ভারত: উইকিপিডিয়ার ভবিষ্যৎ

বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া তার দশম বার্ষিকী এই বছর পালন করেছে, আর ভারতের প্রায় শখানেক শহর ও নগর নিবন্ধন করেছে উৎসবে যোগদানের জন্য, যে সংখ্যা কোন দেশের জন্য সর্বাধিক।

উইকিপিডিয়া ভারতে চতুর্থ জনপ্রিয় ওয়েবসাইট, ২০টির বেশী ভারতীয় ভাষায় উইকিপিডিয়া আছে আর আরো যোগ হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভারতীয় অধ্যায় সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত হয়েছে, যাতে ভারতীয় ভাষার উইকিপিডিয়া সাইটের সমন্বয় করা যায়। এই বছর এই ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রথম অফিস খুলবে, যা হবে কোন ভারতীয় শহরে।

গ্লোবাল ভয়েসেস কথা বলেছে টিনু চেরিয়ানের সাথে, যিনি একজন ব্লগার, উইকিপিডিয়া ব্যবহারকারী আর ভারতে উইকিপিডিয়া সাইটের একজন প্রশাসক।

টিনু চেরিয়ান (ছবি অনুমতিক্রমে ব্যবহৃত)

টিনু চেরিয়ান (ছবি অনুমতিক্রমে ব্যবহৃত)

গ্লোবাল ভয়েসেস (জিভি): ভারতীয় উইকিপিডিয়া সম্পর্কে আপনি কি অল্প কিছু বলতে পারেন?

টিনু চেরিন (টিসি): ভারতের উইকিপিডিয়া দলগুলো ছোট কিন্তু দ্রুত বাড়ছে। উইকিপিডিয়া আর আরো কয়েকটি একই ধরনের প্রকল্পকে পাঠক জনপ্রিয়তায় ভারতের প্রথম পাঁচটা ওয়েবসাইটের মধ্যে এনে দেয় কিন্তু অন্যান্য দেশের তুলনায় উইকিপিডিয়ার সম্পাদক আর তথ্য সংযোগে অংশগ্রহণকারীদের সংখ্যা কম। জনপ্রিয় সার্চ ইঞ্জিন হওয়ার সুবাদে, আর এই ধরনের বিনামূল্যে জ্ঞান পাওয়ার উৎসের অভাবে, পাঠক পাওয়া কখনো কোন সমস্যা হয়নি।

উইকিমিটআপ উইকিপিডিয়ানদের বাস্তব জীবনের একত্র হওয়ার একটি সুযোগ যা এখন ভারতে খুব জনপ্রিয়। ২০০৬ সালের সেপ্টেম্বরে জিমি ওয়েলস ব্যাঙ্গালোরে গিয়েছিলেন আর ভারতের প্রথম উইকিমিটাপ দেখেছেন। চেন্নাই এ ২০০৭ সালে একটা উইকি কনফারেন্স অনেক উৎসাহের সৃষ্টি করেছিল কিন্তু গতি ধরে রাখতে পারেনি। ২০০৯ সালের জুলাই থেকে ব্যাঙ্গালোরে আমরা নিয়মিত উইকিমিটাপ শুরু করেছি, প্রতি মাসে অন্তত একটা সভা। ভারতের উইকিপিডিয়ানরা এখন নিয়মিত অন্যান্য শহরে দেখা করেন যেমন মুম্বাই, দিল্লী, কোলকাতা, পুনে আর হায়দ্রাবাদ।

উইকিমিডিয়ার ভারত অধ্যায়কে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানানো হয় ২০১০ সালে আর নিবন্ধন করা হয় ২০১১ সালে। ভারতের ৯৫টিরও বেশী নগর ও শহর নিবন্ধন করেছিল উইকিপিডিয়ার দশম বার্ষিকী উদযাপনের জন্য এবছর, যা অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশী। ব্যাঙ্গালোরের উদযাপনে দেখা যায় ২৫০ জনের বেশী অংশগ্রহণকারী ছিল এক দিনের আয়োজনে।

২০১০ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন ভারতকে সনাক্ত করে উইকিমিডিয়ার উন্নয়নের জন্য কৌশলগত এলাকা হিসাবে আর যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রথম অফিস স্থাপনে তারা প্রায় তৈরি।

জিভি: আপনার কি কোন ধারনা আছে যে ইংরেজী সাইটের তুলনায় ভারতীয় ভাষার সাইটের জনপ্রিয়তা কেমন? কোনগুলো সব থেকে বড় ভারতীয় ভাষার সাইট?

টিসি: ইংরেজী উইকিপিডিয়া ভারতের সব থেকে জনপ্রিয় উইকিপিডিয়া সাইট ছিল কিন্তু সম্প্রতি ভারতীয় ভাষার উইকিপিডিয়া সাইটের জনপ্রিয়তা বেড়েছে। এরই মধ্যে ২০টি ভারতীয় ভাষার উইকিপিডিয়া সংকলিত হচ্ছে আর আরো ২০টি রয়েছে প্রস্তুতি পর্যায়ে। আসামী, পাঞ্জাবী, নেপালী, উড়িয়া আর মালয়লাম ২০০২ সালে প্রথম ভারতীয় ভাষার শুরু হওয়া উইকিপিডিয়া । পরবর্তী দুই বছরে হিন্দী, তামিল আর বাংলা আর অন্যান্য ভাষার ভুক্তি অগ্রগতি লাভ করে। বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার মধ্যে কাজের পার্থক্য আছে। মালয়লাম, তামিল, তেলেগু আর বাংলা ভাষার খুব কার্যকর উইকিপিডিয়া গোত্র আছে। হিন্দিতে সব থেকে বেশী প্রতিবেদন আছে যা শীঘ্রই ১ লাখ প্রতিবেদনের সীমা অতিক্রম করবে। আমরা এখন বাকি উইকিপিডিয়ার জন্য কমিউনিটি গঠনে কাজ করছি ওই ভাষা-ভাষীদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলবে।

মালয়লাম উইকিপিডিয়া

মালয়লাম উইকিপিডিয়া

জিভি: ইন্টারনেটের সুযোগের কি অবস্থা- উইকিপিডিয়ার প্রসার কি মানুষের ইন্টারনেট সংযোগ থাকার উপরে নির্ভরশীল নয়?

টিসি: উইকিপিডিয়া মানুষের সমগ্র জ্ঞানের ব্যাপার যা মানুষ পেতে পারে। দুর্ভাগ্যবশত সেই প্রচেষ্টার সবই ওয়েব নির্ভর। উইকিপিডিয়ানরা এখন চেষ্টা করছেন এটা তাদের কাছে পৌঁছে দিতে যাদের ইন্টারনেট সংযোগের সুবিধা নেই উইকিপিডিয়ার অফলাইন সংস্করন প্রকাশ করার মাধ্যমে। ল্যাটিন না এমন ভাষার মধ্যে মালায়লাম উইকিপিডিয়া প্রথম উইকিপিডিয়ার অফলাইন সিডি প্রকাশ করেছে। কোন ভারতীয় ভাষার মধ্যে প্রথম হিসেবে মালায়লাম উকিসোর্স প্রকাশের অপেক্ষায় রয়েছে।

জিভি: আপনি ব্যাঙ্গালোরে বাস করেন, তাই আমরা হয়তো প্রশ্নের উত্তর কল্পনা করতে পারি: মুম্বাই, নতুন দিল্লী বা ব্যাঙ্গালোর? কোনটা ভারতের উইকিমিডিয়া ফাউন্ডেশনের জন্য সব থেকে ভালো স্থান?

টিসি: সত্যিকারের ব্যাঙ্গালোর বাসী হিসাবে ব্যক্তিগতভাবে, আমি উইকিমিডিয়ার অফিস ব্যাঙ্গালোরে দেখতে পছন্দ করবো। ব্যাঙ্গালোরের উকি গোত্র বেশ জাগ্রত যারা বিভিন্ন ভাষার উইকিপিডিয়াতে অবদান রাখেন। ব্যাঙ্গালোরের উইকিপিডিয়ানরা নিয়মিতভাবে মিলিত হন, অন্তত মাসে একবার। উইকিমিডিয়ার ভারত অধ্যায়ের আসন ব্যাঙ্গালোর। কিন্তু ভারতের উইকিমিডিয়া প্রচারের সম্প্রসারণের ফলে, এটা মুম্বাই বা দিল্লিতে হওয়া ভালো। কিন্তু এটা পুরোপুরি উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্ত যে এটা তারা কোথায় চান। ফাউন্ডেশন এখন সক্রিয়ভাবে চিন্তা করছেন এটা দিল্লী বা জাতীয় রাজধানী এলাকা তে করার।

জিভি: আপনি টুইটারে খুব সচল এবং ৫৬০০০ এর ও বেশী অনুসারী আছে আপনার। সামাজিক মিডিয়ার প্রতি আপনার অনুরাগ এবং উইকিপিডিয়াতে আপনার অবদানের সাথে যোগসূত্র আছে?

টিসি: আমি সর্বদাই বাস্তব এবং ভার্চুয়াল জগৎের মানুষের সাথে মিশতে পছন্দ করি। আমি উইকিপিডিয়া সংক্রান্ত এবং অন্যান্য জ্ঞান বিতরণ এবং এ নিয়ে আলোচনা করি টুইটারে। টুইটার হচ্ছে আমার মত করে বিশ্বব্যাপী অনুসারী/পাঠকদের সাথে যোগাযোগ রাখা। অবশ্যই, আমি টুইটারকে উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার অনুষ্ঠান সম্পর্কে প্রচারে ব্যবহার করে থাকি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .