বাহরাইন: লুলু রাউন্ডএ্যাবাউটে ভোর বেলায় চালানো হামলার উপর ধারণ করা ভিডিও

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

বৃহস্পতিবার, ১৭ ফ্রেব্রুয়ার ২০১১- তারিখে, বাহরাইনের স্থানীয় সময় রাত ৩টায়, দাঙ্গা পুলিশ লুলু রাউন্ডএ্যাবাউটে ঘুমিয়ে থাকা বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। লুলু রাউন্ডএ্যাবাউট হচ্ছে বাহরাইনের চলমান প্রতিবাদ বিক্ষোভের কেন্দ্রবিন্দু। বাহরাইনের এই বিক্ষোভ “ডে অফ রাথ” (ক্ষোভ প্রকাশের দিন) নামে পরিচিত। এই ঘটনার উপর ধারণ করা এখন পর্যন্ত যে কয়টি ভিডিও নেটে ছড়িয়ে পড়েছ, তার কয়েকটি এখানে প্রদর্শন করা হচ্ছে।

এই ভিডিওটি ইউটিউবের আলিবাহ১ নামক একাউন্টের:

http://www.youtube.com/watch?v=eYozYph6OVU

এই ভিডিওটি ইউটিউবের আলবাহরাইন২০১১ নামক একাউন্টের:

লুলু রাউন্ডএ্যাবাউট-এর ফ্লাইওভার থেকে দাঙ্গা পুলিশের উপর তোলা ভিডিও। এটি এসেছে টুইটার এ্যাকান্ট@তারিকালেরে কাছ থেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতি প্রকাশ করেছে:

স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র) :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিগ্রেডিয়ার তারিক হাসান আল হাসান ঘোষণা করেছেন যে, নিরাপত্তা বাহিনী পার্ল রাউন্ডএ্যাবাউট নামক এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তাদের সাথে চলা সকল আলোচনা ব্যর্থ হয়ে যাবার পরই এই ঘটনা ঘটানো হয়। তাদের সরে যেতে বলার সময় কেউ কেউ ভালোভাবে সাড়া দেয়, এবং দ্রুত স্থান ত্যাগ করে, অন্যরা এই নির্দেশ মানতে অস্বীকার করে, যার ফলে তাদের জোর করে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়।

তিনি ব্যাখ্যা করেন যে, নিরাপত্তা বাহিনী আত্ম-নিয়ন্ত্রণের ব্যপারে সতর্ক ছিল এবং তারা বিখ্যাত কিছু ব্যক্তির মাধ্যমে বিক্ষোভের জন্য তৈরি করা এই এলাকায় অবস্থান গ্রহণের বিষয়টির ইতি টানার জন্য বিক্ষোভকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে এই প্রতিষ্ঠানিক রাষ্ট্রে আইনের অনুশীলন বজায় থাকে। এদিকে কয়েকজন বিক্ষোভকারী এই সহনশীলতার সুযোগ গ্রহণ করে। তারা অবৈধ কিছু কাজ করা শুরু করে এবং এখানকার নাগরিক এবং এলাকার বাসিন্দাদের চেক পয়েন্টে থামিয়ে তাদের বিরক্ত করতে থাকে। তারা রাউন্ড্এ্যাবাউট এলাকায় লোকদের এবং সেই পথ দিয়ে চলা পথিকদের গাড়ি দুরে গিয়ে খুঁজে নিতে বাধ্য করে। বিষয়টিকে অন্যতম এক আইন ভঙ্গকারী বিষয় হিসেবে দেখা হচ্ছে, যার মধ্যে দিয়ে জনতার মাঝে ভীতি ছাড়ানো হচ্ছে এবং এই ঘটনাটি এলাকার বাণিজ্যিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলছে।

মুখপাত্র নিশ্চিত করেন যে, এই বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে জনতার কাছ থেকে অনেক অভিযোগ এসেছে, যা প্রচণ্ডভাবে ব্যক্তিগত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলছে, যারা এর ভুক্তভোগী। তিনি বলেন যে, এ রকম এক গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ায়, তা জাতীয় অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং জন গুরুত্বপূর্ণ কাজের উপর প্রভাব ফেলছিল এবং এটি উক্ত এলাকার পরিবহণের ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল।

ব্রিগ্রেডিয়ার আল হাসান জনগণকে, মত প্রকাশের সময় সংবিধান ও আইন মেনে চলার এবং স্বদেশ প্রতি ভালোবাসা আর দেশের মঙ্গলের প্রতি সচেতন থাকার আহ্বান জানান।

এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .