পামেলা জ্বরে আক্রান্ত ভারত

পামেলা এন্ডারসন, ফ্লিকার ব্যবহারকারী লন্ড্রি বোর্ড এর সৌজন্যে প্রাপ্ত ছবি, ক্রিয়েটিভ কমন্স বাই-এনসি-এডি লাইসেন্সের আওতায় ব্যবহৃত

হলিউডের অভিনেতা এবং মডেল পামেলা এন্ডারসন সম্প্রতি টুইটারে সবচেয়ে বেশী আলোচিত বিষয়বস্তুতে পরিণত হয়েছেন কারন তিনি ভারতে “বিগ বস” নামক এক সরাসরি টিভি অনুষ্ঠানে (রিয়েলিটি শো) অংশগ্রহনের নিমিত্তে এসেছিলেন, যে অনুষ্ঠানটি হলো “বিগ ব্রাদারের” ভারতীয় সংস্করণ। মুম্বাই বিমানবন্দরে উন্মত্ত ভক্তকুল কর্তৃক সরব অভ্যর্থনার মুখোমুখি হলে তিনি উদ্ভ্রান্ত হয়ে ওঠেন কারন ভক্তরা ক্রমাগত তার গা স্পর্শ করছিল ছবি তোলার জন্য কিংবা অটোগ্রাফ নেয়ার জন্য। ভারতীয় তথ্য মাধ্যমও জোড়ালো চেষ্টা চালাতে থাকে তার প্রতিটি পদক্ষেপ ধারণ করার জন্য, তার মধ্যে ছিল তার পোষাক ও শুভেচ্ছা প্রদান থেকে শুরু করে সে যা খাচ্ছিল তাও প্রচার করা। ভারতীয় অন্তর্জালের বাসিন্দারা পামেলা সম্পর্কে ভারতীয়দের ধারনার উপর আলোকপাত করেছে।

র‍্যানডম থটস অফ আ ডিমেন্টেড মাইন্ডগ্রেটবংগ একটি উত্তেজনাপূর্ণ পোষ্ট করেছে:

’৯০ এর দশকে বেড়ে ওঠা বেশীরভাগ ভারতীয় পুরুষ কল্পনা করত এমন দিনের যে দিন তারা পামএলা এন্ডারসনকে বউ বানিয়ে বাড়ি নিয়ে যাবে— তার মঙ্গলসূত্র স্তিমিত আলোতেও প্রজ্জ্বলিত, সে তার লাল বেওয়াচ বিকিনি রঙের শাড়িতে পুরো লাজুকভাবে গৃহে প্রবেশ করছে হাতে এক গ্লাস দুধ নিয়ে।

এবং তার সে অবনত হয়ে আমাদের পা ছুঁচ্ছে। মানে নিদেনপক্ষে ঝুঁকছে।

কিন্তু আমরা জানি এটা নিছক একটা কল্পনা মাত্র। তার উপর, পামেলা এন্ডারসন আদৌ কেনো ভারতে আসবে যেখানে তার কাছেই আছে দৌড়ঝাঁপ আনন্দ করার জন্য ক্যালিফোর্নিয়ার রৌদ্রজ্জ্বল বীচ? এরও উপর, তেইশ পর্যন্ত গুনন এর নামতা আবৃতি করার ক্ষমতা সম্পন্ন আমরা ভারতীয় পুরুষ কি করলাম, তাকে প্রস্তাব দিতে লাগলাম যাতে সে টমি লি এবং কিড রক কে ছেড়ে দেয়?

এই ব্লগার আরও বলছিল:

ভালো এখন সে আছে। এবং যদি পুনরায় কোন প্রমান দরকার না হয় কেনো ভারত দ্যুতি ছড়াচ্ছে, তখন কেউ আর খুঁজবে না সেই সত্য যে অবশেষে আমরা তাকে পেতে সক্ষম হয়েছি, স্বশরীরে। সুতরাং কি যায় আসে এখন তার দাঁত কিঞ্চিৎ দীর্ঘ হলো কি না এবং তার বক্ষবর্ধন ইম্প্লান্টস হয়তো বা মেয়াদোত্তীর্ণ হয়েছে কি না? যে যাই বলুক, যদি আমরা ভারতীয়রা কোন হীন চুক্তিতে না যেতে চাই, কে যাবে?

পামেলা অবশ্য ইতিমধ্যে ভারতে তার আগমনের পর উত্তেজনার ঢেউ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে তার সাদা শাড়ী পড়া উপস্থিতিতে (যা এখানে দেখা যাচ্ছে), এবং ভারতীয় সম্প্রচার মন্ত্রনালয় রিয়েলিটি শো বিগ বস (সাথে আরও একটি) সন্ধ্যার সময় প্রচার নিষিদ্ধ ঘোষনা করে আরও বেশী নাটকের অবতারণা ঘটিয়েছে। এ বিষয়ে সন্তোষ কে. চৌধুরী প্রতিবেদন করেছে:

সম্প্রচার মন্ত্রনণালয় আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা অনুসারে কালারস (টিভি চ্যানেল) এর বিগ বস এবং ইমাজিন (টিভি চ্যানেল) এর রাখি কি ইনসাফ অনুষ্ঠান সব ধরনের দর্শকের জন্য যোগ্য নয় এবং সে কারনে চ্যানেলগুলোকে এই সকল শো কেবলমাত্র রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে প্রচার করতে হবে এবং এর সাথে একটি সতর্ক বাণী যুক্ত করতে হবে যাতে বলা থাকবে এটা শিশুদের জন্য উপযুক্ত নয়, পিতামাতার খেয়াল আবশ্যক।

ভারতীয় টুইটার ব্যবহারকারীরা তাদের মতামত জানাতে একটুও দেরী করেনি:

আইসুভিজ্ঞা: : আমার মনে হয় পামেলা তার লাগেজ হারিয়ে ফেলেছিল, সম্ভবত সে কারনেই সে একটি কাপড়ের টুকরো কেবল গায়ে জড়িয়েছিল!#বিবি৪ সাকস

ফিলেভ্যাম্পায়ার: #বিগবস কে শেষ রাতের প্রদর্শনী সময়ে কোন দেশী কেবলে স্থানান্তর করে দেয়া উচিৎ। এটা অশ্লীল, বোকামি এবং পামেলা এন্ডারসনের আগমন বিষয়টা খুব সস্তা ধরনের, কোমল পর্ণ ছবি

রোহসুদা: বিগবসে কোন উলঙ্গ পনা এবং অশ্রাব্য শব্দ উচ্চারণ নেই তবে কেনো সময় পরিবর্তন করতে হবে? সমর্থন # বিগবস

হুইসেলপদু: ওবামার প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা আমেরিকানদের চাকুরী দেয়া শুরু করেছি…পামেলা হচ্ছে প্রথম চাকুরী প্রাপ্ত #বিগবস

সোনামপাওয়ার৮৫: রিটুইট @প্রীতিস্যান্ডি: বিগ বস এবং রাখি কা ইনসাফ জোরপূর্বক রাত ১১টার পরে সম্প্রচারের জন্য পাঠানো মাধ্যমে আসলে সরকার এটা নিশ্চিত করল যে শিশুরা যাতে এসকল অনুষ্ঠান দেখার জন্য রাত জেগে থাকে।

সৌরভ_আরবিঃ ওদিকে মুম্বাইয়ের উচ্চ আদালত আইএন্ডবি মন্ত্রনালয়ের #বিগবস রাত১১ টার স্লটে সরানোর আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে।

গ্রেটবঙ্গ এর পোষ্টে মন্তব্যকারী মায়াঙ্ক শর্মা হয়তো সবচেয়ে ভালো ভাবে মূল যুক্তিটি পেশ করেছে:

তাকে পাওয়াটা কোন প্রাপ্তি নয়। এটা একটা সহজ ব্যবসায়িক চুক্তি – ২.৫ কোটি রুপি (আনুমানিক ৫৫০,০০০ আমেরিকান ডলার) দেয়া হচ্ছে ৩ দিন এর জন্য…কিন্তু আমরা তার উপর উন্মাতাল হয়ে উঠছি যেমন আমরা ওবামাকে নিয়ে হয়েছিলাম…এটা উপনিবেশিক আবেশ, মন্যতা মানস সমস্যা…এটা তাই যে নামই দেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .