গ্লোবাল ভয়েসেস এবং এল কলম্বিয়ানোর মধ্যে এক নতুন অংশীদারিত্ব চুক্তি

গ্লোবাল ভয়েসেস স্প্যানিশ, এক সংবাদপত্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই পত্রিকার নাম এল কলম্বিয়ানো [স্প্যানিশ ভাষায়], যা কলম্বিয়ার মেডেলিন শহরের শীর্ষস্থানীয় এক পত্রিকা। তারা, তাদের পাঠকদের গ্লোবাল ভয়েসেস-এর স্প্যানিশ ভাষায় প্রকাশিত লেখা সমূহ পাঠ করার সূযোগ দিচ্ছে। এই উদ্দেশ্য এই পত্রিকার অনলাইন সংস্করণের ইসি-ব্লগার সেকশনে [এল কলম্বিয়ানো পত্রিকার ব্লগ শাখা] একটি ব্লগ সৃষ্টির মাধ্যমে তা করা হয়েছে।

খুব স্বাভাবিকভাবে ব্লগের শিরোনাম গ্লোবাল ভয়েসেস, আর এটি অনলাইনে যাত্রা শুরু করে রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১১-তে। এখানে প্রতিদিন একটি করে প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।


এল কলম্বিয়ানোর বিভিন্ন কর্মীদের কাছ থেকে এই প্রকল্প দারুণ সমর্থন লাভ করেছে, যেমন ইন্টারএ্যাকশন সম্পাদিকা ক্যাটলিনা মোন্টোয়া, ইন্টারএ্যাকশন সাংবাদিক ডিয়েগো আগুয়েডেলো এবং পেরলা টেোরো এবং প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এস্টাফানিও বোটেরোএর কাছে। এস্টাফানিও বোটেরো, এই চুক্তির প্রাথমিক আলোচনার সূত্রধর ছিলেন।

আমাদের দিক থেকে, গ্লোবাল ভয়েসেস স্প্যানিশ এর সদস্যরা আমাদের পাশে এসে এই কাজটি সম্ভব করেছে, বিশেষ করে এর জন্য কাটালিনা রেস্ট্রেপো এবং অ্যাড্রিয়ানা গুতিয়ারেজকে ধন্যবাদ।

এল কলম্বিয়ানোর জন্য কি ধরনের লেখা বাছাই করে হয়েছে সে বিষয়ে ধারনা পাবার জন্য এখন পর্যন্ত এখানে যে সমস্ত লেখা ছাপা হয়েছে তার কিছু নমুনা তুলে ধরা হল।

এবং ছোট্ট একটা উপস্থাপনা পোস্ট :

আজ এর যাত্রা শুরু হল, লাতিন আমেরিকা এবং একই সাথে সারা বিশ্বের ব্লগারদের লেখার সারসংক্ষেপ আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং একই সাথে ওয়েব কার্যক্রম বিষয়ে সংবাদ, সামজিক এবং সংস্কৃতিক বিষয় সহ আইসিটিএস -এর উদ্যোক্তা বিষয়ক সংবাদ, হুমকি বিষয়ক সংবাদ এবং বাক স্বাধীনতার উপর আসা আক্রমণ এবং অন্যান্য আরো অনেক মজার লেখা উপস্থাপন করব।

আমরা আশা করি যে এই চুক্তি, আমাদের সেই সব আন্তর্জাতিক বিষয়বস্তুকে আমাদের সামনে নিয়ে আসবে যে সাধারণত আমাদের পড়া হয় না; এই সব বিষয়ববস্তু, মূলত নেট নাগরিকদের প্রকাশিত মনোভাব, যা নতুন ধারার প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, আর আমাদের লেখকরা সেসব ঘটনাকে সংবাদ হিসেবে তৈরি এবং বিশ্লেষণ করে। এই সব লেখা এল কলম্বিয়ানোর পাঠকদের, ইন্টারনেট বিশ্বে এবং সেখানে যারা বাস করে ব্যক্তিদের মনোভাবের বিষয়ে ধারনা দিতে সাহায্য করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .