উইকিলিকসের আফগানিস্তান যুদ্ধের দলিলপত্রাদি প্রকাশের উপর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া নিয়ে লাইভ ব্লগ

আফগানিস্তান যুদ্ধের উপর আমেরিকার সেনাবাহিনীর প্রায় ৯০,০০০ গোপনীয় দলিল ফাঁস হয়ে গেছে। আমরা পরীক্ষামূলকভাবে গুগল ওয়েভ ব্যবহার করছি এই সব গোপনীয় ‘যুদ্ধ দলিল’ গুলো (#warlogs) ফাঁস হবার ব্যাপারে বিশ্বব্যাপী ব্লগ এবং নাগরিক মিডিয়ার প্রতিক্রিয়াগুলো আপনাদের জানানোর জন্যে। এই দলিলগুলো উইকিলিকস আজ প্রকাশ করেছে যা জার্মানির ডের স্পিগেল, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটেনের গার্জিয়ান পত্রিকাতেও পুন:প্রকাশিত হয়।

সব গ্লোবাল ভয়েসেস প্রদায়ক এই লাইভ ব্লগে যোগ দিতে পারবে যদি তারা কোন লিঙ্ক যোগ করতে চায়। আমরা আশা করছি এই লাইভ ব্লগ ভালোভাবে দেখার জন্যে আপনি গুগল ক্রোম বা সাম্প্রতিককালের একটি ফায়ারফক্স বা সাফা্রি ওয়েব ব্রাউজার ব্যবহার করবেন।

কিভাবে গুগল ওয়েভকে লাইভ ব্লগ হিসেবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে জানতে পারবেন রিডরাইটওয়েব ব্লগের একটি আর্টিকেলে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .