ক্যাম্বোডিয়া: এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

আপার মেকং নদী এবং থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের ফলে ক্যাম্বোডিয়ার বেশ কয়েক জায়গায় বন্যা দেখা দিয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ইতোমধ্যে দেশটিতে এক প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং দেশটিতে অভূতপূর্ব এক ক্ষতির সৃষ্টি করেছে।

ইতোমধ্যে অনেক এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, আর এর ফলে ফলে হাজার হাজার হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে বন্যায় ২০০ জন ব্যক্তি মারা গেছে এবং তা সড়ক যোগাযোগ ব্যবস্থা, বাঁধ, এবং অন্য গণ সেবা কর্যক্রম ধ্বংস করে ফেলেছে। সারা দেশের হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এবং আগামী বছর সম্প্রদায়ের মধ্যে নির্বাচনের জন্য যে ভোটার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবার কথা ছিল, তার সময় বর্ধিত করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়া [খেমার ভাষায়] বন্যার প্রভাবের বিষয়ে সংবাদ প্রদান করেছে, যা ক্যাম্বোডিয়ার জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি নেহম ভান্ডার-এর তৈরি করা বন্যা পরিস্থিতির সারাংশ:

ស្រូវ​ចំនួន​ជាង ៤​សែន​ហិកតារ​បាន​លិច​ទឹក​ជំនន់។ ស្រូវ​ចំនួន​ជាង ២​សែន​៥​ម៉ឺន​ហិកតារ​ទៀត​បាន​ខូចខាត​ទាំង​ស្រុង។ ផ្លូវ​លំ​ប្រវែង​ជិត ៣.០០០​គីឡូម៉ែត្រ​បាន​ខូចខាត។ ទំនប់​ទឹក​ប្រវែង​រវាង ៣០០​គីឡូម៉ែត្រ ទៅ ៤០០​គីឡូម៉ែត្រ បាន​ខូចខាត។ ប្រជាពលរដ្ឋ​ស្លាប់​ចំនួន ២៤៧​នាក់។ សាលារៀន​ជាង ១.០០០​កន្លែង​បាន​លិច​ទឹក​ជំនន់។ គេ​បាន​ប៉ាន់ស្មាន​ជា​ថ្មី​ឲ្យ​ដឹង​ថា តម្លៃ​ខូចខាត​សរុប​ជាង ៤០០​លាន​ដុល្លារ​អាមេរិក។

এক হিসেবে ধারনা করা হচ্ছে যে, দেশটির প্রায় ৪০০,০০০ হেক্টর ধানের জমি বন্যায় তলিয়ে গেছে, প্রায় ২৫০, ০০০ হেক্টর ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ৩০০০ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে, ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মত বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ১,০০০-এর বেশী স্কুল বন্যায় আক্রান্ত হয়েছে। ধারনা করা হচ্ছে বন্যায় ক্যাম্বোডিয়া ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ান মার্কিন ডলার হতে পারে।

এই প্রবন্ধের লেখিকার পূর্বপুরুষের বাড়ি কোম্পাং চান প্রদেশে , যেখানে বন্যা অস্বাভাবিক আকার ধারন করেছে।

যে সমস্ত প্রদেশে বন্যা ভয়াবহ আকার ধারন করেছে তার মধ্যে সিয়েম রিপও অন্তর্ভুক্ত, এটি হচ্ছে অন্যতম এক পর্যটন কেন্দ্র, যেখানে আঙ্করভাট মন্দির অবস্থিত। ট্রাভেলফিশ সিয়াম রিপ প্রদেশের বন্যা পরিস্থিতির তাজা সংবাদ প্রদান করছে:

সিয়েম রিপে যে বন্যা দেখা দিয়েছে তা এখানকার বেশীর ভাগ শহরকে ছয় সপ্তাহ ধরে ডুবিয়ে রেখেছে। এবং পানিতে ডুবে যাওয়া রাস্তা নিজেদের সেই ময়লা চেহারায় ফিরে

বন্যার আগমনে পানি উৎসব বাতিল করতে হয়েছে, যা কিন প্রতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসব প্রদেশের লক্ষ লক্ষ বাসিন্দাকে এই শহরে আসার জন্য আকৃষ্ট করে। গত বছর এই উৎসব এক বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়। কোহ পীচ দ্বীপে এক ভীড়ের চাপে ৩০০ জন নিহত হয়। ঘটনাক্রমে এই উদযাপনের বেদনাদায়ক ঘটনার সাথে বন্যার আগমন ঘটল, যার ফলে অনেক বিশ্লেষক শঙ্কা করছে যে, সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য এই অজুহাত ব্যবহার করবে।

এই বন্যায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন ধরনের ত্রাণ প্রচেষ্টা চলছে এবং বন্যা আক্রান্ত গ্রামবাসীদের উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সম্প্রদায় যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কারিতাস, গ্রীন গেক্কো কিডস ত্রাণ তৎপরতা এবং জাপানের ক্যাম্বোডিয় অ্যালমনাই-এর অর্থ সংগ্রহ ও ত্রাণ তৎপরতা

চান সোভান্নারা-ও বন্যায় সৃষ্ট বিপর্যয়ের লিখেছে:

মানুষ শক্তিশালী, তারা আধুনিক প্রযুক্তি সৃষ্টি করতে পারে। কিন্তু সম্প্রতি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। মেকং নদীর সাথে যুক্ত এমন দেশ –ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড এবং চীন এখন প্রাকৃতিক বন্যার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বছর ক্যাম্বোডিয়া এক বন্যার শিকার হয়েছে, যে বন্যায় ইতোমধ্যে দেশটিতে ১০০ জন নাগরিক নিহত হয়েছে, এবং হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে।

এই বন্যায় ১৬৫,৬১৯ টি গৃহস্থালিতে আঘাত করছে এবং এটি ২৩১,০৪৪ টি পরিবার, ১,০৫৩ টি স্কুল, ৪৩৪ টি প্যাগোডা, ৭৬ টি স্বাস্থ্য কেন্দ্র, ৩০৪,৪৬৯ হেক্টর ধানের জমি, এবং ১,০৫৩৫ হেক্টর শস্য ক্ষেতকে আক্রান্ত করেছে। ২০১১ সালের এই বন্যায় আক্রান্ত নাগরিক, গৃহস্থালি এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বের করার জন্য ক্যাম্বোডিয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .