উইকিলিকস আর থাইল্যান্ড

থাইল্যান্ডের ব্যাপারে উইকিলিকস কি গুরুত্বপূর্ণ বিষয় উন্মোচন করেছে? এই পর্যন্ত সব থেকে যে কৌতুহলোদ্দীপক ব্যাপার পাওয়া গেছে তা হলো রাশিয়ার ব্যবসায়ী আর কথিত অস্ত্র চোরাকারবারী ভিক্টর বাউট যাকে এই বছর যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর আগে থাইল্যান্ডে তার বিচার শুরু হয়েছিল। উইকিলিকস থেকে প্রাপ্ত নথি বাউটের সঙ্গীদের ব্যাপারে আর স্থানীয় থাই কর্তৃপক্ষকে ঘুষ দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিন্তার কথা প্রকাশ করেছে। নীচে উইকিলিকস এর আপলোড করা থাইল্যান্ডের আমেরিকান দূতাবাসের একটি তারবার্তার নমুনা দেখানো হচ্ছে।

ইদানিং ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাউটের xxxxxxxxxx আর রাশিয়ার সমর্থকরা অর্থ আর প্রতিপত্তি ব্যবহার করছেন বিচারের জন্যে স্থানান্তর রোধ করতে। সব থেকে ভয়ঙ্কর উদাহরণ ছিল xxxxxxxxxx এর ভুয়া স্বীকারোক্তি যে বাউট থাইল্যান্ডে ছিলেন সরকার পর্যায়ে সাবমেরিন চুক্তির সময়ে। তাই আমাদের মনে হয়েছে এখন আবার সময় হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই ব্যাপারটি উত্থাপন করা উচিত আর পরিষ্কার করা দরকার, আর আমরা বুঝি যে আইনি ব্যবস্থা নিজ নিয়মে চলবে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। আমরা তারপরেও জোর দিতে চাই যাতে পুরো প্রক্রিয়াটা দূর্নীতি আর অযাচিত প্রভাব মুক্ত থাকে। আমরা সামনের মাসগুলোতে এমন চালিয়ে যাব।

সংবাদের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে, ব্যাঙ্কক পন্ডিত থাইল্যান্ডের উল্লেখ করা সকল গোপন তার বার্তার সারসংক্ষেপ দিয়েছে:

… ব্যাঙ্ককের আমেরিকান দূতাবাস থেকে ২৯৪১টি তারবার্তা আছে আর চিয়াং মাই এর কনস্যুলেট থেকে আরো ২৭৮ – তবে, অন্য স্থানে আর একটু বেশী সংখ্যা বলা হচ্ছে। থাইল্যান্ড সম্পর্কে স্টেট ডিপার্টমেন্টের তারবার্তাও ও এখানে পাওয়া যাবে। এই সকল তারবার্তায় কিছু তথ্য থাকতে পারে যা বিব্রতকর আর উন্মোচিত হওয়ার মতো হবে বিশেষ করে আমেরিকার দুতাবাস কর্মীদের রিপোর্টে যা থাই উর্ধতন কর্মকর্তা আর উচ্চ স্তরের লোকের সাথে সাক্ষাতের পরে তৈরি করা হয়েছে।

থাইল্যান্ডে উইকিলিকস একেবারে নিষিদ্ধ হয়ে যেতে পারে এ চিন্তা করে থাই কেবল নামক ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করা হয় যাতে উইকিলিকসের নথির প্রয়োজনীয় তথ্য প্রকাশ অব্যাহত থাকতে পারে।

আমরা নিষিদ্ধ করাতে বিশ্বাস করিনা আর মনে করি যে থাইল্যান্ডের প্রত্যেকের ইন্টারনেটে পাওয়া যে কোন তথ্য জানার অধিকার আছে, যার মধ্যে উইকিলিকস আছে। এই ব্লগের উদ্দেশ্য এটাই।

থাইল্যান্ড সংশ্লিষ্ট কয়টি কেবল উইকিলিকস এ প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে:

সর্বমোট ২৯৮৫টি ( অন্যান্য সূত্র জানাচ্ছে ৩৫১৬টি) কেবলস যা ব্যাঙ্ককের আমেরিকান দূতাবাস থেকে পাঠানো হয়েছে তা প্রকাশ করা হবে। ১৯৮৯ আর ২০০৪ সালের মধ্যে যদিও মাত্র ৭টি কেবল প্রকাশ করা হবে, ২০০৫ সালে দেখা যায় এই সংখ্যা অনেক বেড়ে গেছে। ২০১০ সালের ফেব্রুয়ারীর শেষ পর্যন্ত গড়ে বছরে ৫৮০টি তারবার্তা পাঠানো হয়েছিল যার মানে দিনে ১টি থেকে ২টি তারবার্তা।

এই তারবার্তাগুলো অনেক বিষয়ের উপর আলোকপাত করে থাকে যেমন অস্ত্র নিয়ন্ত্রণ আর নিরস্ত্রীকরণ থেকে উদ্বাস্তু আর মানবাধিকার বিষয়, গণতন্ত্রীকরণ, মানব পাচার, পরমাণু বিষয়ক, সন্ত্রাসবাদ আর সেনা অপারেশন, বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ সরকারী বিষয়, সৌদি আরব আর থাইল্যান্ডের মধ্যকার সম্পর্ক, বৈদেশিক বিনিয়োগ, ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি রাইটস এমনকি থাই প্রধান মন্ত্রী আর থাই রাক থাই। এমন কি যুদ্ধ অপরাধ, থাই নির্বাচন, গোয়েন্দাবৃত্তি, দূর্নীতি ও রাজনৈতিক দল নিয়ে তারবার্তা প্রকাশিত হবে।

মিউজিংস ফ্রম থাইল্যান্ড উইকিলিকস সম্পর্কে বিদায়ী আমেরিকার রাষ্ট্রদূতের বাণী প্রকাশ করেছে:

আমি এইসব নথীর একটিরও যথার্থতার ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু এতটা বলতে পারি যে যুক্তরাষ্ট্র খুবই দু:খিত এমন সব তথ্যের প্রকাশের ব্যাপারে যেটার উদ্দেশ্য ছিল গোপন থাকা। আর আমরা এর নিন্দা জানাই। কূটনীতিবিদেরা তাদের সহকর্মীদের সাথে খোলামেলা কথা বলবেন এবং আশা করবেন যে এটা গোপন থাকবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .