ইন্দোনেশিয়ার নেট নাগরিকরা “নাচুনে পুলিশকে” সমর্থন করছে

পুলিশের ফার্স্ট ব্রিগ্রেডিয়ার নরমান কামারু গোরোনতালা সিটির এক তরুণ পুলিশ কর্মকর্তা। তার এক নাচের ভিডিও প্রকাশ হবার পর বর্তমানে সে ইন্দোনেশিয়ার ইন্টারনেট এবং প্রচার মাধ্যমে এক আলোচিত ব্যক্তিতে পরিণত হয়। কেবল ইউটিউবে তার ভিডিও-তে এক লক্ষ বার হিট হয়।

এই ভিডিও-তে দেখা যাচ্ছে নরমান কর্তব্যরত অবস্থায় ভারতীয় একটি গান ছাইয়া ছাইয়ার তালে নাচছে এবং গানের সাথে ঠোঁট মেলাচ্ছে

পুলিশ কর্তৃপক্ষ, যারা এই ভিডিওটির পর্যালোচনা করছে তারা নরমানকে একটা হালকা শাস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছেন, কারন সে আনুষ্ঠানিক ভাবে এক দায়িত্ব পালন করার সময় এই কাজ করেছে। কিন্তু নেটিজেন যারা নরমানের এই মজার ভিডিওর মাধ্যমে বিনোদন লাভ করেছে, তারা দ্রুত ব্লগ এবং অন্য সব সামাজিক প্রচার মাধ্যমে দ্রুত সমর্থন প্রদান করেছে

কাসকুস ওয়েবসাইটের এক ধারাবাহিক আলোচনার সৃষ্টি করেছে, সেখানে পাঠকদের প্রশ্ন করেছে, আদতে নরমান কি শাস্তি পাবার যোগ্য। এই থ্রেডের [ ধারাবাহিক আলোচনার] শিরোনাম (ফাস্ট বিগ্রেডিয়ার নরমান কামারুর কি শাস্তি পাওয়া উচিত নাকি উচিত না।( বিরাপ্তু নরমান কামারু পানটাসানিয়া দিহুকুম আনিয়া সিদাক কহমু)।

ব্লগার ইকাদা নরমানের সর্মথনে যে বিভিন্ন সব ফেসবুকের পাতা সৃষ্টি করা হয়েছে, তার লিঙ্ক যুক্ত করছে। যেমন ১ জুটা ডুকুনগান বুয়াট ওমান কামারু উনটস্ক টিডাক ডিটিইনডাক ( দশ লক্ষ ব্যক্তি নরমান কামারুর শাস্তিকে সমর্থন করে না); নরমানকে সমর্থন করুন (নরমানকে সমর্থন করুন ); এবং ডুকুং বারিপতু নরমান কামারুঃ বেরজগেত আদালাহ হাক সেতিয়াপ ওয়ারগা নেগারা। (ফার্স্ট বিগ্রেডিয়ার নরমান কামারুকে সমর্থন করুন ; নাচা সকল নাগরিকের অধিকার )

টেলিভিশনে এই নাচ প্রদর্শনের জন্য নরমান অজস্র আমন্ত্রণ লাভ করেছে। তার কাজের জন্য পুলিস তাকে হালকা শাস্তি প্রদান করা হতে পারে যানা সত্বেও, জাতীয় পুলিশ বাহিনীর প্রধান টেলিভিশনে অনুষ্ঠান প্রদর্শন করার আনুমতি প্রদান করেছে

এখানে বেবি ডি লিবরারির এক কৌতুহল জনক বিবৃতি রয়েছে, যার মধ্য দিয়ে সে এই নাচুনে পুলিশের প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং সে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে যেন নরমানকে বন্ধুত্বপূর্ণ পুলিসের প্রতীক করা হয়:

যদি আপনারা তার প্রশংসা করেন, আবার তারপরেও তাকে শাস্তি দেন, তাহলে তা ভালো কিছু হলো না । আমি যদি আপনাদের মত অবস্থানে থাকতাম, তাহলে শাস্তি দেবার বদলে তাকে বন্ধুত্বপূর্ণ পুলিসের প্রতীক হিসেবে বেছে নিতাম। সে এমন একজন পুলিশ হতে পারে যে একি সাথে সমাজের শ্রদ্ধা এবং ভালোবাসা পেতে পারে। সে এক কৌতুক অভিনেতা নয়, যে আপনার প্রতিষ্ঠানকে অসম্মানিত করেছে। কিন্তু জনাব, যদি আপনারা এখনো ধারনা করে থাকেন যে পুলিশ আগের মত কঠোর এবং শৃংখলা পরায়ণ হবে, তাহলে আপনারা আরো এগিয়ে যান, জনতা আপনাদের শ্রদ্ধার বদলে ভয়ই পেতে থাকবে।

সাইফুদ্দিন এর সাথে যোগ করছেঃ

Aksi Norman memberi bukti bahwa Polisi ternyata tak segarang seragam yang dikenakannya. Institusi Polri butuh citra lembut seperti itu, dan bila Polri pandai memaintain ini bisa dijadikan pencitraan yang baik bagi Polri.

নরমান-এর কাজ এই প্রমাণ দেয় যে, পুলিশ তার পোশাকে যতটা ভয়ঙ্কর দেখায় ততটা নয়, আর যদি পুলিশ চালাক হয়, তাহলে তা পুলিশের ভালো ভাবমূর্তি গড়ার কাজে ব্যবহার করার করা যেতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .