ব্রুনাই-এর সমুদ্র সৈকত সমূহকে রক্ষা করা

ব্রুনেই এর সমুদ্র সৈকতকে দূষণ থেকে রক্ষা এবং তার নিরাপত্তার জন্য ব্রুনাই বীচ বাঞ্চ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়। এই গ্রুপের কিছু কর্মকাণ্ড নীচে প্রদান করা হল।

আমরা ব্রুনেই-এর সমুদ্র-সৈকত সমূহে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন এবং তা পরিচালনা করে থাকি।

আমরা সমুদ্র-সৈকতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতার মত অনুষ্ঠানের আয়োজন এবং পরিচালনা করার ব্যাবস্থা করে থাকি।

বর্জ্য উৎপাদন হ্রাসের জন্য আমরা বিশেষ ধরনের প্লাস্টিকের বোতল এবং থলির ব্যবহার কমিয়ে আনার জন্য প্রচারণা চালিয়ে থাকি।

নাগরিক, বেসরকারী এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরিবেশ সংক্রান্ত শিক্ষা কর্মসূচি প্রদান করে থাকি।

এছাড়াও বীচ বাঞ্চ, শক্তি জনগণের আরো সমর্থন লাভের জন্য সামাজিক প্রচার মাধ্যমের ক্ষমতাকে ব্যবহার করছে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও, ফেসবুক এবং টুইটার একাউন্ট রযেছে।

এর একটি প্রজেক্টে ব্রুনাইয়ের সমুদ্র সৈকতের এক মানচিত্র অর্ন্তভুক্ত করা হয়েছে:

ব্রুনাইয়ের সমুদ্র সৈকতের উপর করা গুগলের মানচিত্র।

মানচিত্র বিষয়ে আরেকটি প্রকল্প যুক্ত করা হয়েছে, যাতে দেশের সৈকত গুলোর অবস্থান চিহ্নিত করা, সেগুলো ঠিকঠাক করা এবং তাদের পরিস্থিতি উপলদ্ধি করা যায়:

সম্প্রতি উপকূল পরিষ্কারের এক আয়োজন কর হয় যেখানে বিভিন্ন স্কুল থেকে ১৫০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছিল। সংগঠকদের ভাষ্য মতে, এতে ৪১৮ কিলোগ্রাম বর্জ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০০ কিলোগ্রাম ছিল প্লাস্টিক সামগ্রী, দেড় কিলোগ্রাম ছিল অ্যালুমিনিয়াম এবং ৩১৭ কিলোগ্রাম ছিল এমন সব বর্জ্য সামগ্রী, যেগুলোর রিসাইকেল বা পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব নয়।
ফেসবুকে স্বেচ্ছাসেবকরা তাদের অংশগ্রহণ সম্বন্ধে লিখেছিল:

হোরান্ড রাপস : হ্যাঁ! দারুণ এক সময় কেটেছে! ভালো একটা কাজে সাহায্য করা এবং কিছু অসাধারণ মানুষের সাথে দেখা হওয়া! আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এরপর সমুদ্র-সৈকতকে দারুণ পরিষ্কার দেখাচ্ছিল।

এ্যান্থনি ইআর: দারুণ কাজ, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য বিবির [বীচ বাঞ্চ] এক স্ফুলিঙ্গ যথেষ্ট ছিল। এর ফলে যে বিশাল এক অর্জন সাধিত হল তাতে আমি মুগ্ধ। এর জন্য রিজান লাতিফ এবং বিবি-এর বাকী সদস্যদের আমি অভিনন্দন জানাই। দারুণ!

বীচ বাঞ্চ-এর পরিচ্ছন্নতা অভিযান

সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকেরা

জান সিম এই পরিচ্ছন্নতা অভিযানের এক অন্যতম কর্মী ছিল:

আমি মনে করি আপনারা প্রচুর মজা পেয়েছেন, যখন আমি আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবার বিষযটা আপনাদের সমান তুল ধরছিলাম। আমি কল্পনা করতে পারি না যে কি ভাবে এই সমস্ত বর্জ্য সৈকতে ফেলে রাখা হয় এবং ছবির মাধ্যমে প্রমাণ পাওয়া যাচ্ছে কি ভাবে, জেলেরা প্রথাগত ভাবে জাল ধুয়ে তা অন্যদের আবার পরিষ্কার করার জন্য সৈকতে ফেলে রেখে যায়।

বীচ বাঞ্চ যে সমস্ত ছবি সংগ্রহ করেছে তা আন্তর্জাতিক ডাটাবেজের একটা অংশে পরিণত হবে

আমরা বিশ্বাস করি যে আমরা যেখানেই বাস করি না কেন, সমুদ্র হচ্ছে আমাদের জীবন রক্ষার একটা অংশ। এ কারণে আমরা ওসেন কনজারভেন্সি, প্রজেক্ট এ্যাওয়ার, এবং ক্লিন-আপ দ্যা ওয়ার্ন্ড নামক প্রকল্পের সাথে যুক্ত হয়েছি, যাতে আমরা আমাদের সমুদ্র এবং জলপথ সমূহকে পরিষ্কার রাখতে পারি। সংগৃহীত ডাটা, আন্তর্জাতিক ডাটাবেজে আপলোড করা হবে। এটি নিয়ে দ্বিতীয়বারের মত বীচ ব্রাঞ্চ এক বৈশ্বিক অনুষ্ঠানের আয়োজন করল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .