ভারত: কোটি কোটি মানুষ বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করছে

২ এপ্রিল, ২০১১-এ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যান ইন ব্লু (ভারতের জাতীয় ক্রিকেট দলের নীল পোশাকের কারণে এই নাম) নামে পরিচিত ভারতীয় ক্রিকেটাররা ইতিহাস সৃষ্টি করে, যখন তারা শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি অর্জন করে। যখনই ভারতীয় দলের অধিনায়ক ছক্কা মেরে জয়সূচক রানটি নিয়ে নেয়, তখনই দেশে, বিদেশে অবস্থান করা ভারতীয়রা এই জয় উদযাপন করার জন্য আনন্দে ঝাঁপিয়ে পড়ে, তারা, দীর্ঘ প্রতিক্ষিত অনেক কাঙ্খিত প্রার্থনার এই জয়ের প্রতিটি মুর্হূতের সুগন্ধ গ্রহণ করতে থাকে

এখানে শনিবারের কিছু ছবি তুলে ধরা হল। ছবিগুলো আপনাকে বলবে তাদের নিজদের গল্পগুলো।

The World Cup Crowd চেন্নাইয়ের এক শপিং মলের সামনে দর্শকরা খেলা দেখছে।

ছবি ফ্লিকার ব্যবহারকারী রাকেশ অশোকের সিসি বাই-এনসি-এনডি ২.০-এর অধীনে ব্যবহার করা হয়েছে

Congratulations Team India on winning the Cricket World Cup 2011 ভারতীয় দল নতুন বিশ্বচ্যাম্পিয়ন!

কোলাজ এটি তৈরি করেছে ফ্লিকার ব্যবহারকারী ইকুয়াস্টাকুইয়ো সান্টিমানো, সিসি বাই ২.০ এর অধীনে তা ব্যবহার করা হয়েছে

রাজকোট নামক এলাকায় মোটর সাইকেলের পেছন এবং গাড়িতে বসে সমর্থকরা উল্লাসধ্বনি দিচ্ছে, তারা ভারতের বিজয় উদযাপন করছে। ছবি দেবর্ষি পাঠক-এর, কপিরাইট ডেমোটিক্স।

মুম্বাইয়ের মেরিন ড্রাইভ নামক এলাকায় সমর্থকরা উল্লাস প্রকাশ করছে। ছবি অরিন্দম দের, কপিরাইট ডেমোটিক্সের

Celebrating India's 2011 World Cup Win over Sri Lanka in NYC
… এবং বিশ্বের আরো অনেক জায়গায় সমর্থকরা উল্লাস প্রকাশ করে। নিউ ইয়র্ক (উপরে যার ছবি রয়েছে) থেকে ট্রাফলগার স্কোয়ারে (নীচে এর ছবি) সবাই উল্লাস প্রকাশ করে সব জায়গায় ভারতীয় সমর্থকদের মহা উল্লাসে এই জয় উদযাপন করতে দেখা যায়।

ছবি ফ্লিকার ব্যবহারকারী সিসিএইচওর, সিসি বাই-এনসি-এনডি ২.০-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে

ভারতের জয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে ভারতের পতাকা বহন করে। ছবি বাহজেদ-এর, কপিরাইট ডেমোটিক্সের।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .