জর্ডান: আমি জর্ডানকে ভালবাসি কারন…

গত কয়েকমাস ধরেই প্রতি শুক্রবারে জর্ডানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের দাবিতে বিক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। টুইটার হ্যাশট্যাগ #ReformJo (#রিফর্মজেও) বেশ কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি দূরীকরণ, জর্ডানের নির্বাচনী আইন সংস্কারের দাবীতে সক্রিয়। আরব বিশ্বের অন্যান্য দেশের মত জর্ডান অতটা অস্থির নয় – জর্ডানে প্রতিবাদের ধরণ এবং আলোচনা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সংস্কারবাদীরা জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ২ –এর প্রতি অনুগত।

গত সপ্তাহ থেকে #আমিজর্ডানকেভালবাসি নামে একটি নতুন হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। এ হ্যাশট্যাগে মাতৃভূমি জর্ডানকে জর্ডানের টুইটার সম্প্রদায় কেন ভালবাসে তার বহু কারণ উপস্থাপন করা হয়েছে। টুইটে অংশগ্রহণকারী অনেকেই # রিফর্মজেও- ব্যবহারে সক্রিয়। তাঁরা জর্ডান এবং এর নেতৃত্বের প্রতি বিশ্বস্ত।

জর্ডানের জনগণ বিভিন্ন কারনে তাঁদের দেশকে ভালবাসে:

কাইস কারাজদসেহ লিখেছেন:

#আমিজর্ডানকেভালবাসি যেখানেই আপনি যান,কেউ না কেউ আপনার পরিচিত, এটা একটা ছোট দুনিয়া নয় এটা চমৎকার জর্ডান।

জিনিয়া টুইট করেছেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডান এককথায় সুন্দর; এর প্রকৃতি মানুষের মন ও আত্মা এবং খাবার 🙂 http://ow.ly/48LGW

রাওয়ান সুন্নাক স্বীকার করছে:

#আমিজর্ডানকেভালবাসি এ দেশে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে নিরাপদ 🙂

হেলেন আল-উজায়ী লিখেছেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন এখানে প্রত্যেকেই পরিবারের মত।

এমনকি বাদশাহ আব্দুল্লাহ ২ এর রানী এ আলোচনায় যোগ দিয়ে টুইট করেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন# জেও একটা বড় বর্ধিত পরিবার। আপনি এখানে কখনো একা বোধ করবেন না। আমাদের দ্বার উন্মুক্ত আমাদের হৃদয় উন্মুক্ত।

এটা অনেক ব্যাপক পরিসরে পূন: টুইট হয়েছে এ বিষয়ে খলিল ওয়াহাব বলেন:

আমাদের রানীর জন্য #আমিজর্ডানকেভালবাসি হাসট্যাগ

অনেকে অনেক মজার মজার কারণে জর্ডান কে ভালবাসে। হিবা রেজিক টুইট করেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন রাস্তায় ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে কখনোই ক্লান্ত হতে দেবেনা :)#জর্ডান#জেও

ওসামা আল-সামদি তাঁর টুইটে ছবি যোগ করে বলেন টুইটে:

#আমিজর্ডানকেভালবাসি কারন এটা আর অন্য কোনোখানেই ঘটা সম্ভব না।@ জে ও ছবি#জেও # পর্যটন @ জর্ডানভ্রমণ @visitjordan yfrog.com/h7v2qmoj

অন্য অনেকেই জর্ডানের নিরাপত্তা এবং শান্তিপূর্ণতার বিষয়ে আলোকপাত করেন। রিম বি টুইট করেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন আপনি মাঝরাতে মুদিখানায় গিয়ে নির্ভয়ে এবং নিরাপদে কেনাকাটা করতে পারবেন।

অন্যরা জর্ডানের হাসেমীয় বাদশাহর প্রতি আনুগত্যকে গুরুত্ব দিয়েছেন। আনুদ আল-ফাওয়াজ টুইট করেন:

নিরাপদ,শান্তিপূর্ণ এবং অভ্যর্থনামূলক, সমৃদ্ধ ইতিহাস, মৃত সাগর পেট্রা ও ওয়াদি রামের দেশ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা হাসেমীয়দের রাজত্ব। #আমিজর্ডানকেভালবাসি

ওমর বিলতাজি টুইট করেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন আমি যে কোন বিদেশী বিমান বন্দরে হাটতে পারি এবং তাঁদের বলতে পারি আমি একজন জর্ডানীয় এবং আমার বাদশাহ এইচ এম আব্দুল্লাহ ২…

রিম বি লিখেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডানের রয়েছে মহান বাদশাহ যে জনগণের মঙ্গলে কাজ করে যাচ্ছে। তাঁকে আমি গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা করি।#জেও

নুর আল-হাসান বলেন:

#আমিজর্ডানকেভালবাসি কারন এটা আমার বাড়ি।

সংস্কার বিষয়ে জর্ডানীয় বিতর্ক অব্যাহত রয়েছে # সংস্কারজেও, জন্মভূমির প্রতি জর্ডানীয় জনগণের ভালবাসার প্রতিফলন ঘটেছে #আমিজর্ডানকেভালবাসি – হ্যাশট্যাগে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .