মিসর: সিরিয়ার পক্ষে প্রতিবাদ

এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর বিশেষ কাভারেজের অংশ

সিরীয় দূতাবাসের সামনে আজকের একজন বিক্ষোভকারী। ছবি হোসাম এল হামালায়ি

একজন বিক্ষোভকারীকে হত্যার প্রতিবাদ জানাতে কায়রোতে সিরীয় দূতাবাসের বাইরে সিরীয় ছাত্রদের প্রতিবাদে বেশ কিছু সংখ্যক মিসরীয় অংশগ্রহণ করে। সমাবেশ থেকে বাশার আল আসাদের শাসনামলের অবসানের আহ্বান জানানো হয়। মিসরীয় বিক্ষোভকারীগণ সিরীয় বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং বিক্ষোভে অংশ নিয়ে যারা জীবন দিয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করেন।

বিক্ষোভে অংশ নেওয়া লিলিয়ান ওয়াগদি টুইট করেন:

কেবল বাড়ি ফিরে এলাম। #সিরীয় দূতাবাসের সামনে @ আজকের মিছিলকারীদের উদ্যমের প্রতি ভালবাসা। এটা ছিল ভয়হীন এবং ঐক্যবদ্ধতার পরিবেশ পুনরুজ্জীবিত।

অন্য একটি টু্ইটে তিনি বলেন:

এখানে ৩০০ জন মানুষ, সমান সংখ্যক সিরীয় ও মিসরীয়, আমি বলতে চাই #মিসরের #সিরীয় দূতাবাসের সামনে

জেইনোবিয়া সিরীয় দূতাবাসের বাইরে ছিলেন। তিনি এ ক্লিপ টি প্রকাশ করেন যাতে দেখা যায় কায়রোতে সিরীয় ছাত্ররা চিৎকার করছে(আরবি): “ভাগো! ভাগো! বাশার!”

কায়রোতে সিরীয় দূতাবাসের সামনে আজকের বিক্ষোভকারী। ছবি হোসাম এল হামালায়ি এর সৌজন্যে

টুইটারে জেইনোবিয়া বলেন:

আজ কায়রোতে সিরীয় বিক্ষোভের বিষয়ে আমি খুব খুশী।

মীনা মোহি বিক্ষোভে ছিলেন। তিনি বলেন (আরবি ভাষায়):

جماعة انا حاسة ان فى حالة من البجاحة و الغباء داوئتى ! السفير مشغل اغانى مؤيدة … انت حمار يا حمار ! #egypt #syria
আমি এ মুহুর্তে অনেক নির্বুদ্ধিতা দেখতে পাচ্ছি। রাষ্ট্রদূত বর্তমান শাসনামলের পক্ষে লাউডস্পিকারে বক্তৃতা দিচ্ছেন। সত্যিই তিনি আসলেএকটা গাধা!

এবং বারবাওয়ে, আকা হোসাম এল হামালাওয়ী বিক্ষোভ চলাকালীন তোলা ছবিগুলো এখানে প্রকাশ করেন।

মোবাইল লাইভ স্ট্রিমিং সার্ভিস,ব্যামবুসার- এ শেরিফ বোয়ারি সিরিয় দূতাবাসের বিক্ষোভের যে ক্লিপ প্রকাশ করেন তাতে দেখা যায় বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছে (আরবি): “বাড়ি বাড়ি, সিরিয়ার সব জনগণ মুক্ত।”

আজ সারাহ টুইট করেন :

কায়রোর # লিবিয়া দূতাবাসের বিক্ষোভ। লিবিয়া, মিসর এবং সিরিয়ার পতাকা। সামরিক পুলিশ বেস্টনী, রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এ পোস্ট টি সিরিয়া প্রতিবাদ ২০১১সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .