বিশ্ব: পৃথিবীতে এক দিন – ১০/১০/১০ তারিখ

পৃথিবীতে এক দিন প্রকল্প শুরু হতে একদিন মাত্র বাকি, এই দিন যেদিন সারা বিশ্বব্যাপী মানুষ সারা দিন ব্যাপী ভিডিও রেকর্ড করে প্রকাশ করবেন এবং তারা একটি ডকুমেন্টারি ছবির অংশ হবেন যা মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতাগুলো দেখাবে।

বিশ্বব্যাপী অনেক লোক নিবন্ধন করেছেন এই অভিজ্ঞতায় অংশ নিতে, এবং অনেকে শুরু করেছেন বা অংশ নিচ্ছেন এই প্রকল্পকে ঘিরে ৪৯৫টি দল বা সমাজের কার্যক্রমে। এই দলে আছেন ভবিষ্যৎ পিতা-মাতা, ১০/১০/১০ তারিখে যারা বিয়ে করছেন, শিক্ষকেরা এবং একটি নির্দিষ্ট দেশ বা এলাকা ঘিরে বিভিন্ন দল। এপর্যন্ত প্রায় ১০,০০০ লোক নিবন্ধন করেছেন এবং বেশ কিছু দেশ আছে যেখান থেকে অনেক কম লোক এতে অংশ নিচ্ছেন। এই প্রকল্পের উদ্যোক্তারা সেই সকল দেশগুলোর লোকদের আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তারা নিজেরা বা তাদের পরিচিতদের বলে এই অভিজ্ঞতায় সামিল হতে।

তাদের প্রচারণামূলক ভিডিওতে এই দিনব্যাপী কার্যক্রমের ভিডিওটি কেমন হবে তার কিছুটা নমুনা দেয়া হয়েছে। এবং এই সকল ভিডিও সম্পাদনা করে একটি চলচ্চিত্র বানানোর কাজটি কেমন হবে তা হয়ত অনেকে অনুমান করতে পারবেন।

এই অনুষ্ঠানে অংশ নেবার নিমিত্তে নিবন্ধন করার জন্যে এখনও সময় আছে এবং মোশনগ্রাফার ব্লগের ম্যাট ল্যাম্বার্ট এ সম্পর্কে জানাচ্ছেন:

এই প্রকল্পের ফলাফল হবে একটি ভিডিওর আর্কাইভ অর্জন যা সকলের কাছে প্রকাশিত হবে (উদ্ভাবনমূলক ও শিক্ষা খাতে অবাণিজ্যিক ব্যবহারের জন্যে ডাউনলোড করা যাবে)। এর সাথে আরও পাওয়া যাবে একটি চলচ্চিত্র, ভিডিও নির্মাতাদের একটি কমিউনিটি এবং অনেক উদ্দীপ্ত নাগরিক যারা এই অনুষ্ঠানকে ব্যবহার করে তাদের বিশ্ব পরিচয় খুঁজে পাবার চেষ্টা করবেন।

এই পরবর্তী ভিডিও অংশে, পাওয়া যাবে ১০/১০/১০ তারিখে এক মিনিটের ভিডিও আপলোড করার জন্যে প্রয়োজনীয় সমস্ত তথ্য। তাই এই সুযোগ হেলায় হারাবেন না!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .