মেক্সিকো: অতিবৃষ্টি ভেরাক্রুজ আর টাবাস্কোতে বন্যার সৃষ্টি করেছে

মেক্সিকো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন আক্রান্ত। মেক্সিকোর সংবাদপত্র মিলেনিও [স্প্যানিশ ভাষায়] নিশ্চিত করেছে যে ভেরাক্রুজ আর টাবাস্কো প্রদেশ বন্যাক্রান্ত হয়েছে এবং ২৫০০০ এর বেশী লোককে তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ‘তেমাজকাল’ এবং ‘সেরো দো অরো’ ড্যাম দুটি উপচে পানি আসতে পারে আরও বৃষ্টি হলে।

টুইটার ব্যবহারকারীরা তাদের দেশের এই অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, যেমন মারিসল মনতুফার (@হেরেইসমারিসল) লিখেছেন:

Viviendo sentimentos encontrados, amo la lluvia pero es una verdadera pena lo que esta pasando en #Tlacotalpan

খুব চাপ অনুভব করছি, আমি বৃষ্টি ভালবাসি কিন্তু #টিলাকোটালপানে যা হচ্ছে তা সত্যি অনুকম্পাযোগ্য।

নিকতে টাপিয়াকিম (@নিকতে টাপিয়াকিম) এই পরিস্থিতির তুলনা করেছেন হাইতির ভূমিকম্পের সাথে:

Cuando lo de Haiti, camiones y camiones llenos de ayuda, y ahora que nosotros la necesitamos no hay!!! #veracruz #lluvias #inundacion

যখন হাইতিতে [ভূমিকম্প] হয়েছিল ট্রাকের পর ট্রাক সাহায্য এসেছিল, এবং যখন আমাদের সেরকম সাহায্য দরকার, এখানে কিছু পরিমাণেও সাহায্য অনুপস্থিত #ভেরাক্রুজ #লুভিয়াস #বন্যা

সংবাদ মাধ্যম প্রেন্সা ল্যাটিনা বলেছে যে অর্থনৈতিক ক্ষতি আশার চেয়েও বেশী: “মেক্সিকোর কর্তৃপক্ষ জানাচ্ছে যে অতিবৃষ্টির ফলে বন্যায় কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে ভেরাক্রুজ প্রদেশের ২৫টি মিউনিসিপালিটির দরকার ১৩১ মিলিয়ন ডলার।”

গত সপ্তাহে উপস্থিত জনতার চাপের মুখে তাদের সাথে সংহতি প্রকাশ করতে রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজ প্রদেশের টিলাকোটালপান অঞ্চলে বন্যায় ডোবা রাস্তার মধ্যে দিয়ে এক কিলোমিটার হেঁটে গেছেন। এল ইউনিভার্সাল পত্রিকার মতে কোন কোন রাস্তায় পানির উচ্চতা ১ থেকে ১.৫ মিটারে দাঁড়িয়েছে।

মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজের বন্যাপীড়িত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।

মেক্সিকোর রাষ্ট্রপতি ফেলিপ কালডেরন ভেরাক্রুজের বন্যাপীড়িত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী গোবিয়ের্নো ফেডেরাল, ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন-নন কমার্শিয়াল-শেয়ার এলাইক লাইসেন্সের আওতায় ব্যবহৃত।

টুইটারে কালডেরনের এই ভ্রমণ সম্পর্কে আলোচনা হয়েছে। ম্যানুয়েল (এমডিজিও৮০) জানিয়েছেন:

Dicen que el agua en #Veracruz no supera los 30 cms, lo midieron con las rodillas de #Calderón

তারা বলে যে ভেরাক্রুজে পানি সাধারণত ৩০ সেন্টিমিটারের উপরে যায় না, তারা কালডেরনের হাঁটু দিয়ে তা মেপেছে।

কিছু টুইটার ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছে যে কালডেরন দুর্গতদের সাথে সংহতি প্রকাশ করতে নয়, মিডিয়াকে দেখাতে এমন করেছেন। মারিও ভাজকুয়েজ (@এমমারিও ভাজকুয়েজ) লিখেছেন:

¿A que fué Felipe Calderon a Veracruz? R= a tomarse la foto

ফেলিপ কালডেরন কেন ভেরাক্রুজে গিয়েছেন? উত্তর = ছবি তোলার জন্যে।

কিন্তু প্যাশিকলের (@প্যাশিকল) ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে:

Esta Enderezando el Rumbo Calderon, Agarra a la Barbie y se Mete al Agua en Veracruz a las Calles Inundadas, No Kiere Perder la Presidencia

কালডেরন তার পথ পরিষ্কার করছে, তিনি মনোযোগ আকর্ষণ করেছেন এবং ভেরাক্রুজের বন্যাক্রান্ত রাস্তার মধ্যে দিয়ে হেটে গিয়েছেন। তিনি রাষ্টপতির পদ ছাড়তে চান না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .