সিরিয়াঃ আসাদের চাচাতো ভাই দাতব্য কাজের জন্য ব্যবসা করা ছেড়ে দিচ্ছে

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১- এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

১৬ জুন তারিখে, সিরিয়ার শুক্রবারের আরেকটি বিক্ষোভের প্রাক্কালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা প্রদান করে যে ৪১ বছর বয়স্ক ব্যবসায়ী রামি মাখলুফ দাতব্য কাজের জন্য ব্যবসা থেকে অবসর নেবার কথা ঘোষণা করেছে।

নাসের এইচ আল. শাইখ আল আরাবিয়া নিউজ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে প্রথম সংবাদটি প্রকাশ করে:

আল আরাবিয়া: সিরিয়ার ব্যাবসায়ী রামি #মাখলুফ তার সম্পত্তি #সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগারে দান করেছে#আসাদ।

অন্য আরেকটি টুইটে, সে ব্যাখ্যা করছে :

#মাখলুফ হচ্ছে সিরিয়ার রাষ্ট্রপতি #আসাদের চাচাতো ভাই এবং ফিনান্সিয়াল টাইমসের মতে #সিরিয়ার অর্থনীতির ৬০ শতাংশ তার নিয়ন্ত্রণে। http://is.gd/c9zF3v

এই ঘোষণার পর দ্রুত প্রতিক্রিয়া আসতে শুরু করে।

সিরিয়া বিপ্লবের সংবাদের এক অন্যতম উৎস হচ্ছে রেভুলুশন সিরিয়া, সেটি এই বিষয়ে,মন্তব্য করেছে:

যদি এটা খুব বিরক্তিকর না হত তাহলে আমি একচোট হেসে নিতাম। #মাখলুফ বলছে যে সে তার ব্যাবসা থেকে আসা লাভ দান করে দেবে…… http://fb.me/TdWulPXB

মাগদা বাশাল ১২৩-এর টুইটে সংশয় প্রকাশ পেয়েছে, যে লিখেছে:

#কেউএকজনআমাকেবলকেন #পিতাবলছেন #আমাকেজাগিয়েতোল, যখন রামি#মাখলুফকে তার #দাতব্য কাজের জন্য লাল গালিচা সম্বর্ধনা নয়, বরঞ্চ তার দুর্নীতির জন্য সিরিয়ায় বিচার করা হবে তখন।

অন্যরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে তারা একই সাথে জানাচ্ছে যে এই ধরনের বিষয় বিক্ষোভকারীদের দাবী মেনে নেবার জন্য যথেষ্ট নয়। লাসিরি টুইট করেছে:

রামি #মাখলুফ আমাদের টাকা চুরি করেছে এবং আমাদের টাকাই আবার আমাদেরকে ফেরত দিতে চাইছে, দারুণ, তবে তার চুরির বিচার করতে হবে। #সিরিযাটেল # সিরিয়া #সিরিয়া #লিবান।

শুক্রবার, ১৭ জুন তারিখে বিক্ষোভকারীরা সারা দেশে রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা বিগত ৩ মাস ধরে প্রতি শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে আসছে। রামি মাখলুফের ব্যবসা গুটিয়ে আনার সিদ্ধান্তে বিক্ষোভকারীরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

ব্যবহারকারী রোলা ৮৮৮১ ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন যা জাবাদানি এলাকায় ধারণ করা হয়েছে এখানে একটি ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে “সালাহ আল আলির জন্য উৎসর্গকৃত শুক্রবারে জাবাদানি থেকে এক রামি মাখলুফের জন্য এক বার্তা” (সালাহ আল আলি ফরাসিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রতিরোধ আন্দোলনের এক বীর যোদ্ধা, শুক্রবার ১৭ জুন তারিখের বিক্ষোভ-টি তার উদ্দেশ্য উৎসর্গ করা হয়েছিল)।

বিক্ষোভকারীরা অভিযোগ করছে যে মাখলুফ সিরিয়ার সকল ব্যবসায় দূর্নীতি করেছে এবং সেগুলোকে সে একচেটিয়া করে নিয়েছিল। টেলিযোগাযোগ থেকে প্রচার মাধ্যম হতে আবাসন পর্যন্ত সব ধরনের ব্যবসায় ছিল তার একচেটিয়া অধিকার। এ ছাড়া অভিযোগ রয়েছে যে বিক্ষোভকারীদের উপর চালানো ভয়াবহ হামলায় সে সারাসরি যুক্ত ছিল। রামির ভাই কর্ণেল হাফিজ মাখলুফ সাধারণ নিরাপত্তা পরিচালনা বিভাগ (জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেট)-এর নির্বাহী পরিচালক এবং দামেস্ক শাখার গোয়েন্দা প্রধান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .