মালয়েশিয়া: চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে বিলম্বনাধিকার প্রয়োগ

মালয়েশিয়ার সরকার সারা দেশে চিকিৎসা শাস্ত্র বিষয়ক কর্মসূচীর উপর ৫ বছরের মোরাটোরিয়াম বা বিলম্বনাধিকার (ঋণশোধ বিলম্বিত করার জন্য আইনসম্মতভাবে অর্জিত অধিকার বা উভয় পক্ষের সম্মতিতে মুলতবি অথবা বিলম্বকরণ, এখানে মূলত এই খাতে কিছু সময় ঋণ প্রদান বন্ধ রাখা) প্রয়োগ করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে প্রতি বছর সংখ্যায় নয়, গুণগত মানসম্পন্ন ডাক্তার বের হয়ে আসে, কারণ প্রতি বছর মালয়েশিয়ায় ডাক্তারী ডিগ্রিধারীদের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে।
পাগালাভান লেটচুমানানা বিশ্বাস করেন যে কেবল বিলম্বনাধিকার-এর প্রয়োগই যথেষ্ট নয়।

মালয়েশিয়া বর্তমানে চিকিৎসা শাস্ত্র শিক্ষা প্রদান করা হয়, এমন স্কুলের সংখ্যা অনেক এবং আরো বেশি টাকা পকেটে ভরার জন্য তারা ছাত্রের সংখ্যা বাড়িয়েই যাবে। আর এর ফলে দেশে ডাক্তারের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে। আমি মনে করি এটা বিশেষ করে পিতামাতাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের বোঝা উচিত আগামী ২-৩ বছরের মধ্যে ডাক্তারী শাস্ত্র আর নিশ্চিত জীবনের নিশ্চয়তা প্রদান করতে পারবে না। আমি সত্যিই আশা করব যে, পিতামাতা এবং ছাত্ররা ডাক্তারী শাস্ত্র পড়ে নিজের জীবনকে গৌরবান্বিত করার কথা ভাবা বন্ধ করবে।

পিলোকারপাইন একই রকম আবেগ প্রদর্শন করছেন:

পাঠ করার পর, আমি এই বিষয়টি খেয়াল না করে পারিনি যে, কাগজে বর্ণনা করা হয়েছে রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া অথবা ভারতের ডাক্তাররা অনেক নিচু শ্রেণীর, কারণ আমার স্বল্প সময়ে পেশাগত জীবনে এইসব তরুণ ডাক্তারদের সাথে কাজ করার সময় আমি বেশ কিছু ডাক্তার দেখেছি, যারা ওই সমস্ত দেশ থেকে ডাক্তারী বিদ্যা লাভ করেছে, যাদের জ্ঞান, উদ্যম এবং অংশগ্রহণ স্থানীয়দের তুলনায় অনেক বেশী। যদি ওই সমস্ত দেশের চিকিৎসা মহাবিদ্যালয়গুলোর মান শুরু থেকে নীচু শ্রেণীর হয়, তাহলে কি ভাবে তা আমাদের উচ্চ শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভের যোগ্যতা অর্জন করে?

মেডিসিন মালযেশিয়াও একই ভাবে বিশ্বাস করে যে কেবল বিলম্বনাধিকার যথেষ্ট নয়, এবং চিকিৎসা বিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ছাত্রের গুণগত মান বৃদ্ধির জন্য সেগুলোর সংস্কার প্রয়োজন।

চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে নম্বর অর্জনের বিষয়টি আরো কঠোর হওয়া প্রয়োজন এবং সেখানে এক উচ্চ লক্ষ্যমাত্রা স্থাপন করা দরকার। শিক্ষাবিদদের মনোযোগ এই দেশের প্রতি আকর্ষণ করা প্রয়োজন এবং বর্তমানে যারা রয়েছে, তাদের একইভাবে রেখে দেয়ার ক্ষেত্রে সমান গুরুত্ব প্রদান করতে হবে। এটাই হচ্ছে সেই বাস্তবতা যা আমরা আমাদের সম্মানিত স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। পাচ বছরের এক মোরাটোরিয়াম কেবল এক হাঁটুর কম্পনের প্রতিচ্ছবি, এমন এক সমস্যা, যাকে পরিষ্কারভাবে আরো বিস্তারিতভাবে জানা প্রয়োজন।

তবে আলেক্স ট্যাঙ স্বস্থি লাভ করেছেন এই কারণে যে, অনেক বেশি পরিমাণ ডাক্তার পাস করে বের হতে থাকার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে, সে সম্বন্ধে কর্তৃপক্ষ জ্ঞাত রয়েছে, যদি তিনি অনুভব করেন, এই ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে।

ইতোমধ্যে প্রতি বছর দেশের ২৪ টি চিকিৎসা মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীরা ডাক্তারী পাশ করে বের হয়ে আসছে। অন্যদিকে অন্য অনেক ছাত্র বিদেশের চিকিৎসা মহাবিদ্যালয় পড়েছে, যারা শীঘ্রই পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবে। এ কারণে মালয়েশিয়ায় শীঘ্রই উপচে পড়া ডাক্তারের কারণে প্রয়োজনের চেয়ে বেশী ডাক্তারের বিষয়টি বাস্তবতায় পরিণত হবে। এরপরেও আমি দেখতে পাচ্ছি, মালয়েশিয়ার সব জায়গায় অভিভাবকরা তাদের সন্তানদের ডাক্তারিবিদ্যা পড়ার জন্য অনুরোধ করছে।

এটা পরিষ্কার যে, এই বিষয়টি বেশির ভাগ মালয়েশীয় নাগরিক সমর্থন করছে না, এবং প্রথম অবস্থায় সমস্যা সৃষ্টির জন্য অনেকে এমন কি সরকারকে দোষী করছে। ব্লগার ড:. এইচএসইউ এ রকম এক মনোভাব প্রকাশ করেছেন

বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত ডাক্তারের অভাবের কারণে দৃশ্যত ব্যাঙের ছাতার মত চিকিৎসা মহাবিদ্যালয়ের জন্ম হচ্ছে। এর অন্যতম কারণ সরকারি খাতে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত চাকুরী করার পর তারা অবসর নেয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের বেশী বেতনের চাকুরীতে যোগ দেয়।

বিশ্বের বেশীর ভাগ দেশে, যৌক্তিক ব্যাপার হচ্ছে বেসকারি পর্যায়ে ডাক্তারীদের চাকুরীতে যোগ দানের মত মেধা পাচারের কারণকে প্রতিরোধ করার জন্য, এর কারণ বের করার চেষ্টা করা হয়, কেন ডাক্তাররা সরকারি চাকুরির মায়া পরিত্যাগ করছে। এরপর তাদের বেতনের বিষয়টি ঠিক করার চেষ্টা করা হয়, এবং এর মাধ্যমে তাদের চাকুরীতে রেখে দেবার চেষ্টা করা হয়। আমি এই বিষয়টিকে বলি ‘সাধারণ যুক্তি’।

মালয়েশিয়ার ক্ষেত্রে এই ঘটনার সমাধান, অন্য অনেক তৎক্ষণাৎ ভাবে সারা কাজের মত, তারা সাধারণ যুক্তিকে গ্রহণ করবে না, তার বদলে বল প্রয়োগ করে এর সমাধান করবে।

যদি ডাক্তাররা সরকারি চাকুরীতে থাকতে না চায়, তাহলে সরকার মালয়েশিয়া ডাক্তারে ভরে দেবে। কাজেই এখানে ধরে নিতে হবে মালয়েশিয়ার নিজস্ব যুক্তির সাথে যেতে হবে। চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করা এবং ডাক্তারদের প্রশিক্ষণ প্রদান করা যে অনেক ব্যয়সাধ্য ব্যাপার, তাতে কিছু আসে যায় না।

যদি যথেষ্ট পরিমাণ ডাক্তার বের হতে থাকে, তাহলে বাজার ডাক্তারে ভরে যাবে এবং এর ফলে ডাক্তারদের আর সরকারি চাকুরীতে থেকে যাওয়া ছাড়া গত্যন্তর থাকবে না।

মালয়েশিয়ার অন্যতম প্রধান সংবাদপত্র দি স্টারের সংবাদে এই বিষয়টি নজরে এসেছে যে, সরকার পাঁচ বছর চিকিৎসা মহাবিদ্যালসমূহে এক বিলম্বনাধিকার প্রয়োগ করেছে।

এই প্রবন্ধে যে থাম্বনেইল ছবি ব্যবহার করা হয়েছে তা ফ্লিকারের প্যাসিফিক নর্থওয়েস্ট ইউএসসিজির পাতার, এটি সিসি লাইসেন্স এট্রিবিউশন ২.০ জেনেরিক এর অধীনে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .