সৌদী: বাদশাহর জন্য বিশেষ টুইটার হ্যাশট্যাগ!

রিয়াদে সৌদী বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ, ২৫ ফেব্রুয়ারি, ২০০৮, ছবি- আম্মার আবদ রাব্বো-এর সৌজন্যে

#তাল৩এমরাক নামে একটি সৌদী হ্যাশটাগ খোলা হয়েছে যার আক্ষরিক অনুবাদ হল “আল্লাহ আপনার জীবনকে দীর্ঘায়িত করুন” অথবা পশ্চিমা ভাষায় অনুবাদ করলে অর্থ দাড়ায় “মহামান্য বাদশাহ”। এ হ্যাশট্যাগটি আজ (২৮শে আগস্ট) টুইটারে ঝড় তুলেছে। অনেকের কাছেই এ হ্যাশট্যাগটি বিষ্ময়কর মনে হয়েছে কারন কর্তৃপক্ষকে সৌদী নেটিজেনরা সাহসের সাথে তাঁদের বক্তব্যগুলোকে তুলে ধরেছেন। শুরুতে এ হ্যাশট্যাগটি মনে হয় সৌদী আরবের বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে পরিচালিত হত। সাধারণ নাগরিকদের জন্য যা নিষিদ্ধ এ শীর্ষ স্থানীয় ব্যক্তিরা তা করতে পারে এবং তাঁরা তাঁদের ইচ্ছামত শ্রেণীতে বসবাস করার ক্ষমতা রাখে।

যাহোক, পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হয় যে হ্যাশট্যাগটি মূলতঃ সৌদী বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পরিচালিত, আরব বসন্ত বিপ্লবের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণকারী স্বৈর শাসকদের পক্ষে থাকা সৌদী পররাষ্ট্র নীতির সমালোচনায় অ-সৌদীরা এ হ্যাশট্যাগ ব্যবহার শুরু করে।

সৌদী নারী সক্রিয়তাবাদী ইমান আলনাফজান (@সৌদীউওম্যান) #তাল৩এমরাক হ্যাশট্যাগ বিষয়ে একাধিক টুইট করেন:

@সৌদীউওম্যান: #তাল৩এমরাক হ্যাশট্যাগটি আমার মনে বুড়ো হবার অনুভূতি তৈরি করে। কখনোই ভাবিনি যে অনেক সৌদীই ভীত নয়।

আলনাফজান দুটো টুইটের মাধ্যমে হ্যাশট্যাগটি বিশ্লেষণের চেষ্টা করেন:

@সৌদীউওম্যান: #তাল৩এমরাক এ হ্যাশট্যাগটি রাজকীয় পরিবারকে উদ্দেশ্য করে কিন্তু এখানে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, মন্ত্রী কাউকেই বাদ দেওয়া হয় নাই..১/২

এবং:

@সৌদীউওম্যান: ২/২ #তাল৩এমরাক-এর আক্ষরিক অর্থ হল “আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দান করুন”, সাংস্কৃতিকভাবে ধনী ও ক্ষমতাশীল সৌদীদের উদ্দেশ্যে মজা করতে টুইটারে এ সম্বোধন প্রয়োগ করা হয়

সৌদী ব্লগার আহমেদ আল-ওমরান (@আহমেদ) এ ধরনের হ্যাশট্যাগের গুরুত্ব তুলে ধরেন:

@আহমেদ: আপনি সৌদী হলে #তাল৩এমরাক হ্যাশট্যাগ… বিশেষ কিছু।.

সৌদী ধর্মীয় পুলিশের ভয়কে মাথায় রেখেই আল-ওমরান এই হ্যাশট্যাগে তাঁর নিজস্ব প্রশ্ন উত্থাপন করেছেন:

@আহমেদ: আহমেদ তারিখ কবে ঘোষিত হবে, ধর্মীয় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে আপনি কি ভীত?

মিসরীয় সক্রিয়তাবাদী মোহামেদ ইফ্ফাত (@৩ইফ্ফাত) হলেন প্রথম মিসরীয় যিনি এ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তাঁর মতে এ শাসনামলে সৌদী জনগণ তাঁদের নিজের দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ হ্যাশট্যাগে। ইফ্ফার এ ধারণার সাথে কিছু টুইটার ব্যবহারকারী সৌদী দ্বিমত পোষণ করেন, তিনি তাঁর হ্যাশট্যাগে বলেন:

@৩ইফ্ফাত: এ সময়ের সবচাইতে জম্পেস খবর হতে চলেছে এ হ্যাশট্যাগটি। আপনারা এটি দেখুন। সৌদিরা তাঁদের সমস্যা তুলে ধরে তাঁদের বাদশাহর সমালোচনা করছেন #তাল৩এমরাক

দুবাইতে বসবাসকারী ইমাম হুসেইন (@আম্মৌনি) সৌদিদের হ্যাশট্যাগ ব্যবহারের বিষয়টিকে অনুমোদন জানিয়ে বলেন:

@আম্মৌনি: হায় খোদা! সৌদীরা এত সাহসী; হ্যাশট্যাগটি দেখুন #তাল৩এমরাক

মিসরীয় এভোরনিয়া আজের (@এভোরনিয়া) বলেন সৌদী বাদশাহর উচিত নারী অধিকার সমর্থন করা:

@এভোরনিয়া: #তাল৩এমরাক আপনার নারী অধিকার সমর্থন দিয়ে শুরু করা উচিত!

সৌদী নারী নাওওয়ারাহ (@ নাওওয়ারাহ৮২) দেখান কিভাবে সংস্কারের বিষয়ে বাদশাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন:

وعدتنا بالتقدم, و وجدنا تأخر وعدتنا بالستر, و وجدنا غلاء عشمتنا بسياسة الباب المفتوح و أهديتنا قانون الارهاب الجديد…. #তাল৩এমরাক

@নাওওয়ারাহ: আপনি প্রগতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা পেতে দেরি করছি। আপনি আমাদের সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের মুখোমুখি হচ্ছি। আপনি আমাদের “খোলা দরজার” নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ উপহার দিলেন নতুন সন্ত্রাস বিরোধী আইন!

মানাল আল-শরিফ ( @মানাল_আলশরিফ) নামের যে মহিলা কয়েকমাস আগে যিনি গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হয়েছিলেন, তিনি হালে #৩এমরাক হ্যাশ ট্যাগ ব্যবহার করে একাধিক টুইট করেন। তাঁর করা একটা মজার টুইট হল:

بما إن عدد عيالك ٢٠ مليون ونصدر في اليوم ٩ مليون برميل. الصبر نصرفه في أي بير؟

@মানাল_আলশরিফ: আপনার ছেলেমেয়ের সংখ্যা যখন ২০ মিলিয়ন আর যখন আমরা ৯ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন বিদেশে রপ্তানি করি তখন আপনিই বলেন যে কোন ব্যারেলে আমাদের ধৈর্য্যগুলোকে রাখা উচিত?

সৌদী ব্লগার সামি আলমালকি ( @জেসামি) তাঁর নিজের মত করে এ হ্যাশট্যাগের উদ্দেশ্য বর্ণনা করেছেন:

ملاحظة: هاشتاق طويل العمر ليس مختص بأمير أو ملك أو تاجر كما سيّسه البعض وحوله عن مساره، بل يقصد به كل مسؤول بالوطن العربي

@জেসামি: নোট: অনেকে মনে করলেও #তাল৩এমরাক নামের এ হ্যাশট্যাগ টি কোন সুনির্দিষ্ট যুবরাজ, বাদশাহ অথবা ব্যবসায়ীকে উদ্দেশ্য করে নয় বরং আরব দুনিয়ায় যারা ক্ষমতায় আছেন তাঁদের সকলের উদ্দেশেই এ হ্যাশট্যাগ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .