অ্যাঙ্গোলা: ‘অ্যালাম্বামেন্তো’ আর বিবাহের ঐতিহ্য

অ্যাঙ্গোলাতে খুব পোক্ত একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে বিয়ের জন্যে কনের পরিবারের সম্মতি চাওয়া নিয়ে, যার নাম অ্যালাম্বামেন্তো। অনেকে এটাকে আইনগত বা ধর্মীয় বিয়ের থেকেও বেশী গুরুত্বপূর্ণ মনে করেন। অ্যালাম্বামেন্তোর ঐতিহ্যের মধ্যে ধারাবাহিক কিছু আনুষ্ঠানিকতা আছে, যেমন কনের হাত প্রার্থনা করে চিঠি দেয়া, যার সাথে মাঝে মাঝে অর্থ দেয়া থাকে।

বধু, ছবি টেটো দে এস্ত্রেলাস এর সৌজন্যে

হবু কনে, ছবি টেটো দে এস্ত্রেলাস এর সৌজন্যে

মুক্সিমা এন’গোলা ব্লগে এই অনুষ্ঠানের বিস্তারিত ব্যাখ্যা আছে:

Quando o jovem casal de namorados decide casar, é necessário ter o aval da família da noiva e isso só é possível se, durante o pedido, toda a gente estiver de acordo em que o casamento se concretize. O jovem casal marca o dia do pedido. Esse dia é marcado pelos tios da noiva, pois é necessário reunir toda a família e é entregue uma lista contendo o que o noivo tem de conseguir reunir até ao dia do pedido.

কোন তরুণ জুটি যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন কনের পরিবারের সম্মতি নেয়া জরুরি আর এটা তখনি সম্ভব যখন, অনুরোধের পরে, সকলে সম্মত হন যে বিয়েটা হতে পারে। তরুণ জুটি প্রথমে অনুমতি চাওয়ার দিন ঠিক করেন। এই তারিখ কনের মামা ও খালার সাথে পরামর্শ করে ঠিক করা হয় কারন পুরো পরিবারের একত্র হওয়া প্রয়োজন আর বরকে একটা তালিকা দেয়া হয় যে সব জিনিষ তাকে আনতে হবে অনুরোধের দিনের আগে।

তালিকায় বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে আর জিনিষগুলো সাধারণত সবার জন্য এক হওয়া সত্ত্বেও, মানের পার্থক্য হতে পারে পরিবারের উপরে নির্ভর করে, যা সেই ব্লগে ব্যাখ্যা করা হয়েছে।

O dia do pedido está marcado e o noivo parte em busca de todo o material para que no dia não falte nada. E o que está nessa lista? Primeiro é um envelope com dinheiro. 300, 400, 500 USD, depende do que o tio estipular. A altura da noiva em grades de cerveja, a altura da noiva em paletes de sumo ou coca-cola, um cabrito, um fato para o tio e uns sapatos para a mãe.

অনুরোধের তারিখ ঠিক করা হয় আর হবু বর বের হয় সব জিনিষ খুঁজে বের করতে যাতে সেই দিন কিছুর কমতি না পড়ে। আর তালিকায় কি আছে? প্রথমে টাকা ভরা একটা খাম। ৩০০, ৪০০, ৫০০ মার্কিন ডলার, মামা কি ঠিক করেছেন তার উপরে নির্ভর করে। কনের উচ্চতার উপরে কয় কেস বিয়ার, কোকো কোলা বা জুস, একটা ছাগল, মামার জন্য একটা স্যুট আর মার জন্য জুতা।

ট্রে এঙ্গোলান্ডো ব্লগ অ্যালাম্বামেন্তো রীতি সম্পর্কে আরো বর্ণনা করে বরকে দেয়া তালিকার গুরুত্ব উল্লেখ করে:

Trata-se de uma lista elaborada pelos tios, onde consta uma relação de coisas que o noivo tem de “comprar” para oferecer à família da noiva, como indemnização pelos gastos feitos com ela desde o seu nascimento até ao dia do casamento. Basicamente é um dote que representa um bem valioso porque quanto maior o pagamento, maior prestigio terá a noiva.

মামারা এই তালিকা তৈরি করেন, যেখানে বরকে কি কি জিনিষ কিনতে হবে তার একটা তালিকা থাকে যা কনের পরিবারকে দিতে হবে, যা দেয়া হয় তার জন্ম থেকে বিয়ে পর্যন্ত তাকে বড় করতে তার পিছনে যা খরচ হয়েছে তার জরিমানা হিসাবে। আসলে এটা যৌতুক যা মুল্যবান সম্পদের রুপ নেয় কারন অর্থ যতো বেশী হবে, কনের সম্মান ততো বেশী।
Oবিয়ের উপহার, ছবি টেটো দে এস্ত্রেলাস এর সৌজন্যে

বিয়ের উপহার, ছবি টেটো দে এস্ত্রেলাস এর সৌজন্যে

কনে যদি গর্ভবতী হয়, উপরে উল্লেখিত মূল্য অনেক বেড়ে যায়, ট্রে এঙ্গোলান্ডো অনুসারে:

Este valor pode ainda ser superior, caso o noivo tenha saltado a janela. Saltar a janela significa que a noiva engravidou antes do casamento e claro, é justo que o pedido seja reforçado. Quando chega o dia do pedido, os familiares do noivo juntam-se à família da noiva, fazem-se as apresentações e procede-se ao pedido de casamento.

এই উপহারের মূল্য আরো বেশী হতে পারে, যদি বর ‘জানালা দিয়ে লাফ দিয়ে থাকে’। জানালা দিয়ে লাফ দেয়া মানে কনে বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়েছে – তাহলে সেই অনুরোধ আরো শক্তিশালী হতে হবে। অনুরোধের দিন আসলে, বরের পরিবারকেও কনের পরিবারের সাথে একত্র হতে হবে এবং নিজেদের পরিচিতি দিয়ে বিবাহের অনুরোধ জানাতে হবে।

রীতি এভাবেই পালিত হতে হয়, মু্ক্সিমা এন’গোলা ব্লগ অনুসারে:

Quando chega o dia, a família do noivo (pai, mãe, tio, tia, irmãos) vai a casa da noiva e o tio da mesma, como se de um juiz se tratasse, apresenta toda a gente e informa de que se vai dar início ao pedido de casamento. Os pais da noiva convidam os pais do noivo a entrar e o tio dá início à leitura do pedido apresentado pelo noivo. Se o pai da noiva concordar com o pedido, o noivo terá de ir buscar o alambamento ou seja, aquela lista de coisas que juntou. O alambamento é apresentado e se tudo for cumprido é feita uma reunião para acertar a data do casamento e outros detalhes de natureza logística. Posto isto, canta-se e dança-se (não é por acaso que aparecem as grades de cerveja e de coca-cola na lista).

দিন ঘনিয়ে আসলে, বরের পরিবার (বাবা, মা, চাচা, ফুপু, ভাই আর বোন) কনের বাড়িতে যায়, আর কনের মামা, যেন সে একজন বিচারক, সকলের পরিচিতি করান আর জানান যে তারা বিবাহের অনুরোধ করতে পারেন। কনের বাবা মা বরের বাবা মা কে বাড়িতে প্রবেশ করতে অনুরোধ করেন আর মামা বরের দেয়া অনুরোধ পড়তে থাকেন। কনের বাবা যদি এই অনুরোধে সম্মত হন, তাহলে বরকে ফিরে গিয়ে অ্যালাম্বামেন্তো আনতে হবে, অন্য কথায়, তালিকার জিনিষগুলো দিতে হবে। অ্যালাম্বামেন্তো দেয়ার পর আর সব কিছু সম্পন্ন হলে একটা মিটিং করা হয় বিয়ের দিন আর অন্যান্য বৈষয়িক জিনিষ ঠিক করতে। এটা শেষ হলে, নাচ গান হয় (এটা হঠাৎ কোন বিচ্ছিন্ন ঘটনা না যে তালিকায় বিয়ার আর কোকো কোলা চাওয়া হয়)।

এই দিন থেকে, সব কিছু ঠিক মতো চললে, এই যুগল স্বামী স্ত্রী হয়ে যায়। বিবাহ অনুষ্ঠানে পৌঁছে, কিছু যুগল বিবাহ করেন ঐতিহ্যবাহী পোশাক পরে আর কেউ কেউ পছন্দ করেন বিখ্যাত স্যুট আর টাই পড়তে ঐতিহ্যবাহী সাদা পোশাক পরে। টেটো দে এস্ত্রেলাস ব্লগের লেখিকা ডেবোরাহ সিসিলিয়া জানিয়েছেন যে তিনি একটা বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন দেশের উত্তরে কাবিন্দাতে:

No dia do casamento a mulher se veste com um fato, uma roupa típica do país, e o homem se veste com uma camisa social, terno e gravata. Antes de começar a noiva aparece debaixo de um pano, para testar se o marido a reconhece de verdade.

বিবাহের দিনে কনে একটি পোশাক পরে, দেশের ঐতিহ্যবাহী পোশাক, আর পুরুষ বোতাম লাগানো শার্ট, স্যুট আর টাই পরে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, কনে এক টুকরো কাপড়ের তলা থেকে বের হয়, পরীক্ষা করতে যে স্বামী তাকে ঠিক মতো চিনতে পারে কিনা।
বিয়েতে ঐতিহ্যবাহী নাচ - ছবি টেটো দে এস্ত্রেলাস ব্লগের সৌজন্যে

বিয়েতে ঐতিহ্যবাহী নাচ – ছবি টেটো দে এস্ত্রেলাস ব্লগের সৌজন্যে

বিবাহ সম্পন্ন হলে এর পর নাচগান হয়, তা না হলে অ্যাঙ্গোলাবাসীরা পার্টির জন্য এতো বিখ্যাত হতো না। যথেষ্ট খাদ্য আর পানীয় অতিথিদের দেয়া হয়, যার সাথে সব সময় ভালো অ্যাঙ্গোলার সঙ্গীত থাকে।

এই ঐতিহ্যের পূর্বেকার মতো জৌলুশ আর নেই; অ্যালাম্বামেন্তো অ্যাঙ্গোলার সংস্কৃতির শক্তিশালী অংশ হওয়া সত্ত্বেও সত্যি হচ্ছে এটা কম ব্যবহার করা হচ্ছে। আধুনিকতার সাথে সাথে, কেবলমাত্র অ্যাঙ্গোলাতেই না, বলেছেন মোজাম্বিকের ব্লগার স্যান্ড্রা ফ্লোসি তার মোসানব্লগে যে অ্যালাম্বামেন্তোর ঐতিহ্য কিছু পরিবার বাদ দিয়েছেন তবে বেশ কিছু রক্ষনশীলরা এখনো এটা রক্ষা করে চলেন। একই সাথে, অ্যাঙ্গোলার সমাজ অ্যালাম্বামেন্তোর এই আচারের গুরুত্ব মেনে নেন আর এটাকে টিভি বিঙ্গাপনে ব্যবহার করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .