রাইজিং ভয়েসেস-এর একেবারে সদ্য অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা

রাইজিং ভয়েসেস আনন্দের সাথে পাঁচ বিশ্ব সম্প্রদায়ের নাম ঘোষণা করেছে যারা সদ্য সিটিজেন মিডিয়ার অনুদান প্রাপ্ত হল। নির্বাচিত প্রতিটি প্রকল্প তাদের প্রস্তাবিত প্রকল্পের জন্য ক্ষুদ্র অনুদান (মাইক্রোগ্রান্টস) লাভ করবে, যে প্রকল্পের মাধ্যমে তারা অন্যদের নানা ধরনের সিটিজেন মিডিয়া টুলস কি ভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষা দেবে। সাম্প্রতিক এই প্রতিযোগিতা সারা বিশ্বে প্রচণ্ড আগ্রহের সৃষ্টির করে। সর্বোপরি, রাইজিং ভয়েসেস সারা বিশ্বের ৯০ টি দেশ থেকে ৭৫০টির বেশি দরখাস্ত লাভ করে, এবং যেহেতু কেবল মাত্র পাঁচটি প্রকল্পকে অনুদান প্রদান করা হবে বলে ঠিক করা হয়েছিল, তাই নির্বাচিত প্রার্থীর সংখ্যা কমিয়ে আনার বিষয়টি ছিল বেশ কঠিন এক কাজ। এখানে অনেকগুলো প্রকল্প ছিল যোগ্য, যাদের চিন্তা ছিল অসাধারণ, যেগুলো স্থানীয় সেই সব সম্প্রদায়ের সুনির্দিষ্ট প্রয়োজনকে চিহ্নিত করতে পেরেছিল, যে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের ওয়েবে উপস্থিতি কম। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেই সব প্রকল্পকে আমরা অর্থ জোগান দিতে পারেনি। এবার ব্রাজিল, ভারত, গ্রিস, মালি এবং গিনি বিসাউয়ের পাঁচটি প্রকল্প বাছাই করা হয়েছে, সেগুলো ছিল এই অনুদানের যোগ্য এবং সেগুলো চারটি ভিন্ন মহাদেশের প্রতিনিধিত্ব করে। আমরা মনে করি তারা আমাদের সম্প্রদায়ের মধ্যে বাড়তি অনেক কিছু যোগ করবে, দয়া করে তাদের স্বাগত জানাতে আমাদের সাথে যোগ দিন। পুরো ঘোষণাটি, পড়ার জন্য দয়া করে রাইজিং ভয়েসেস-এর ওয়েবসাইটটি দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .