আরব বিশ্ব: সামাজিক প্রচার মাধ্যমের চোখে দেখছে “জ্বলন্ত” লন্ডন

গত তিনদিন আগে উত্তর লন্ডনের টোটেনহ্যামে পুলিশ কর্তৃক ২৯-বছর বয়সী মার্ক ডুগানের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য জুড়ে শুরু হওয়া দাঙ্গার ঘটনায় আরব টুইটার ব্যবহারকারীগণ টুইটারে তাঁদের অভিমত ব্যক্ত করেছেন। দাঙ্গাকারীদের কার্যকলাপ ও তাদের ধ্বংস উন্মত্ততা দেখে অনেকে চিন্তিত। তাঁরা মনে করেন আরব বিশ্বজুড়ে চলমান বিপ্লব ও বিক্ষোভের সাথে যুক্তরাজ্যের ঘটনার কোন তুলনা চলে না।

A car is set on fire in Hackney, London

লন্ডনের হ্যাকনিতে গাড়িতে আগুন। ছবি- জুলিও এটচার্ট © স্বত্ব ডেমোটিক্স (০৮/০৮/১১)

অবনতিশীল পরিস্থিতির বিষয়ে অন্যরা শ্রেফ দুঃখিত এবং মূলধারার প্রচার মাধ্যমগুলো বিশ্বকে যা অবহিত করছে তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত সামাজিক প্রচার মাধ্যমগুলোতে আসা ঘটনাগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকছে।

আরব বিপ্লব লিপিবদ্ধ করার ক্ষেত্রে সামাজিক প্রচার মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, স্বাধীনতা ও মুক্তির দাবিতে তিউনিসিয়া থেকে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গ এ অঞ্চলের মিসর, লিবিয়া, ইয়েমেন বাহরাইন, সিরিয়া, জর্ডান ও মরক্কোতে বিপ্লব ও বিক্ষোভের ইন্ধন যুগিয়েছে।

যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়ে সতর্কীকরণ বার্তা জারী করা দেশগুলোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের মিশাল আল গারগাওয়ী টুইট করেন:

@আলারগাওয়ীi: লন্ডনবাসীরা নিশ্চয়ই জেনে আতংকিত হবেন যে, যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়ে নির্দেশনা জারী করেছে এতদিন ধরে যুক্তরাজ্য ঐ দেশগুলোতে ভ্রমণের বিষয়ে একই ধরণের নির্দেশনা জারী করতো।

মরক্কোর হিশাম আলমিরাত এর চিন্তার বিষয় হল এই যে এ অঞ্চল জুড়ে চলমান বিপ্লবের মত-লণ্ডনের দাঙ্গা প্রকৃত বিষয়গুলোকে আড়াল করছে :

@হিশাম_জি: # লন্ডন দাঙ্গা মামুলী, কারন এটা #সিরিয়া #লিবিয়া #ইয়েমেন-এর মত নয়। এটা বাস্তব অবস্থা থেকে প্রচার মাধ্যমের মনোযোগ অন্যত্র সরিয়ে নিচ্ছে:

বাহরাইনি মুনা ফাখরু আমাদেরকে ছেলেবেলার ছড়া ও বুদ্ধিদীপ্ত মন্তব্যকে মনে করিয়ে দেন:

@মুনাফাখরু: #সেই অপ্রীতিকর সময়ে যখন আপনি গাড়িতে প্রবেশ করলেন তখন নার্সারির ছড়া সিডিতে বেজে উঠলো “লন্ডন জ্বলছে”!!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হুদা সারহান বলেন:

@হুদজ: আমার মাথায় ঢুকে না কি করে জনতা তাঁদের নিজেদের সুন্দর শহরটাকে ধ্বংস করে #লন্ডনদাঙ্গা

সৌদী খালেদ বলেন:

@খালেদ:আমি লক্ষ্য করেছি যে ইউটিউব কিছু #লন্ডন # লন্ডনদাঙ্গা-এর ভিডিওগুলো তাঁদের সেবা শর্তের পরিপন্থি হওয়ায় মুছে দিয়েছে, কিছু কিছু একাউন্ট স্থগিতও করা হয়েছে। #সেন্সরশীপ?

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ইয়াদ এল-বাগদাদী কিছু প্রশ্ন করেন:

@ইয়াদ _এলবাগদাদী:কেউ কি ফ্রান্স ২০০৫ সালের দাঙ্গার সাথে তুলনা করবেন? ভালো অথবা খারাপ তুলনা? # লন্ডনদাঙ্গা

@ইয়াদ _এলবাগদাদী: ১৯৮০ সালের দাঙ্গা ও এবারের দাঙ্গা নিয়ে কেউ কি তুলনামূলক একটা পোস্ট দিবেন? যাদেরকেই আমি জিজ্ঞাসা করেছি তারা বলেছে এবারেরটা চরম খারাপ।# লন্ডনদাঙ্গা

দুবাইয়ের মারা মোস্তাফা আশা করেন, যুক্তরাজ্যে তাঁর পরিবার ও বন্ধুরা ভাল আছেন:

@মারাডিএক্সবি: দোয়া করি যুক্তরাজ্যে আমার পরিবার ও বন্ধুরা যেন ভাল থাকে # লন্ডনদাঙ্গা

দুবাই নিবাসী মুহাম্মেদ আলি জে একই ধরণের অনুভূতি ব্যক্ত করেন:

@মালিজোএমজি: আমি চাই #লণ্ডন দাঙ্গার বিষয়ে সবাই ক্রোধে ফেটে পড়ুক, সত্যি বলতে কি, আমি আমার পরিবার এবং নিরীহদের বিষয়ে চিন্তিত। আল্লাহ তাদের রক্ষা করুন।

আবু ধাবির মুন্তাজিবের রয়েছে অন্য চিন্তা:

@: #মুন্তাজিব: #লন্ডনদাঙ্গায়!! # আরব সুপারকার গুলোর কি হবে সে নিয়ে আমি চিন্তিত

মুন্তাজিবের এ উদ্বেগ ঠিক আছে কারন প্রতি গ্রীষ্মেই ধনী ও ক্ষমতাধর আরবেরা তাঁদের দামী সুপার কার এর প্রদর্শনীর জন্য লন্ডনে যায়।
সংযুক্ত আরব আমিরাতের মোহামেদ আলাব্দুলকরিম একটা কৌতুক তুলে ধরেন:

@মোহামেদ_এনএ: এখন হাসি-তামাশার সময় নয় যখন এ অপ্রীতিকর মুহূর্তে রাণী এলিজাবেথ সৌদির দিকে দৌড়াচ্ছেন!

তিউনিসীয় স্বৈর শাসক জিনে আল আবিদীন ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদী আরবে আশ্রয় নেন এবং ইয়েমেনি রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ সেখানে আছেন।
মিসরীয় শেরিফ ঘানেম টুইট করেন:

@শেরিফঘানেম: মিসরীয় নিরাপত্তা বাহিনী # লন্ডনদাঙ্গা থেকে সহজেই শিক্ষা নিতে পারেন বিটিডব্লিউ #জাস্টসেইং

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .