কঙ্গো ডে. রিপাবলিক: কঙ্গোর স্বাধীনতা দিবসের উপর দৃষ্টি প্রদান

জ্যাসন, কঙ্গোর (কঙ্গো গণ প্রজাতন্ত্র) স্বাধীনতা আন্দোলনের উপর দৃষ্টি দিতে গিয়ে প্যাট্রিস লুমুম্বা, পিয়েরে মুলেলে অথবা সিমন কিম্বাঙ্গুর বদলে তরবারি চোরের কথা স্মরণ করছে। সে বলছে, এইবার স্বাধীনতা দিবসে আমি স্বাধীনতার সেনানী হিসেবে এ্যাম্ব্রোসিয়ো বোয়িম্বোকে বেছে নেব। কি কারণে সে বিখ্যাত? ১৯৬০ সালে যখন বেলজিয়ামের রাজা বৌদুইন কঙ্গোর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটিতে এসে হাজির হয়, সে সময় সে রাজার তরবারি চুরি করেছিল। কোন ভাবনা থেকে সে এই কাজটি করেছিল? সে কি স্বাধীনতা অর্জনের কারণে মানসিক বিভ্রান্তিতে ভুগছিল, উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে, সে তার মত করে স্বাধীনতার জন্য লড়াই করতে পারবে নাকি, তার বন্ধুরা কি তাকে এই কাজে প্ররোচিত করেছিল?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .