মিশর: মিশর বিক্ষোভে শহীদ নাগরিকদের স্মরণ করা

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজকের দিনটি রোববার এবং দিনটি শহীদদের জন্য উৎসর্গকৃত, এবং একই গতিতে চলতে থাকা একটি সপ্তাহের শুরু আজ। আর এই দিনটি মিশরীয় জনপ্রিয় গণজাগরণের ১৩ তম দিন।

যদিও একটি আহ্বান শেষ হয়েছে, তারপরেও মিছিল করে লক্ষ লক্ষ জনতা তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে। এটি কায়রোর কেন্দ্রস্থল। আজকের দিনটিতে সেই সব ব্যক্তিদের স্মরণে এই মিছিলের আয়োজন করা হয়েছে, যারা বিক্ষোভে শহীদ হয়েছে। দিনটিতে কপ্ট নামক খ্রিস্টান সম্প্রদায়ের এক গণ জমায়েত অনুষ্ঠিত হবার কথা, এবং যারা এই বিক্ষোভে শহীদ হয়েছে, তাদের পরিবারসমূহকে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে তাহরির স্কোয়ার বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এবং এটি টেলিভিশনে স্থায়ী এক প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো সেখান উপস্থিত থেকে, সেখানকার সংবাদ সারাসরি আমাদের ঘরে রাখা টিভিতে প্রদর্শন করছে।

Facebook page: Freedom Martyrs

ফেসবুকের পাতা: স্বাধীনতার শহীদেরা।

মিশর তোমাদের স্মরণ করছে” নামক পাতাতেও এই বিক্ষোভে যারা নিহত হয়েছে তাদের ছবি এবং নাম প্রদর্শন করা হয়েছে।

স্বাধীনতার শহীদেরা নামে ফেসবুকের একটি পাতা এখানে রয়েছে। নামের এই তালিকায় (স্প্রেডশিট) শহীদের নাম অর্ন্তভুক্ত করার জন্য লোকদের উৎসাহিত করা হচ্ছে।

নীচে টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:

@লুবজি: মিশর, যখন আমি তোমার শহীদ সন্তানদের দেখি তখন আমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে!#মিশর। মুবারক সরকার নিপাত যাক টিটি@:লাসতোআদ্রি: http://twitpic.com/3wvmsf عيني تدمع.. #মিশর #জান২৫

@_আনামাস: যখন আমি শহীদের জীবনী পড়লাম তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি…. http://1000memories.com/egypt। মুবারকের পতন চাই,#মুবারক খুনাখুনি বন্ধ কর #মিশর#জান২৫

@ইজিপশিয়ানরিফর্ম: শহীদের রক্ত বৃথা যেত দেওয়া উচিত নয়… যতক্ষণ না এই সরকারের পতন ঘটে, ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত!#মিশর,#তাহরির#জান২৫

@ফোর ইয়োকিইয়োওয়েই: প্রতিটি তরুণ শহীদের জীবনী পড়ার সাথে সাথে আমি আমার হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করছি#মিশর। এটা পরিষ্কার#মুবারক ভবিষ্যৎকে খুন করার চেষ্টা করছে, সে যার অংশ হবে না…#জান২৫

@রিপেন্ট১১: শহীদদের ছবি এবং বিস্তারিত জীবনী। #জান২৫। http://1000memories.com/egypt, শান্তিতে ঘুমাও-পরম করুণাময় তোমাদের মঙ্গল করুক। এবং আমি নিশ্চিত যে তোমরা মুবারকের থেকে অনেক দুরে এক অনেক ভালো পরিবেশে বাস করছ।

@_আনামাস: মিশর বিক্ষোভের ১৩ তম দিন। এটা বিপ্লবে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য উৎসর্গকৃত দিন। লক্ষ লক্ষ পুরুষ/নারীর আরেকটি মিছিল সামনে এগিয়ে যাচ্ছে#জান২৫#ইজিপ্ট… শুভ সকাল সারা বিশ্ব।

@হাসান_কোনটি: আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সকলের মুক্তির জন্য যারা শহীদ হয়েছে, তাদের কথা ভুলে না যাই এবং তাদের খুনিদের শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হই। #মিশর#জান২৫#তাহরির।

@বিকেকোয়াদ: বিশ্ব সবসময় #মিশরের শহীদের স্মরণ করবে।#জান২৫। প্রতিবাদকারীরা বিশ্বের বেশির ভাগ এলাকার স্বাধীনতা বয়ে আনবে। তারা সকলেই বীর।

@রেহাবসাকর:#মিশর#জানু২৫।বিপ্লবের শহীদেরা, আমরা যেন জীবিত থাকি, তার নিজের জীবন দিয়েছে।

@তারিকসালামা: #ইজরায়েল এর জন্য বার্তা: এই সব মুখগুলো কি খুনে জনতার মুখ?যারা #জান২৫, তারিখে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে, যা কেবল শান্তির বারতা নিশ্চিত করতে পারে।http://bit.ly/ew6Nyw

@সোকাকারি: রোববারে শহীদদের স্মরণে গণ উপস্থিতি প্রমান করে যে এই বিপ্লব সারা বিশ্বের চেতনার সাথে তরুণ প্রজন্মের সহনশীলতা এবং শ্রদ্ধা অর্জন করেছে।#জান২৫

একই গতিতে চলা সপ্তাহের একটি দিনে বিক্ষোভে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে। তরুণরা যে ভাবে সোনার অক্ষরে তাদের দিনগুলোকে লিখে রেখেছে, সেই বিষয়টিকে ভালোবাসার সাথে স্মরণ করছি।

মিশর সংক্রান্ত আরো সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .