৎসাহিত করিনি কারণ যেখানে সহজে সংবাদ পাওয়া সহজ নয় সে রকম এক ধরণের জটিল পরিস্থিতিতে তাঁরা তথ্য আদান-প্রদানে উদ্যোগী হয়েছিল।

নির্বাচন কেন্দ্রগুলো প্রায় খালি:

@লাইবেরিয়াইলেকসন: সারা লাইবেরিয়া থেকে এ ই পির কাছে পৌঁছানো প্রতিবেদনে জানা যায় সারা দেশে ভোট প্রদানের হার গণভোটে প্রদত্ত ভোটের চাইতে কম # লাইবেরিয়া২০১১

@স্কারলেটলায়ন: ওয়হেয়া এলাকার নিউ ক্রু শহরে নির্বাচন কেন্দ্র প্রায় খালি।#লাইবেরিয়া ২০১১

@স্কারলেটলায়ন: মনরোভিয়া শান্ত। গত ভোটের দিনে বৃষ্টির মধ্যে লোকজন ভোর পাঁচটায় লাইন ধরে দাঁড়িয়ে ছিল। এখন ভোটকেন্দ্র খালি। লাইবেরিয়া২০১১

শিশুটি মায়ের ভোটদান দেখছে।

শিশুটি মায়ের ভোটদান দেখছে। ছবি-@লাইবেরিয়াইলেকসন-এর সৌজন্যে

ডিজেবাবা বলেন বয়কটের ডাক মনে হয় সফল হয়েছে:

লাইবেরিয়ার ১১ অক্টোবরের নির্বাচনের সকালে আমি যে রাস্তা ধরে দৌড়ে ছিলাম সে রাস্তা ধরেই আজ সকালে দৌড়ালাম। ১১ অক্টোবরে পরিবেশটা এমন ছিল যে ভোটাররা তাঁদের অধিকার আদায়ের জন্য বৃষ্টি মাথায় করে ভোটে অংশগ্রহণ করেছেন। আজ মনে হচ্ছে বেশিরভাগ ভোটার এখন পর্যন্ত বাড়িতেই বসে আছে। ১১ অক্টোবরের নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে সকাল ৭:৩০ মিনিটে দশ ভাগের এক ভাগ ভোট পরেছিল, এবার যদিও চমৎকার ঝলমলে একটা দিন কিন্তু তারপরেও ভিন্নচিত্র।

কিন্তু তারপরেও ১১ অক্টোবরের নির্বাচনে জনগণ একই সঙ্গে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিয়েছে যদিও আজকের নির্বাচন দুজন রাষ্ট্রপতি পদপ্রার্থীর মধ্যে সীমাবদ্ধ। মনে হয় লাইবেরীয়রা সংসদ নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী? অথবা হতে পারে ৭০% ভোটারের অংশগ্রহণ ছিল ১৫ জন রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে? আমার এতে সন্দেহ আছে। নির্বাচন বয়কটের যে আহ্বান সি ডি সি জানিয়েছে তা শেষ পর্যন্ত কি বয়ে আনবে?

নিউ ডেমক্র্যাট সংবাদপত্রের কলামে বলা হয়েছে, “ এটাও লাইবেরিয়া!!!”

বিরোধী দলের নেতা উইন্সটন টুবম্যানের নির্বাচন বয়কটের ঘোষণার মধ্য দিয়ে আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং নোবেল বিজয়ী এলেন জনসন স্যারলিফ একমাত্র পদপ্রার্থী হিসেবে রয়ে গেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .