মিশর: বিজয়ের মূহূর্তে

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

জনতা লিবারেশন স্কোয়ারে উদযাপন করছে এবং উদযাপনের মুহূর্ত ধারণ করছে।

যখন হোসনি মুবারক মিশরের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে, তখন নাগরিকদের ধারণ করা ভিডিও আমাদের হঠাৎ করে আসা সেই ঐতিহাসিক মুহূর্তটি প্রদর্শন করছে এবং সে সময় তাহরির স্কোয়ারের জনতা সে বিষয়ে কি ভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করতে শুরু করে তা তুলে ধরছে।

প্রথমে রয়েছে এই ভিডিওটি যাটুইটারের মাধ্যমে , ইউটিউবের সিটিজেন টিউব দ্বারা প্রদর্শিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, লোকজন যতক্ষণ না নামাজ পড়া শেষ হয়, ততক্ষণ উদযাপন করা বন্ধ রেখেছে। এবং তারপর তারা স্লোগান এবং আনন্দে এলাকা মুখরিত করে ফেলে।

পরবর্তী ভিডিওটি এসেছে ৩আরবওয়ের ব্লগ থেকে এবং এই ভিডিওটিতে দেখা যাচ্ছে লোকজন লিবারেশন স্কোয়ারে এই সংবাদ উদযাপন করছে। একটা দোকানের টিভি সেটের সামনে দাঁড়িয়ে এলাকার লোকজন লাফাচ্ছে এবং পরস্পরের সাথে কোলাকুলি করছে, এই টিভির মাধ্যমে তারা পদত্যাগের সংবাদ লাভ করে। এখানে লোকজন পতাকা নাড়ে, নাচে, পরস্পরকে আলিঙ্গন করে এবং উল্লাসে ফেটে পড়ে:

রাষ্ট্রপতি ভবনের সামনে রাখা , প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়ে থাকা জনতাও এই সংবাদটি উদযাপন করে। ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিটি মনে হয় এতে উত্তেজিত হয়ে পড়েন এবং মাঝপথেই ক্যামেরার দিক বদলে ফেলেন। এর ফলে পুরো বিষয়টি দেখার জন্য একদিকে মাথা নীচু করতে হবে।

http://www.youtube.com/watch?v=C-iyA2XGmIE

যদি জনতার মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া এই সব ভিডিও উদযাপনের একটি চিহ্ন হয়, তাহলে আমরা ওয়েবে শীঘ্রই আরো অনেক এ রকম উদযাপনের ভিডিও দেখতে পাব।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ.

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .