গ্লোবাল ভয়েসেস রাশিয়ার সাথে নিউইউরাশিয়া.নেটের অংশীদারিত্ব চুক্তি

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে গ্লোবাল ভয়েসেস রাশিয়ার নিউইউরাশিয়া.নেট-এর সাথে এক অংশীদারিত্বে যুক্ত হল। নিউইউরাশিয়া.নেট হচ্ছে মধ্য এশিয়ার এবং মধ্য এশিয়া সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাগরিক প্রচার মাধ্যম প্লাটফর্ম। এর সাইটের রুশ এবং ইংরেজি সংস্করণের ভাষার বিশাল এক পাঠক রয়েছে।

নিউইউরাশিয়া স্থানীয় তরুণদের ঘটনাস্থল থেকে সংগৃহীত সংবাদের উপর মনোযোগ প্রদান এবং বিশ্লেষণ করে। এই সাইটি সেই সমস্ত সংবাদের উপর আলোকপাত করে যেগুলোকে কম গুরুত্ব প্রদান করা হয় এবং সাইটি তরুণ ও মেধাবীরা যাতে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে, তার জন্য এই সাইট তাদের জায়গা তৈরি করে দেয় । এই সাইটের জন্ম ২০০৫ সালে, যখন বেশ কয়েকজন একটিভিস্ট একসাথে যুক্ত হয়ে ব্লগের জন্য এক প্লাটফর্ম তৈরি করে, যেখানে সামান্য সম্পাদনার প্রয়োজন এবং দ্রুত, আর সরাসরি প্রকাশ করা সম্ভব হয়।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই প্লাটফর্মের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন হচ্ছেন গ্লোবাল ভয়েসেসে-এর লেখক বেন পারম্যান। আজ এই সাইটিটি মধ্য এশিয়ার রাষ্ট্রসমূহের (কাজাখস্তান , কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান) ব্লগারদের যোগাযোগের এক অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে, যারা সকলে জীবনের বিচিত্র কাহিনী, অর্জন এবং নিজ নিজ দেশের চ্যালেঞ্জের কথা বলে।

এই সমস্ত বিষয়গুলোকে গ্রহণ করলে বলা যেতে পারে, গ্লোবাল ভয়েসেস এবং নিউইউরাশিয়ার মধ্যে অংশীদারিত্বের বিষয়টি যৌক্তিক, এতে এই দুই সম্প্রদায়ের একটিভিস্টদের অবস্থান এবং লক্ষ্য একই রাখা হয়েছে। মধ্য এশিয়া অঞ্চলের সবচেয়ে বিচিত্র এবং জনপ্রিয় এক নাগরিক প্রচার মাধ্যমের সাথে সহযোগিতামূলক যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
আমরা আমাদের লোগো বিনিময় করা থেকে কাজ আরাম্ভ করেছি। ইতোমধ্যে আপনারা গ্লোবাল ভয়েসেস-এর রুশ ভাষার সংস্করণে নিউইউরাশিয়ার লোগো দেখে থাকবেন, যার অর্থ হচ্ছে রুশভাষী পাঠকদের জন্য এখন গ্লোবাল ভয়েসেস-এ প্রবেশ করা আরো সহজলভ্য। উভয় সাইট খোলামেলা মানসিকতার সাইট এবং তারা অদূর ভবিষ্যতে অন্য কোন ধরনের অংশীদারিত্বে যাবে না।

এই সহযোগিতার বিষয়টিকে সম্ভব করার জন্য যারা কঠোর পরিশ্রম করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কাজে এর প্রজেক্ট ম্যানেজার এবং নিউইউরাশিয়া.নেটের প্রযুক্তি বিষয়ক ম্যানেজার অলিভার দামসকে এক বড়সড় ধন্যবাদ। তিনি এই সাইটের অন্যতম এক প্রতিষ্ঠাতাও বটে। আর নতুন ভাব এবং ভাবনা গ্রহণে ইচ্ছুক নিউইউরাশিয়া.নেটের সামাজিক প্রচার মাধ্যম কর্মকর্তা ইয়েলেনা জেটপেয়াসপায়েভাকেও ধন্যবাদ।

আর একই সাথে আমরা গ্লোবাল ভয়েসেস- এর রুশ সংস্করণের লেখক ও অনুবাদক দলকে ধন্যবাদ, যারা রুশ ভাষী পাঠকদের জন্য লেখা তৈরি করে সাইটিকে তাদের কাছে মনোগ্রাহী করে তুলেছে।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .