আফগান ব্লগাররা উইকিলিকসে ফাঁস হওয়া দলিল নিয়ে মন্তব্য করছে

গত সপ্তাহে গ্লোবাল ভয়েসেস উইকিলিকসের আফগান যুদ্ধের দলিল ফাঁস হওয়ার উপর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া নিয়ে একটি লাইভ ব্লগের আয়োজন করে। আসুন আমরা দেখি আফগান ব্লগাররা এই ইস্যুতে কি লিখছে।

আমার তালিকাভুক্ত ৫০ জন দারি ভাষার (আফঘানিস্তানের দুটি রাষ্ট্রীয় ভাষার একটি) ব্লগারদের এ বিষয়ে কমই মন্তব্য করতে দেখা গেছে। আপনার যদি দারি বা পস্তুন ভাষার আফগান ব্লগ জানা থাকে তাহলে অনুগ্রহ করে করে এই পোস্টের নিচের মন্তব্য বিভাগে তার লিন্ক জানাবেন। তাদের কেউ যদি গ্লোবাল ভয়েসেসের জন্যে লিখতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন।

এখানে আমরা দুজন আফঘান ব্লগারের মন্তব্য উপস্থাপন করছি:

‘ইস্তেকলাল’ (স্বাধীনতা) ব্লগের লেখক সৈয়দ আক্রামলদিন তাহেরি এই নিয়ে তার লেখার শিরোনাম দিয়েছেন “উইকিলিকস জানিয়েছে সব কিছুর শুরু পাকিস্তানেই”। তিনি বলেছেন:

এই ৯০,০০০ দলিল পত্রে একটি প্রধান বিষয় উদঘাটিত হয়েছে, সেটি হচ্ছে তালিবানদের প্রতি পাকিস্তানের স্পষ্ট সমর্থন। এই দলিলপত্র অনুযায়ী পাকিস্তানের তালিবানদের সাথে খুব ভাল সম্পর্ক আছে এবং তারা জালালুদ্দিন হাক্কানির চরমপন্থী দলকে অনেকদিন ধরে সমর্থন দিয়ে এসেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গত ২০০৭ সালের এপ্রিল মাসে হাক্কানীর দলকে ১০০০টি মটর সাইকেল দিয়েছে। এই রিপোর্টে আরও জানা যায় যে তালিবানদের প্রতি ইরানেরও সমর্থন আছে আর সাধারণ মানুষের মৃত্যু ঠিকমত লিপিবদ্ধ করা হয় নি।

এই ব্লগার এই উপসংহারে পৌঁছাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এই দলিলপত্র ফাঁস হওয়ায় অসন্তুষ্ট, কারণ এটি ফাঁস করে দিচ্ছে যে আফঘানিস্তানের পড়শিরা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং তাদের থামাতে পদক্ষেপ নেয়া যেত।

আফঘানিস্তান জার্নালের সাংবাদিক মাহমুদ হাকিমি তার ব্লগ তাবারঘানাকে লিখছেন “অবশেষে সবকিছুই উন্মোচিত হল’ শিরোনামে (ফার্সী ভাষায়)। এই ব্লগার জানাচ্ছেন:

এই ৯০,০০০ পাতার দলিলপত্রাদি উন্মোচন করছে যে পাকিস্তানের সমর্থন রয়েছে তালিবানদের প্রতি, যারা সাধারণ জনগণের হত্যাকারী, আফঘানিস্তানের নেতাদের হত্যার ষড়যন্ত্রকারী, এবং এই সকল কাজ সাম্প্রতিক সময়কার সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক নাটক। মনে হচ্ছে আফঘানিস্তানের রাজনৈতিক আর সামরিক নাট্যমঞ্চে পড়শির লেখা নাটকও অভিনীত হচ্ছে…গত তিন দশক ধরেই আফঘান জনগণকে এইসব ষড়যন্ত্রের ফল ভোগ করতে হচ্ছে, এবং পরিণতি হচ্ছে মৃত্যু এবং লাখো লোকের শরণার্থী হওয়া।

সর্বশেষ: আফঘান লর্ড ব্লগের লেখক, সাংবাদিক নাসিম ফেরকাত ইমেইলে উত্তর দিয়েছেন সেই প্রশ্নের যে আফঘান ব্লগাররা কেন এ বিষয়ে কুলুপ এটে বসে আছে:

উইকিলিকসে ফাঁস হওয়া দলিলের বিষয়বস্তু আফঘানিস্তানের সবাই জানে এবং জনগণ প্রতিদিন এসবের মুখোমুখি হচ্ছে। যুদ্ধের মাঠে কি হচ্ছে তা তারা জানে। এটি তাদের কাছে খুব গোপনীয় জিনিষ ফাঁস নয় যেমনটি একজন পশ্চিমা লোকের ক্ষেত্রে হতে পারে। এ নিয়ে মাতামাতি তাদের কাছে বোধগম্য নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .