ইরান: বাজার বন্ধ, কারণ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

তেহরানের প্রধান সব বাজারের ব্যবসায়ীদের ধর্মঘট দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। সরকারকে কর প্রদান নিয়ে সৃষ্টি এই ধর্মঘট চলছেই যদিও সরকার ব্যবসায়ীদের সাথে এক সমঝোতায় আসার চেষ্টা করছে যে পরিমাণ ট্যাক্স বাড়াবার পরিকল্পনা করেছিল তা কমিয়ে আনার মাধ্যমে। গত সপ্তাহে এই করের পরিমাণ ৩০ শতাংশ বাড়ানো হয়, পরে সোমবারে তা ১৫ শতাংশে কমিয়ে আনা হয়। ইরানের প্রধান প্রধান শহর যেমন, তাব্রিজ ইস্ফাহান–এর ব্যবসায়ীরাও তাদের দোকান বন্ধ রেখেছে।

বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক ভিডিও, ছবি (উপরের ছবিটি তাব্রিজের বাজারের) মন্তব্যের মাধ্যমে এই ঘটনার উপর আলোকপাত করেছে, অন্যদিকে সরকারি প্রচারমাধ্যম এই বিষয়ে নিশ্চুপ রয়েছে এবং তারা ইরানের ৩০ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মঘটের সংবাদ উপেক্ষা করে যাচ্ছে।
১৪ জুলাই বুধবার তেহরানের বাজারসমূহের ধর্মঘট

যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন:

চেঞ্জ ইরান লিখেছে [ফারসী ভাষায়] একটি পোস্ট লিখেছে এবং “গ্রীন আন্দোলনকারীদের” এই ধর্মঘটে যোগ দেবার আহ্বান জানিয়েছে। ব্লগার লিখেছে:

চলুন ব্যবসায়ীদের সাথে যোগ দিই এবং এই সুযোগটি না হারাই। আজ যদি আপনারা তাদের সমর্থন না দেন, তাহলে আগামীকাল আমাদের সমর্থন প্রদান করবে না। এমনকি অন্যদের এই ধর্মঘট সম্বন্ধে জানানো তাদের প্রতি একাত্মতা প্রকাশের এক প্রতিক।

স্তাব্রিজ লিখেছে [ফরাসী ভাষায়] যে তাব্রিজের বাজার ধর্মঘটের তৃতীয় দিনে প্রবেশ করেছ এবং বাজারের বাইরের অনেক দোকান এই ধর্মঘটে যোগ দিয়েছে।

দোলাত বলেছে [ফরাসী ভাষায়]: যে ব্যবসায়ীরা অন্যদের জন্য কি ভাবে ধর্মঘট করতে হবে তার এক উদাহরণ স্থাপন করেছে। ব্লগাররা খেয়াল করেছে যে একজন চাকুরিজীবীর চেয়ে একজন ব্যবসায়ীর ধর্মঘটে যাওয়া অনেক কঠিন, কারণ এই ধরনের ধর্মঘটে ব্যবসায়ীরা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যায় এবং তাদের সাথে অনেক কম লোকই একাত্মতা প্রকাশ করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .