ইরাক: সাদ্দাম কি এখনও জীবিত?

একটি নতুন রেকর্ডিং এর মাধ্যমে সাদ্দাম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করেছেন, যেখানে দাবি করা হয়েছে এ ইরাকি স্বৈরশাসক জীবিত এবং সুস্থ আছেন এবং তার নকল কে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে চড়ানো হয়েছে। অনেক ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুততার সাথে এ ভিডিও কে নকল বলে অভিহিত করেছেন এবং পাঠকদের এই বলে আশ্বস্ত করেছেন যে সাদ্দাম মৃত এবং তার আর কোন অস্তিত্ব নেই। জীবিত থাকলে সাবেক এই স্বৈরশাসক আজ ৭৪ বছরে পা দিতেন।

ভিডিওটিতে দেখানো হয়েছে ইরাকি কমরেড হাসান আলাবি এর সাথে এক ফোনালাপে সাদ্দাম হোসেনের কণ্ঠস্বর তার বন্ধুকে বলছেন তিনি সুস্থ আছেন এবং তার নকল কে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ছদ্মবেশী সাদ্দাম গ্রিন জোন কে “বিশ্বাসঘাতকদের রক্তের বন্যায় ভাসিয়ে রেড যোন” করার ও “ইরাককে হানাদারদের হাত থেকে মুক্ত করার” হুমকি দেন।

এই সেই ভিডিও, যা sulalmalki আপলোড করা হয় YouTube এ এবং যা এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৫০ হাজার বার দেখা হয়েছে।

http://www.youtube.com/watch?v=KaTnUuLT2eA

ভিডিওতে প্রায় ৫০০ শতাধিক মন্তব্য আছে, যাতে মন্তব্যকারী বেশিরভাগই মনে করেন ধোঁকা দেয়ার জন্য ভিডিওটি বানানো হয়েছে এবং সাদ্দাম আসলেই মৃত। কয়েকজন মন্তব্যকারী সাদ্দাম ও তার নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ইঙ্গিত করেছেন যে ভিডিওটেপটি আসল হতে পারে এবং সাদ্দাম এখনও জীবিত থাকতে পারেন।

ফেইসবুকে সাদ্দামের ভিডিওর প্রচারণা

ফেইসবুকে সাদ্দামের ভিডিওর প্রচারণা

অন্যান্য একাউন্ট থেকেও ভিডিওটি আপলোড করা হয়েছে, যা আরববিশ্বের সামাজিক মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ভিডিওটি বিপণনের জন্য ফেইসবুকে বিজ্ঞাপনও দেয়া হয়।

মিশর থেকে জেইনোবিয়া, যিনি Egyptian Chronicles তে ব্লগ লেখেন, একমত হয়েছেন যে সাদ্দাম হোসেন মৃত:

আমি বিশ্বাস করি এটি স্রেফ একটি ভুয়া ফোন কল, আমি এটা এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করিনা। সাদ্দাম কোথাও এলভিস এর মতো জীবিত আছে—বাথ সরকারের অনুগতদের এ ষড়যন্ত্র নিয়ে আমার কোন মাথাব্যথা নেই!!!!

সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয় ২০০৬ সালে, তাহলে কেনো এতগুলো বছর অপেক্ষা করে সারা বিশ্বে ঘোষণা দেওয়া হল যে তিনি জীবিত!!!? এখন কেন!!? যখন ইরাকি তরুণ সমাজ আরব বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হতে চলেছে এবং তারা তাদের নিজেদের তাহরির স্কয়ারে বসার চেষ্টা করছে তখন কেনো। ইরাকি তরুণ সমাজ তাদের পেশা নিয়ে হতাশ, জাতিগত বা বংশগত বিভাজন নিয়ে হতাশ এবং তারা স্বাধীন ঐক্যবদ্ধ ইরাক ফিরিয়ে আনতে চায়।

সৌদি আরব থেকে সুলতান আল সুলামি সন্দেহের সুরে বলেন:

غريب يطلع مقطع صوت صدام حسين مع حلول الذكرى 74 لميلاده
আশ্চর্যজনকভাবে সাদ্দামের কণ্ঠস্বর রেকর্ড করা ভিডিও ক্লিপটি তার ৭৪তম জন্মবার্ষিকীর দিনেই ভাইরাসের মতো ছড়াচ্ছে।

কিছু Twitter ব্যবহারকারি আবার সাদ্দামের জন্মবার্ষিকী উদযাপন করছেন.

বাহরাইন থেকে হামাদ এ.এম.এ., টুইট করেছেন:

اليوم ذكري ميلاد رئيس الجمهوريه العراقية. الشهيد صدام. حسين
আজ ইরাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, শহীদ সাদাম হোসেনের জন্মবার্ষিকী।

ইতোমধ্যে বাহরাইন থেকে তারিক খোন্জি, ঠাট্টাচ্ছলে বলেন:

@টিখন্জি জানতে চাচ্ছে কেন আজ বাহরাইনের অনেকে সাদ্দামের জন্মতারিখ উদযাপন করছে?

এরপর আরো যোগ করেন:

তাই আমি সাদ্দাম সম্পর্কে গুগলে খোজ করলাম এবং দেখা গেল এই ব্যক্তি একবার কুয়েত ও আরেকবার ইরানকে আক্রমণ করেছিল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .