সিরিয়াঃ দামেস্কে সরকার পন্থীদের শোভাযাত্রায় ২.৩ কিলোমিটার লম্বা একটা পতাকা

এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ.

সিরিয়ায় আজ (১৫ জুন, ২০১১) রাষ্ট্রপতি বাসার-আল আসাদ পন্থীরা এক শোভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রায় তারা রাজধানী দামেস্কের মেজ্জাহতে একটা ২.৩ কিলোমিটার লম্বা পতাকা বহন করে। সে শোভাযাত্রায় স্লোগান দেওয়া হচ্ছিল “ জনতা বাসার আল আসাদকে চায়”।

টুইটারে, ড্যানিয়েল এই শোভাযাত্রার কিছু ছবি প্রদর্শন করেছে এবং টুইট করেছে:

দামেস্কের মেজ্জাহ নামক রাস্তায় ২৩০০ মিটার লম্বা একটা পতাকা প্রদর্শন করা হয়েছে। লোকজন জড়ো হয়েছে। http://twitpic.com/5bsc3a

ড্যানিয়েল, টুইটারে ২.৩ কিলোমিটার লম্বা পতাকার ছবি প্রদর্শন করছে।

আনান টেল্লো এর সাথে যোগ করেছে:

” সিরিয়ার সবচেয়ে বড় পতাকা সাথে নিয়ে আছি” দামেস্কের মেজ্জাহ সড়কে তরুণদের এক প্রচারণা শুরু হয়েছে

নাই ইচ্ছা প্রকাশ করেছে, যদি সে এই শোভাযাত্রায় অংশ নিতে পারত:

আহ, আমি যদি আগামীকাল মেজ্জাহতে অনুষ্ঠিত ২৩০০ মিটার লম্বা পতাকা শোভাযাত্রায় উপস্থিত থাকতে পারতাম। #সিরিয়া #দামেস্ক

তবে টুইটারে অন্যরা এতটা উত্তেজিত নয়। হানিন আলহাসানলিখেছে [ar]:

اليوم سورييون لاجؤون في المخيمات….و سوريون يرقصون و يحتفلون و يؤيدون…. #Syria #Mezzeh
আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার নাগরিকরা উদ্বাস্তু হিসেবে উদ্বাস্তু শিবিরে বাস করছে … আবার সিরিয়ার নাগরিকরা নাচছে ও উদযাপন করছে এবং তাদের শাসককে সমর্থন করছে

এ ছাড়াও টুইটারে, ফরেন পলিসির ব্লাক হাউসসেল তার মতামত প্রদান করেন। তিনি বলেন যে সিরিয়ার সকল নাগরিকরা একই ধারণা পোষণ করে না। সে টুইট করেছে :

@এমিলে_হোকায়েম @আবুআরডভার্ক @এক্রোসদাবে, এদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমি এখনো নিশ্চিত নই যে, সংখ্যাগরিষ্ঠ সিরীয় নাগরিক বাসারের বিদায় কামনা করে।

মতের যে পার্থক্য তার প্রমাণ সামাজিক প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক, যেখানে ১৫ মার্চের বিক্ষোভ শুরু হবার পর থেকে সরকার পন্থী এবং সরকার বিরোধী পাতা উঁকি দিচ্ছে। হিসেব করে দেখা গেছে যে কেবল ফেসবুকে সিরিয়ার সরকারকে সমর্থন করে ১৫ টি পাতা তৈরি করা হয়েছে। এর মধ্যে দামাস্কাস নিউজ নেটওয়ার্ক (ডিএনএন) অন্যতম, যাদের ৩,০০০ অনুসারী রয়েছে। এটা এই সব অনুসারীদের প্রতিদিনের ঘটনার তাজা সংবাদ প্রদান করে এবং সুযোগ পাওয়া মাত্রই বিক্ষোভকারীদের নিন্দা জানায় এবং তাদের উপর আক্রমণ চালায়।
মেজ্জাহ-এ অনুষ্ঠিত আজকের শোভাযাত্রার বিষয়ে, ডিএনএন লিখছে:

দামেস্কের আলমাজ্জা সড়কে আমাদের রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি সমর্থন প্রকাশের জন্য সিরিয়ার পতাকা উত্তোলন (২৩০০ মিটার লম্বা এবং ১৮ মিটার চওড়া) করার জন্য আয়োজিত শোভাযাত্রায় লক্ষ জনতা স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে। আলজাদেদ লেবাবেস টিভি, আদদোওনিয়া এবং সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে

এদিকে, শামনিউজ, যেটি সিরিয়া বিপ্লবের সাধারণ ব্যবহারকারীদের ফুটেজ এবং ভিডিও-র প্রধান সরবরাহকারী এবং যারা ফেসবুকের এক পাতার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তারা আজকের এই সরকার পন্থী শোভাযাত্রার কথা উল্লেখ করেনি। ফেসবুকে শাম নিউজের অনুসারীর সংখ্যা ১২৭,০০০ জন।

এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .