মিশর: যেসব পুরুষ ও নারীর সাথে অভিসার করা উচিৎ না

এটির শুরু হয় যখন জনপ্রিয় ব্লগার এবং টুইটার ব্যবহারকারী স্যান্ডমান্কি টুইটারে এই বার্তাটি পাঠান:

@স্যান্ডমান্কি: যেসব নারীর পছন্দের ছবি দ্যা লিটল মারমেইড। #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@স্যান্ডমান্কি: যেসব নারীর পছন্দের লেখক পাওলো কোয়েলহো. #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)

এবং সাথে সাথেই আরেক নারীবাদী ব্লগার লাস্টোআদ্রি, জবাব দেবার এই সুযোগ হাত ছাড়া করেন নি তার “#Men You Shouldn't Date” (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) হ্যাশট্যাগ সম্বলিত মন্তব্যের মাধ্যমে।

এবং সাথে সাথেই যেন গত বৃহস্পতিবার (১৫ই জুলাই, ২০১০) মিশর এবং এর বাইরের টুইটার ব্যবহারকারীরা এই লিঙ্গভিত্তিক যুদ্ধে ঝাঁপিয়ে পরে #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়) এবং #MenYouShouldn'tDate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) এই দুই হ্যাশট্যাগ ব্যবহার করে।

এখানে উল্লেখযোগ্য কিছু টুইট বার্তা তুলে ধরা হল:

এটি শুধু টিভি অনুষ্ঠান নিয়ে

নিশ্চয়ই পুরুষ ও নারীরা তাদের জীবনের অনেক সময় টিভির সামনে বসে ব্যয় করবে। তাই তারা কি পছন্দ করে বা না করে এবং তারা কিভাবে টিভি সেটের উপর কর্তৃত্ব করে এই ব্যাপারগুলো তাদের জীবনসঙ্গী নির্বাচনে প্রভাব ফেলে:

@লাস্টোআদ্রি: এবং গডফাদারের তিনটি চলচ্চিত্র – রিটুইট @রেনাটাআভিলা পুরুষরা যারা হিচহাইকার্স গাইড টু গ্যালাক্সি আর স্টার ওয়ার্স চলচ্চিত্রের সংলাপগুলো মুখস্ত বলতে পারে #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@এগপড: নারীরা যারা মনে করে না যে এবং গডফাদারের তিনটি চলচ্চিত্র সেরা নয়। এবং যারা ছবিটির শিরোনাম লিখে এইভাবে “গড ফাদার” #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@মাজলুম: যেসব নারী ভিডিও গেমসকে বাচ্চাদের খেলা মনে করে #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@স্যান্ডমান্কি: যেসব নারীরা মনে করে যে তারা টিভি দেখার সময় রিমোট কন্ট্রোল তাদের কাছে থাকবে। #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@লাস্টো আদ্রি: যেসব পুরুষ রিমোট কন্ট্রোলের কর্তৃত্ব পাবার জন্যে জীবন দিতে প্রস্তুত .. #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@হাইপার কার্মা: যেসব পুরুষ এবং নারীর লাস্ট.এফএম সঙ্গীত সাইট নিয়ে তোমার সাথে মতের মিল হবে না। #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়) #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)

প্রথমে টিভি, তারপর বাকী সব

টিভির পরে ভাল মন্দ অন্য সব কিছু বিবেচনায় আসে – যেমন বিভিন্ন নেশা, ব্যাক্তিগত পরিচ্ছন্নতা এবং আরও অনেক কিছু।

@তারিক সালামা: যেসব নারী মনে করে যে শরীরের অবাঞ্চিত লোম শুধু গ্রীষ্ম কালেই পরিষ্কার করতে হয়। #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@এনজি জি: আমাকে এটি বলতেই হচ্ছে, পুরুষরা যারা জনসমক্ষে তাদের গোপনাঙ্গ চুলকায় #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@নোরা ইউনিস: যেসব পুরুষ মনে করে যে ডিওডোর‍্যান্টই তাদের দুর্গন্ধ সমস্যার সমাধান করে দেবে। #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@লায়লা আনওয়ার: আমরা এটি উপেক্ষা করতে পারি না – পুরুষ যারা তাদের মাথায় ২০ টন চুলের জেল দেয় এবং পায়ে সাদা মোজা পরে। #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@রেনাটাআভিলা: যেসব পুরুষ সিগার এবং পাইপে ধূমপান করে। #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@মিকলা ৩: #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) তারা হচ্ছে ব্যায়ামাগারে যাওয়া লোক এবং ফুটবল বা গাড়ির রেসের পাগল!
@মারিওনেটে৯০: #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) – যারা তোমার থেকে সুন্দর!
@ওয়াইল্ডএটহার্ট: পুরুষরা যারা মনে করে যে আটোসাঁটো জিন্স পড়া মেয়েদের সাথে ফস্টি নষ্টি করা জায়েজ যদিও তাদের অন্তর্বাস দৃশ্যমান থাকে। #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)
@রামিখ৮১: যারা আপনার কাছে রাশিফল সম্পর্কে জানতে চায়। #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)
@হিশাম জি: যেসব মেয়েরা চিন্তা করে “তোমার পিতা কি করে?” এটি একটি মাল্টিপল চয়েস প্রশ্ন #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়)

জনতার জ্ঞান

কেউ কেউ মনে করে যে উপরের টুইট বার্তা গুলো এবং একই ধরনের বিষয় নিয়ে পূর্বের সিরিয়ার এবং জর্ডানের ব্লগ পোস্ট গুলো, জ্ঞানের সত্যিকারের উৎস, তবে কিছু লোক অবশ্য দ্বিমত পোষণ করেছে।

@ট্রাভেলার ডাব্লিউ: আমাকে বলতেই হচ্ছে যে #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়) এবং #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) হ্যাশট্যাগের বিতর্কে অনেক জ্ঞানের কথা আছে। কেউ কি এগুলো খেয়াল করছে?
@ওমর ইউসুফ: অনুগ্রহ করে #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়) এবং #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) হ্যাশট্যাগ সম্বলিত টুইট বার্তাগুলো পড়ুন এবং দেখবেন এরপরে আর কেউ অভিসারে যাবেন না :))
@ইহাইথাম: #womenyoushouldntdate (#যেসব নারীর সাথে অভিসার করা উচিৎ নয়) এবং #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়) হ্যাশট্যাগ ব্যবহার করে যেসব নারী-পুরুষরা মন্তব্য করেছেন তাদের নিজেদের দোষত্রুটি গুলো দেখা উচিৎ!

সাবধান! বাসায় এটি পালন করবেন না!

এবং পরিশেষে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এইসব টুইট আর ব্লগপোস্ট গুলো শুধু মজা করার জন্যে।

@লাস্টো আদ্রি: যেসব পুরুষেরা #menyoushouldntdate হ্যাশট্যাগকে গুরুত্বের সাথে নিয়েছে.. #Menyoushouldntdate (#যেসব পুরুষের সাথে অভিসার করা উচিৎ নয়)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .