জর্ডান: উইকিলিকস-এর “কেবলগেট” কিছু প্রশ্ন উত্থাপন করেছে

United States Embassy in Amman, Jordan

জর্ডানের আম্মানে আবস্থিত যুক্তরাষ্ট্রে দূতাবাস। ছবি ফ্লিকারের আমেরনের। (সিসি-বাই)

সম্প্রতি উইকিলিকস-এর প্রকাশিত তথ্য, যা কেবলগেট নামে পরিচিত তা জর্ডানের কর্মকর্তার উদ্ধৃতি প্রকাশ করেছে, একই সাথে তা আম্মানে অবস্থিত যুক্তরাস্ট্র দূতাবাসের বিশাল সংখ্যক কেবেল বা তারবার্তা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে জর্ডানের টুইটারকারীরা আওয়াজ তোলা এই সাইটের সাম্প্রতিক ফাঁস করা তথ্য নিয়ে নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

ইয়ানালজো লিখেছে: :

বিস্ময়কর: আম্মানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস, ৫ বৃহত্তম শ্রেণীবদ্ধ#কেবেলগেট নথি সরবরাহকারী#জো#উইকিলিকস

আরজেউইন্ডি একই রকম এক অবিশ্বাসের মধ্যে দিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছে:

এটা এখন নিয়ন্ত্রণের বাইরে! উইকিলিকসের তথ্য, #জর্ডান#জো#উইকিলিকসএইচটিটিপি://বিআইটি.এলওয়াই/ইএমজিসি১৮এইটিটিপি://বিআইটি.এলওয়াই/জি৮কেজেএক্সএস/এইচটিটিপি://বিআইটি.এলওয়াই/ইকেজিজেডপিআর

সে বলেই চলেছে:

উইকিলিকসের গ্রহণযোগ্যতার ব্যাপারে প্রশ্ন করে কি আমি ভুল করেছি#উইকিলিকস? আমি মনে করি এটা অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা কি অপরিণত অবস্থায় এর সমালোচনা করছি?#জর্ডান#জো

ফেরাস রাইয়ান তার ঠিক এর বিপরীতে অবস্থান নিয়েছে, সে লিখেছে:

ঠিক আছে..#কেবেলগেট এক ধাক্কা প্রদান করে, কিন্তু, আমি যা পড়েছি তাতে আমি ধাক্কাও খাইনি আর বিস্মিত হইনি। এর কোনটাই #মিডইস্ট#মধ্যপ্রাচ্যের কোন সংবাদে নেই#জো

বেশ কিছু ধারাবাহিক টুইটে জেফি সামি তার প্রতিক্রিয়া প্রদান করেছে:

জর্ডানের অনলাইন প্রচার মাধ্যমের জন্য লজ্জার বিষয়, তারা #উইকিলিকসের ঘটনার উপর ঝাঁপিয়ে পড়েনি। আমি সত্যিই আরো বেশি জানতে আগ্রহী যে সংসদের প্রধান কে।

সে ক্রমাগত বলেই চলেছে:

#জর্ডান উইকিলিকসে পরিশীলিত কণ্ঠস্বর হিসেবে এগিয়ে রয়েছ#উইকিলিকস। অন্য সব আরব রাষ্ট্রের মত নয়, তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরুদ্ধে।

টুইটাকারী স্ক্যায়েরাফেসজো যোগ করেছে:

আপনি কি মনে করেন#কেবেলগেট#উইকিলিকস আরব রাজনীতির চেহারা পাল্টে দেবে?

এবং সে তার নিজের প্রশ্নের উত্তর নিজেই প্রদান করেছে:

#কেবেলগেট#উইকিলিকস যদি আর কিছু না করে, সে অন্তত কিছু, আরব শাসক এবং নেতাদের নপুংসকতাকে তুলে ধরেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .