ভেনেজুয়েলা: ব্লগ উৎসব এবং অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা

স্প্যানিশ ভাষায় গ্লোবাল ভয়েসেস দল ব্লগারদের নেটওয়ার্ক এর প্রচার এবং ব্লগিংয়ের জন্যে প্রণোদনা দেবার জন্যে ব্লগ উৎসব আয়োজনের পক্ষপাতি। এই লক্ষ্যেই গ্লোবাল ভয়েসেস স্প্যানিশ মূল লেখা তৈরি করার দিকে জোর দিচ্ছে যার মধ্যে থাকবে একটু প্রতিফলন আর বিশ্লেষণ। অংশগ্রহণকারী ব্লগাররা তাদের কাজ গ্লোবাল ভয়েসেসে উপস্থাপনের মাধ্যমে বেশী পরিমাণে পরিচিত করার সুযোগ পাবে। এখানে এ নিয়ে দ্বিতীয় উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে:

নির্বাচিত দেশ: ভেনেজুয়েলা

দ্বিতীয় ব্লগ উৎসবের ভৌগলিক সীমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে ভেনেজুয়েলাকে, যে দেশটির লোকেরা বেশী পরিমাণে অনলাইন অ্যাক্টিভিজমে অংশ নিচ্ছে। এদেশে আমাদের বেশ কিছু সহযোগী রয়েছে যারা এই ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনে আমাদের সহায়তা করেছে। নামকরা সব ব্লগাররা কারাকাস শহরে বাস করেন এবং আমরা আশা করব যে অন্যান্য শহর, যেমন মারাকাইবো, ভ্যালেন্সিয়া, মারাকেই, বারকুইসিমেতো ইত্যাদি থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। শুধু সেই সেই সব ব্লগারদের মধ্যেই অংশগ্রহণ সীমাবদ্ধ নয় যারা এই বিষয় নিয়ে লিখবেন (পরের প্যারা দেখুন), কারণ যে কোন ব্লগারই অংশ নিতে পারেন।

বিষয়: ভেনেজুয়েলা: ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা

নতুন মিডিয়া আর অনলাইন সোশ্যাল নেটওয়ার্কগুলো নাগরিকদের মতামত প্রকাশের বেশী পরিমাণে সুযোগ করে দেয়। তবে, এই সব প্রযুক্তি কি ভেনেজুয়েলায় সদ্ব্যবহার হচ্ছে? আমাদের সবাই কথা বলতে বা মতামত জানাতে ভালবাসি, তবে এটি শুধু প্রথম পদক্ষেপ। অনলাইনে কি কথোপকথন সম্ভব? আমরা কি একে অপরের লেখা পড়ছি অথবা এখানে কি শুধু দলবদ্ধ একপেশে বক্তব্য প্রকাশ হচ্ছে যা নতুন চিন্তাধারা উন্মেষে বাধা দিচ্ছে? কি হতে পারে যখন মতামতগুলো অসহিষ্ণুতা বা বর্জনের মুখে পরে? অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা কি কোন গোপন পক্ষের যুদ্ধের হাতিয়ার? সেই সব দলগুলোর ক্ষেত্রে কি হবে যারা ইন্টারনেট ব্যবহার করে না? মত প্রকাশের স্বাধীনতা দিতে কি ভেনেজুয়েলা অঙ্গীকারবদ্ধ? ব্যবহারকারীরা তাদের অধিকার রক্ষায় কি করছে?

অংশগ্রহণ:

যে কোন ভেনেজুয়েলার ব্লগার এতে অংশগ্রহণ করতে পারে এই বিষয়ে কোন একটি লেখা তার নিজস্ব ব্লগে প্রকাশ করে। এই লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে, অর্থাৎ ব্লগারের নিজের লেখা হতে হবে। এটি অন্য কোন খান থেকে নকল করে বা অংশগ্রহণের সময়কার পূর্বে কোন এক সময়ে লেখা হলে তা গ্রহণ করা হবে না। লেখার কাঠামো, রচনা-শৈলী, এবং পোস্টের দৈর্ঘ সম্পূর্ণ ব্লগারের পছন্দ অনুযায়ী হবে।

এই বিষয়ের মনোযোগের কেন্দ্রবিন্দু উন্মুক্ত থাকবে। বিষয়টি হতে পারে প্রস্তাবিত প্রশ্নগুলোর মধ্যে কোন একটি নিয়ে বা ব্লগারদের পছন্দের অন্য কোন বিষয় যা তারা গুরুত্বপূর্ণ মনে করে। এই উৎসবের জন্যে লেখাটি প্রকাশের পর একটি ইমেইল পাঠাতে হবে juan.arellano [at] globalvoicesonline.org এই ঠিকানায় নিম্নের তথ্যগুলো সহ:

লেখকের নাম
ব্লগের নাম
লেখার শিরোনাম
চিরস্থায়ী লিংক বা পোস্টের ইউআরএল

এই পোস্টে একটি ব্যাজ দেয়া আছে যা ব্লগাররা তাদের সাইটে লাগাতে পারে জানানোর জন্যে যে তারা এই উৎসবে অংশ নিচ্ছে। এই ব্যাজটি প্রতিযোগীদের সাইটে প্রকাশিত হবার সময় এটিকে অবশ্যই এই পোস্টটিকে লিংক করতে হবে।

উৎসবে অংশ নেয়ার সময় যখন শেষ হবে, এইসব লেখাগুলো তখন সংগ্রহ করা হবে এবং ক্রমানুযায়ী সাজিয়ে তাদের সারসংক্ষেপ গ্লোবাল ভয়েসেস এর পোস্টে জানান হবে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনুযায়ী কারও কারও রেখা হয়ত স্থানাভাবে সেই পোস্টে সংযোজিত নাও করা হতে পারে। আপনাদের কোন প্রশ্ন থাকলে পূর্বে দেয়া মেইলে জানাতে পারেন।

উৎসবের অনুষ্ঠান ক্রম:

– ঘোষণা, আমন্ত্রণ এবং প্রচার – এই পোস্টের সময় থেকে অংশগ্রহণের শেষ সীমা পর্যন্ত।
– অংশ নেবার সময়: ৫ম-১৮ই আগষ্ট
– প্রতিযোগীদের লেখা থেকে বাছাই ও সারসংক্ষেপ পোস্ট প্রণয়ন ১৯-২২ আগষ্ট
– গ্লোবাল ভয়েসেস স্প্যানিশ এ এই সারসংক্ষেপ পোস্ট প্রকাশ – ২৩শে আগস্ট

দ্রষ্টব্য: এটি আদতে কোন প্রতিযোগিতা নয়, কারন এতে কোন বিজয়ী বা বিজিত ঘোষণা করা হবে না। এটির মূল লক্ষ্য লেখা ও লেখক, সহযোগিতা, এবং বিষয়বস্তু নিয়ে মতপ্রকাশ যা ভেনেজুয়েলায় ইন্টারনেটে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপক ও বিস্তারিত চিত্র তুলে ধরবে।

আমরা আপনার সাহায্য, সহযোগিতা ও অংশগ্রহণের অপেক্ষায় থাকলাম।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .