ব্রাজিল: রিপোর্টে উন্মোচিত হয়েছে বায়োফুয়েল শিল্পে সামাজিক পরিবেশগত প্রভাব

এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার এবং আমাজন জঙ্গল সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

পৃথিবীতে জ্বালানী সমস্যার সমাধান হিসাবে বায়োফুয়েলকে উৎকৃষ্ট বিবেচনা করা হয়। ‘সবুজ’ বিকল্প হিসাবে এটিকে বিবেচনা করা হয়, যা কার্বন বিকিরণ কমায়। এনজিও রির্পোটার ব্রাজিল [pt], কর্তৃক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে গত মে মাসে ব্রাজিলের ইথানল উৎপাদন চক্র থেকে দেখা গেছে বায়োফুয়েলের উচ্চ সামাজিক পরিবেশগত প্রভাব রয়েছে :

O estudo relata as irregularidades socioambientais, bem como os destinos das exportações, de grupos como Cosan (Join-venture with Shell), Greenergy International, São Martinho, Louis Dreyfus Commodities, Carlos Lyra, Copertrading, Moema/ Bunge e Noble. Há casos de trabalho escravo, excesso de jornada de trabalho, falta de registro em carteira, despejo irregular de resíduos, queimadas não permitidas e uso de terra indígena para produção de cana.

এই গবেষণা কোসান (শেলের যৌথ উদ্যোগ), গ্রীন এনার্জি ইন্টারন্যাশনাল, সাও মার্টিনহো, লুইস ড্রাইফাস কমোডিটিস, কার্লোস লাইরা, কপারট্রেডিং, মোয়েমা/ বাঞ্চি ই নোবেল ইত্যাদি কোম্পানির দ্বারা সংঘটিত সামাজিক পরিবেশগত অসংগতি এবং তাদের ইথানল কোথায় সরবরাহ হয় তা নিয়ে রিপোর্ট করেছে। এতে ইক্ষু উৎপাদন করার জন্য দাসত্ব, অতিরিক্ত কর্মঘণ্টা, অনিবন্ধিত শ্রমিক, অবৈধ বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধ বর্জ্য পোড়ানো ও প্রাকৃতিক জমির ব্যবহার ইত্যাদির অভিযোগ পাওয়া গিয়েছে।
ব্রাজিলে বায়োফুয়েল সম্প্রসারণের সামাজিক মূল্য

ব্রাজিলে বায়োফুয়েল সম্প্রসারণের সামাজিক মূল্য: ইক্ষু চাষাবাদের জন্য ১৪ মাস আগে লারানজেরা নানদেরুর আদিবাসী সম্প্রদায় গ্রানি কাওইওয়াকে তাদের বাসভূমি থেকে সরিয়ে দেয়া হয়েছে। ছবি: অ্যানাবেল সাইমিংটন কপিরাইট: ডেমোটিক্স (২১.১০.১০)

অপরিচ্ছন্ন শ্রম, অপরিচ্ছন্ন পরিবেশ

রিপোর্টার ব্রাজিল এর মতে, Comissão Pastoral da Terra (চারণভূমি কমিশন) [pt] এর উপাত্ত অনুসারে, ২০০৩-২০১০ পর্যন্ত ইক্ষু রোপনের সময় কর্মরত ১০,০১০ শ্রমিককে মুক্ত করা হয়। ইংরেজী ও পর্তুগীজ ভাষায় অনূদিত এই রিপোর্ট অনুসারে, ফেডারেল সরকার ও ইক্ষু শিল্প অ্যাসোসিয়েশন সামাজিক পরিবেশগত সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোন নীতিমালা কোম্পানীগুলোকে ইথানল রপ্তানির অবৈধ কর্ম থেকে বিরত রাখতে পারছে না।

Cattle farming and sugar cane account together for 59% of the cases of slavery in Brazil between 2003 and 2010. Reporter Brasil Report in English/pp.5
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলে ৫৯% দাসত্বের কারণ গবাদি পশুর খামার ও ইক্ষু। ইংরেজীতে প্রকাশিত রিপোর্টার ব্রাজিল এর রিপোর্ট

ইবেরো আমেরিকান ইউনিভার্সিটি ফাউন্ডেশন (FUNIBER)এর অফিসিয়াল ব্লগে উল্লেখ [pt] করা হয়েছে যে:

Se a intenção era obter combustíveis mais limpos, então estamos cometendo erros em algum ponto da cadeia de produção, porque no processo estão recorrendo à derrubada e queimada de florestas para ganhar terreno para o monocultivo de variedades que possam ser exploradas na indústria de biocombustíveis. O corte e a queima aumenta as emissões de CO2, inclusive em maior quantidade que o produzido pelos automóveis.

বিশুদ্ধ জ্বালানী পাওয়ার ক্ষেত্রে, উৎপাদন চক্রের কিছু ক্ষেত্রে আমরা ত্রুটি করে ফেলছি, বায়োফুয়েল শিল্পের ব্যবহারের জন্য বন কর্তন ও পুড়িয়ে একক ফসল উৎপাদন করা হচ্ছে। কর্তন ও পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের নির্গমণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা অটোমোবাইলের থেকে বেশী।

বায়োফুয়েল উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উদ্ভব হয়েছে, যা হচ্ছে, পানির মান ও দূর্বল ভূমি সংস্কারের সাথে সমঝোতা, এই ক্ষেত্রে রাষ্ট্রকে আরো দক্ষ হতে হবে।

নেটওয়ার্ক ফর সোসাল জাষ্টিস এন্ড হিউম্যান রাইটস এর পরিচালক মারিয়া লুসিয়া মেনডোনকা তার ‘ (ব্রাজিলে ভূমির মনোপলি ও মানব অধিকার) ’ শীর্ষক প্রবন্ধে [পর্তুগীজ ভাষায়] উল্লেখ করেছেন:

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বেশীরভাগ ইক্ষু চাষাবাদ করা হয়, যার ৬০% মেশিন দ্বারা সংগ্রহ করা হয়।

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বেশীরভাগ ইক্ষু চাষাবাদ করা হয়, যার ৬০% মেশিন দ্বারা সংগ্রহ করা হয়। তবে এটি ফসল সংগ্রহ পূর্ব প্রজ্জলন প্রক্রিয়াকে বিরত করে নাই। ফ্লিকার থেকে: রয়্যাল অলিভ এর সৌজন্যে (সিসি বাই-এনসি-এনডি ২.০)

(…) Segundo um estudo da National Academies Press a qualidade da água subterrânea, dos rios, do litoral e das nascentes pode ser impactada pelo crescente uso de fertilizantes e pesticidas usados nos agrocombustíveis. (…)

O governo elegeu o Cerrado como prioritário para a expansão das lavouras de cana para a produção de etanol. O cerrado é conhecido como “pai das águas”, pois abastece as principais bacias hidrográficas do país. Essa região apresenta uma topografia favorável, com terras planas, de boa qualidade, e farto potencial hídrico, além de abrigar cerca de 160 mil espécies de plantas e animais, muitas ameaçadas de extinção. O avanço do monocultivo de cana e soja ameaça este bioma, que pode desaparecer completamente em alguns anos, caso se mantenha o atual ritmo de destruição, causando a morte de alguns dos principais rios do país.

(…) ন্যাশনাল একাডেমিক প্রেস কর্তৃক পরিচালিত এক পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, বায়োফুয়েল উৎপাদনের জন্য সার ও কীটনাশকের অধিক ব্যবহার নদী, উপকূল ও ঝর্ণাকে প্রভাবিত করতে পারে। (…)

ইথানল ইক্ষু উৎপাদন সম্প্রসারণের জন্য সেরাডুকে লক্ষ্য হিসাবে সরকার নির্বাচন করেছে। সেরাডুকে “পানির পিতা“ বলা হয়, কারণ এটি রাষ্ট্রের প্রধান বেসিনগুলোতে পানি সরবরাহ করে। (…) সয়াবিন ও ইক্ষুর একক ফসল উৎপাদন বৃদ্ধি প্রতিবেশের উপর হুমকি হিসাবে দেখা দিয়েছে, যা কিছু বছরের মধ্যে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যাবে, যদি বর্তমান হারে ক্ষতি হতে থাকে, তবে রাষ্ট্রের প্রধান কিছু নদী মরে যাবে।

ভূমির ভবিষ্যত কি?

আউটরেজ প্লাভরেস (অন্য কথা) ব্লগে ফিলিপে আমিন ফিলোমেনো এ দাবী করেছেন [পর্তুগীজ ভাষায়] যে ‘ব্রাজিল ও মারকোজাল তাদের ভূমির জন্য সংগ্রাম শুরু করেছে’ এবং ব্রাজিল ও অনান্য উন্নয়নশীল দেশের বায়োফুয়েল জ্বরে আক্রান্ত হবার কারণে জমির চাহিদা বেড়ে যাওয়ায় জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে, এর ফলে অন্য একটি সমস্যার সৃষ্টি করছে: পরিবারগুলো দ্বারা পরিচালিত ক্ষুদ্র খামার ধ্বংস হচ্ছে:

(…) enquanto estrangeiros compram terra que, na maior parte das vezes, será usada para monoculturas de exportação, muitos cidadãos nacionais (incluindo comunidades indígenas) ainda demandam acesso à terra como meio de subsistência familiar. (…)

Entretanto, não são apenas os pequenos produtores rurais de países latino-americanos e africanos a enfrentar problemas decorrentes da onda mundial de aquisição de terras. Na medida em que a indústria de biocombustíveis se expande, a terra para produção de soja e cana-de-açúcar fica mais disputada. Grandes produtores de soja no Brasil, por exemplo, ao mesmo tempo em que veem o valor de suas propriedades aumentar, também veem seus custos crescerem, especialmente aqueles que arrendam terras para produzir. Terão que disputar com estrangeiros um recurso nacional.

বেশীরভাগ ক্ষেত্রে, বিদেশীরা জমি কেনে একক ফসল উৎপাদনের মাধ্যমে রপ্তানীর জন্য; পরিবারগুলোর টিকে থাকার জন্য অধিকাংশ অধিবাসীদের (আদিবাসী সম্প্রদায় সহ) জমির প্রয়োজন। (…)

পৃথিবীতে ভূমি অধিগ্রহণের যে ধারা, সেই সমস্যা শুধুমাত্র ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার ক্ষুদ্র খামারিরা মোকাবেলা করছে না। বায়োফুয়েল শিল্পের যত প্রসার ঘটছে, তত সয়াবিন ও ইক্ষুর উৎপাদনে জমির ক্ষেত্রে বিতর্ক বাড়ছে। উদাহরণ হিসাবে, ব্রাজিলের অধিকাংশ সয়াবিন উৎপাদনকারী যারা উৎপাদনের জন্য জমি ভাড়া করে, তারা দেখছে সম্পত্তির মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন মূল্য বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সম্পদের জন্য তাদের বিদেশীদের সাথে সংগ্রাম করতে হবে।

এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার এবং আমাজন জঙ্গল সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .