আইভরি কোস্টঃ বিশ্ববিদ্যালয় আবার কখন খুলবে?

এই প্রবন্ধটি আইভরি কোস্ট অস্থিরতা -২০১১ নিয়ে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
[আলাদা ভাবে উল্লেখ না করা সকল লিঙ্ক ফরাসী ভাষায় ]

নির্বাচন পরবর্তী সঙ্কটের সময় থেকে আইভরি কোস্টের তিনটি বিশ্ববিদ্যালয় (কোকডি, আবোবো আদজামে এবং বোউয়াকে) সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং ছাত্রাবাস থেকে এর বাসিন্দাদের চলে যেতে বলা হয়। সে সময়কার প্রেক্ষিতে অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়সমূহ খোলা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে অনেকে তা নিয়ে প্রশ্ন করছে।

বিশ্ববিদ্যাসমূহ বন্ধ করার উদ্দেশ্য ছিল দুটি:

-ছাত্রাবাসের কক্ষ গুলোকে ছাত্র নয় এমন অবৈধ দখলদার, বিশেষ করে ক্ষমতাশালীদের হাত থেকে মুক্ত করা, এখানে আর সশস্ত্র সংগঠন ফেডারেশন এতুদিয়ান্তে এত স্কোলারে দে কোত দি আইভার (আইভরি কোস্টের ছাত্র এবং বুদ্ধিজীবী সংগঠন) নামক সংগঠনের কথা আলাদা ভাবে উল্লেখ করা হল না।

- -বিভিন্ন ভবন সংস্কার করা, এই সমস্ত ভবনের সংস্কার অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল।

The decaying state of Cocody University in Abidjan. Image by Alexenafrique, copyright Demotix (13/10/11).

আবিদজানের কোকডি বিশ্ববিদ্যালয়ের ক্ষয়প্রাপ্ত ভবন, ছবি আলেক্সেএনআফ্রিক-এর কপিরাইট ডেমোটিক্সের (১৩/১০/২০১১)।

উচ্চ শিক্ষা মন্ত্রী সিসে বাকোঙ্গো বিশ্ববিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন করতে আসেন, আইভরি কোস্টের সকল প্রচার মাধ্যমে প্রচারিত এই সংবাদে বেশ আনন্দের সৃষ্টি হয়, কিন্তু তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় খোলার তারিখ এখনো অনিশ্চিত। এখ্‌ কখন বিশ্ববিদ্যালয় খুলবে আর শিক্ষা কার্যক্রম সমাপ্ত হবে তা নিয়ে ছাত্র, শিক্ষক এবং পিতামাতারা উদ্বিগ্ন

Construction at Cocody University, Abidjan, October 2011. Photo by author.

আবিদজানে অবস্থিত কোকোডি বিশ্ববিদ্যালয়ে চলা ভবন সংস্কার কাজ, অক্টোবর ২০১১। ছবি লেখকের।

গত কয়েকদিন ধরে সামাজিক নেটওয়ার্ক এই নিয়ে এক বিতর্ক তীব্র হয়ে উঠেছে, বিশেষ করে টুইটারে। শিক্ষা বিভাগে তথ্য প্রযুক্তি এবং টেলি যোগাযোগের বিষয়টির অর্ন্তভূক্তির একনিষ্ঠ সমর্থক সরকারের মন্ত্রী আন্তোনিও মিয়ান দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে যে ক্ষতি হবে তা উল্লেখ করেছেন:

@মিয়ানশেহ: অলস মস্তিষ্ক শয়তানের কারখানা #ভাইস আর আইভরি কোস্টের ছাত্ররা গত পাঁচ মাস ধরে অলস বসে আছে।স্বাগতম#ভাইস, #এসওএসইউনিভা #ক্রিসেইউনি # সিআইভি২০১০

আইভরি কোস্ট সরকারের সামান্য যে কয়েকজন মন্ত্রী সক্রিয় ভাবে টুইটার ব্যবহার করে, তার মধ্যে অ্যালেন লোবোগনন অন্যতম। এই ঘটনায় মাইক্রো ব্লগাররা তাকে প্রশ্ন করতে আর দেরী করেনি। মার্কো এ্যান্তোনিও হোডোনো এর কারণ জানার দাবী করেছেন:

@সেশচোদ: কেবল একটা প্রশ্ন রয়েছে: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার তারিখ কি নির্দ্ধারন করা হয়েছে ? #সিআই২২৫ ? #সিআইভি২০১০ #সিআইভি২২৫

ডন প্রিন্স আরো বাস্তবস্মমত এবং আবার শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য একটি আপোষ মূলক সমাধান প্রস্তাব করেছে:

@প্রিন্সডঙ্ক: আমি যা বলতে চাইছি, তা হচ্ছে সামান্য ইচ্ছে থাকে তাহলে ভবন সংস্কারের মাঝেও বিশ্ববিদ্যালয়ের কোন কোন অংশ ক্লাশ নেওয়া যেতে পারে। #এসওএসইউনিভা

তার মতে ইনিস্টিটিউট ন্যাশনাল পলিটেকনিক হুপেট বাইগনি (আইএনপি-এইচবি) নামক প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রমাণ করেছে যে এই ভাবে ক্লাশ চালানো সম্ভব। এই সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইয়ামোসকরুতে (দেশটির রাজনৈতিক রাজধানী) অবস্থিত। আর এর এক ফ্যাকাল্টি রয়েছে আবিদজানে, এই ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা কোকোডি ক্যাম্পাসে বাস করে। আইএনপি-এইচবি নামক প্রতিষ্ঠানে এর শিক্ষা দান চলছে।

@প্রিন্সডঙ্ক: বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায়, কোকডি বিশ্ববিদ্যালয়ের আইএনপি-এইচবি নামক ফ্যাকাল্টি চালু রয়েছে, সে উদাহরণ সবার অনুসরন করা উচিত। #এসওএসইউনিভা

যদি সকল বিশ্ববিদ্যালয়ে এই সমাধান প্রয়োগ করা হয়, তাহলে লেকচার হল এবং অন্যান্য কক্ষ দ্রুত শ্রেণী কক্ষে পরিণত হবে এবং সে ক্ষেত্রে বিশ্ববিদল্যায় বন্ধ হয়ে থাকা সত্ত্বেও ছাত্ররা তাদের স্থগিত হয়ে থাকা শিক্ষাক্রর্য শুরু করতে পারবে।

অন্যদের জন্য আবিদজানে বাস করা এবং পরিবহণ খরচ চালানো কঠিন, তাদের জন্য ভিন্ন সমাধানে উৎসাহ প্রদান করা হচ্ছে, যেমন দুর শিক্ষণ, এ ক্ষেত্রে হ্যাগার ৫৫ন পরামর্শ প্রদান করেছেঃ

@হ্যগার৫৫: অনলাইনে শিক্ষাদান; ইতোমধ্যে যে বছর শুরু হয়েছে তা পুরণ করার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য ভিডিও কনফারেন্স করা উচিত। @আনারশাই @সান্ডারস২২৫ #এসওএসইউনিভা #সিআইভি ২০১০

কিন্তু যথাযথ কাঠামো এবং এই ধরনের তথ্য প্রযুক্তির উপযুক্ত যন্ত্রপাতি সহ আবাসন ব্যবস্থার অভাবের ফলে এই সমধান সফল হবার সম্ভাবনা খুব কম, যেমনটা স্টেফান কোয়াকো নির্দেশ করেছে:

@আইঅ্যামস্টিফেনেক:যন্ত্রপাতির অবস্থা কেমন? : @হ্যগার৫৫: অনলাইনে শিক্ষাদান; ইতোমধ্যে যে বছর শুরু হয়েছে তা পুরণ করার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য ভিডিও কনফারেন্স করা উচিত। @আনারশাই @সান্ডারস২২৫ #এসওএসইউনিভা #সিআইভি ২০১০

সকলকে এই বিষয়টি আবার নিশ্চিত করার জন্য, অ্যালেন লাবোগনন ঘোষণা দিয়েছেনঃ

@মিয়ানশেহ : এখন খোলার তারিখ নির্দ্ধারন করা হয়ে গেছে। সরকার নভেম্বরে তা নাগরিকদের জানিয়ে দেবে।##সিআই২২৫ আমরা অতীতের মত ভুল করাকে এডিয়ে যাবার চেষ্টা করছি। ##সিআইভি

কিন্তু তিনি বিষয়টিকে সুনিদৃষ্টকরণের উপর উৎসাহ প্রদান করছেন:

@মিয়ানশেহ: কিন্তু শীঘ্রই বিশ্ববিদ্যালয়সমূহ খোলা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় গুলো চালু করার আগে সকল সমস্যার সমাধান করা হবে। #সিআই ২২৫ #সিআইভি২০১০

এখানে যে বার্তা প্রদান করা হয়েছে, তা অত্যন্ত পরিস্কার। উচ্চ শিক্ষা, গ্রান্ড ইকোল অথবা সরকারি চাকুরীর জন্য যে পরীক্ষা তার জন্য আইভরি কোস্টের ছাত্রদের ধৈর্য্য ধরতে হবে, (সরকারি পেশায় দক্ষতা লাভের জন্য যে শিক্ষা কার্যক্রম তা ব্যহত হচ্ছে না)

এই প্রবন্ধটি আইভরি কোস্ট অস্থিরতা -২০১১ নিয়ে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .