ভিডিও: বিশ্বের ঐতিহ্যবাহী জুতা নির্মাতারা

ছবির মালিক হুগো এস্তেভেস সিসি/বাই

আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেই সব কারুশিল্পী বা কারিগরদের উপর নজর দেব, যারা এখনো মেশিনে নয়, হাতে জুতা তৈরি করে। মেক্সিকো থেকে জাপান পর্যন্ত’ আমরা হাতে তৈরি করা বিভিন্ন ধরনের জুতা, স্লিপার (ঘরের ভেতর পড়ার জন্য বিশেষ পাদুকা) এবং স্যান্ডেল কি ভাবে বানানো হয় তার উপর নজর দেব।

আমাদের যাত্রা শুরু হচ্ছে মেক্সিকো থেকে। রারামুরি ইন্ডিয়ান মানে হচ্ছে যে খুব দ্রুত দৌড়ায় এবং এটি সেই সমস্ত দৌড়বিদদের মনোযোগ আকর্ষণ করে, যারা বিশ্বাস করে ঐতিহ্যবাহী হুয়ারাচেস নামে পরিচিত তারাহুমারাস-এর জুতা পড়ে হাঁটলে, তা তাদের সর্বোচ্চ গতি এনে দেবে এবং প্রতিকূলতাকে জয় করবে।

উপরের এই ভিডিও আমাদের প্রদর্শন করছে, একজন তারাহুয়মারা ইনডিয়ান তার ঐতিহ্যবাহী হুয়ারাচেস-এর ফিতা বাঁধছে। নীচের ভিডিওটি আমাদের প্রদর্শন করছে যে এক নতুন ধরনের হুয়ারাচেরসা স্যান্ডেল তৈরি করা হচ্ছে। এটি করছে নগ্নপদে এই সাইট চালানো ইনভেজিবলশু

জাপানিদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী স্যান্ডেল। নীচে প্রদর্শন করা পর পর কয়েকটি ভিডিও দেখাচ্ছে, কি ভাবে জোরি [জাপানী ভাষায় ], ওয়ারাজি (দ্বিতীয় ভিডিওর দুটি অংশ, এবং নম্বর ভিডিও) এবং গেটা স্যান্ডেল (যা তিন নম্বর ভিডিওর ২.২৮ মিনিট পর থেকে শুরু হচ্ছে) বানাতে হয়।

বিশেষ কাঠের পাদুকা বা ক্লোমপেন বছরের পর বছর হল্যান্ডের নিজস্ব এক পরিচয় এবং প্রতীক হয়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাব কি ভাবে তারা সাধারণ হাত চালানো যন্ত্রপাতি দিয়ে ঐতিহ্যবাহী প্রথায় এই খড়ম তৈরি করছে।

এই ছোট্ট ভিডিওটি আমাদের সিঙাপুরে যে চার ধরনের ঐতিহ্যবাহী পুতির মাধ্যমে স্লিপার তৈরি হয়, তার একটির প্রস্তুতকারককে দেখাচ্ছে:

হাতে কেবল যে ঐতিহ্যবাহী জুতা হাতে তৈরি হয়, তা নয়। যেমনটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাব যে, শ্রীলংকার মুচিরা আধুনিক জুতা তৈরির জন্য তাদের দক্ষতাকে কাজে লাগাচ্ছে:

সর্বশেষ ভিডিও, যা অন্যগুলোর মতই আকর্ষণীয়। এই ভিডিওতে এক বিশেষ ধরনের জুতা প্রদর্শন করা হচ্ছে, যা অনেক ছোট্ট শিশুর স্বপ্ন। এর নাম পয়েন্টে ব্যালেরিনা শু বা ব্যালে নাচের জুতা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .