মিশর: গাজার সাথে সংযুক্ত রাফা নামক সীমান্ত এলাকা খুলে দেওয়া হয়েছে

মিশর আজ গাজা স্ট্রিপ এর কাছে অবস্থিত রাফা নামক সীমান্ত এলাকাটি খুলে দিয়েছে, যার ফলে বিগত চার বছরের মধ্যে এই প্রথম এ এলাকা দিয়ে লোকজন এখন বিনা বাধায় মিশরে প্রবেশ করতে পারছে। এই সীমান্ত ছিল বাইরের বিশ্বের সাথে গাজার যোগাযোগের একমাত্র মাধ্যম। মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারকের সময় মাঝে মাঝে এই সীমান্ত খুলে দেওয়া হত। সম্প্রতি ঘটা এই ঘটনার উপর টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া নীচে প্রদান করা হল।

সাংবাদিক হান্নাহ আল্লাম এ বিষয়ে টুইটারে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে:

#রাফা সীমান্ত এলাকা দিয়ে চলাচলের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা আর নেই, ১৮ থেকে ৪০ বছর বয়স্ক নাগরিকরা বিশেষ অনুমতি ছাড়া এবং ছাত্ররা মিশরে যে পড়াশুনা করছে তার প্রমাণ ছাড়াই সীমান্ত পার হতে পারবে। যে কোন বয়সের নারীদের এই সীমান্ত দিয়ে চলাচল করতে কোন বাঁধা নাই।

@ওয়ানলিটিলপিক্সি যোগ করেছে:

#রাফা সীমান্ত এলাকা দিয়ে কেবল মানুষ পারাপার হতে পারবে, পণ্য পরাপারের উপর এখনো নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

এবং সে আরো জানাচ্ছে:

আজ রাফা সীমান্ত দিয়ে ৩৫০ জন ব্যক্তি গাজা ত্যাগ করেছে।

গাজার ড্যামডোমা এই সংবাদ বিশ্বাস করতে পারেনি:

بالنسبة لفتح معبر رفح لو انو 1 نيسان كان قلت انها كذبة .. عنجد لهلأ مو مصدقة انا !! #Gaza #Rafah #Egypt
রাফা সীমান্ত খুলে দেবার বিষয়ে বলতে পারি ১ এপ্রিল তারিখে এর ঘোষণা হতে পারত, সে ক্ষেত্রে আমি ভাবতাম যে এটা এক ভূয়া সংবাদ। এখনো আমি এই সংবাদ বিশ্বাস করতে পারছি না।

গাজা থেকে, ওলা আনানও একই আবেগ প্রদর্শন করেছে, ভদ্রমহিলা টুইট করেছে:

الاخبار كلها عن فتح معبر رفح .. الي انا حاساه خبر اعلامي مش اكتر .. لازم حد فينا يجرب يسافر عشان يتأكد من التغيير ! #gaza #rafah #egypt
সকল সংবাদে রাফা সীমান্ত খুলে দেওয়া নিয়ে। আমি এখনো মনে করি, প্রচার মাধ্যমে তুলে ধরার জন্য এটা একটা সংবাদ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। আমাদের মধ্যে থেকে একজনের সেখানে যাওয়ার চেষ্টা এবং সেই এলাকা ভ্রমণ করা উচিত, যাতে বিষয়টি নিশ্চিত হয়।

ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ ওমর নিজেকে কায়রোর এক উদ্বাস্তু হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনা যে সম্ভব হয়েছে তার জন্য সে মিশরের বিপ্লবের প্রতি তার কৃতজ্ঞতা জানাচ্ছে:

شكرًا مصر, شعبًا وثورةً وكرامة #Egypt #Rafah

মিশরকে ধন্যবাদ, এবং তার জনগণকে, তোমাদের বিপ্লব এবং তোমাদের মর্যাদাকে!

মিশরীয় ব্লগার আলা আবদে এল ফাত্তাহ ব্যঙ্গাত্মক ভাবে জিজ্ঞেস করেছে:

هي اسرائيل هتحاربنا امتى؟ مش الناس قالت فتح المعبر هيخلي اسرائيل تحاربنا؟ و حماس هتبعت الارهابيين بتوعها يخربوا مصر امتى؟

কখন ইজরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যখন রাফা সীমান্ত খুলে দেওয়া হয়েছে, তখন কি লোকজন বলাবলি করছে না যে, এর জন্য ইজরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? এবং তারা কি বলেনি যে, মিশরকে ধ্বংস করতে হামাস তার সন্ত্রাসবাদীদের মিশরে পাঠাবে। কখন?

এবং মাহমোদ রসিকতা করেছে:

@alaa انا سمعت لو فتح المعبر حيدخلوا اهل غزة يخلصوا كل الجبنة والعيش، أصله الغزازوة والصين متوازيين في الكمية والاتجاه
আমি শুনেছি যে যখন এই সীমান্ত খুলে দেওয়া হয়েছে, তখন গাজার লোকজন (মিশরের) পনির এবং পাউরুটি শেষ করে ফেলবে। দৃশ্যত গাজা এবং চীনের জনতা সংখ্যায় সমান এবং তারা উদ্বাস্তু হয়ে বাস করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .