সিরিয়াঃ মনে হচ্ছে সিরিয়া আসলে দু'টি রাষ্ট্র-যার রয়েছে দু'টি ভিন্ন বাস্তবতা

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সরকারিভাবে সিএনএনকে সিরিয়ায় প্রবেশের অধিকার প্রদান করা হয়েছে এবং আরওয়া দামন দামেস্ক থেকে এই ঘটনার উপর টুইট করেছে। বিক্ষোভকারীরা সিরিয়ার শাসক আসাদকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করার তিন মাস পরে এই অনুমোদন প্রদান করা হল। বিক্ষোভ শুরু হবার পরপরই সিরিয়া, আরব এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের জন্য তার দুয়ার বন্ধ করে দেয় এবং এর ফলে বিশ্বকে সিরিয়ার সংবাদের জন্য সমাজিক প্রচার মাধ্যম অথবা সিরীয় সরকারের কর্মকর্তাদের প্রদান করা সংবাদের উপর নির্ভর করতে হচ্ছে।

দামনের প্রাথমিক কিছু মনোভাব এখানে প্রদান করা হল।

চার ঘন্টা আগে ভদ্রমহিলা টুইট করেছেন:

আনুষ্ঠানিকভবে সিএনএনকে #সিরিয়ায় প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। আমি এখন দামেস্কে…। সরকারি এই মানসিকতা পোষণ করা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, যারা সকল কাজে আমাদের সঙ্গ দিয়ে থাকেন।

কয়েক মিনিট আগে, তিনি আমাদের তাজা সংবাদ প্রদান করেছেন তিনি জানাচ্ছেন:

আজ আমরা পুরোনো দামেস্ক এলাকা ঘুরে দেখলাম…প্রায় যেন এক পরাবাস্তব বৈপরীত্যের দৃশ্য, #সিরিয়ার অন্য প্রান্তে দুর্দশার যে চিত্র আমরা দেখেছি, এ যেন একেবারে তার বিপরীত এক দৃশ্য।

দামন বলছে; কয়েকজন সিরীয় নাগরিক, তাদের ভাষায় সিরিয়া পশ্চিমা অগ্রাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ;

বেশ কিছু নাগরিক ক্ষোভের সঙ্গে আমাদের বলল যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলো #সিরিয়ায় হস্তক্ষেপ করার কিছু নেই।

ভদ্রমহিলা এর সাথে আরো যোগ করেছেন:

সরকার বলছে যে তারা কেবল সশস্ত্র ব্যক্তিদের উপর হামলা চালাচ্ছে এবং কর্মকর্তারা বলছে, কেন বিশ্ব কেবল ১০,০০০ #সিরীয় শরণার্থীর উপর মনোযোগ প্রদান করছে যেখানে ইরাকের উপর যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে লক্ষ লক্ষ লোক উদ্বাস্তু হয়েছে?

এবং ভদ্রমহিলা পর্যবেক্ষণ করেছেন:

দেখে মনে হচ্ছে #সিরিয়া এখন দু'টি রাষ্ট্রে যার জনতা দু'টি ভিন্ন বাস্তবতায় বাস করছে।

তিনি এ ভাবে উপসংহার টেনেছেন :

আমরা কর্মকর্তাদের অনুরোধ করেছি শুক্রবারে (আগামীকাল) আমাদের যেন যে সব এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়, সেখানে নিয়ে যাওয়া হয়…এখন অপেক্ষায় রয়েছি কর্তৃপক্ষ আমাদের এই অনুরোধ অনুমোদন করে কিনা। #সিরিয়া

এদিকে, আল জাজিরা ইন্টারন্যাশনালের রুলা আমিন বিক্ষোভ শুরু হবার পর থেকে সিরিয়া হতে নিয়মিতটুইট করছে । দৃশ্যত মনে হচ্ছে এই মুহূর্তে আর অন্য কোন আন্তর্জাতিক সংবাদ সংস্থা দামেস্ক থেকে “আনুষ্ঠানিক ভাবে” টুইট করছে না।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .