ব্রুনাই: রাজকীয় তালাক অনলাইনে সাড়া ফেলেছে

গত মাসে ব্রুনাই এর সরকারী টেলিভিশন নেটওয়ার্ক আরটিবি বিশেষ ঘোষণা দিয়েছে যে ব্রুনাই দারুসালামের মহামান্য সুলতান আর রাষ্ট্রপ্রধান তার মালয়েশিয়ান তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে

ব্রুনাই টাইমস আরো বিবরণ দিয়েছে:

মহামান্য সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদ্দাউলাহর আদেশক্রমে, ব্রুনাই দারুসসালামের সুলতান আর রাষ্ট্রপ্রধান ও আদাত ইস্তিয়াদাত কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য যুবরাজ হাজি সুফরি বলকিয়াহ গতকাল তার স্ত্রী মহামান্যা আজরিনাজ মাজহার হাকিম মাজহারের সাথে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

বাণীতে বলা হয়েছে: ”মহামান্য, বিশেষ কারনে (যা বলা হচ্ছে না), বিবাহ সংক্রান্ত শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়ে, আর পবিত্র কোরানের সুরা আল বাকারার আয়াত ২২৯ অনুসারে (যেখানে বলা হয়েছে) সঠিক উপায়ে বিবাহ করে (মারুফ) আর সঠিকভাবে বিবাহ শেষ করে (ইহসান), বুধবার বিকালে (জুন ১৬, ২০১০) তিনি মহামান্যের স্ত্রী মহামান্যা আজরিনাজ মাজহার হাকিম মাজহারকে প্রথম তালাক ঘোষণা করেছেন (তালাকের প্রথম প্রকার)”।

গতকাল থেকে কার্যকর হয়ে, তেরাসুল (রাজকীয় উপাধি) আর ব্রুনাই এর বিন্তাং কেবেসারান (রাষ্ট্রীয় মর্যাদা) আর পিঙ্গাত কেহোরমাতান (সম্মানের মেডেল) যা ভূতপূর্ব স্ত্রীকে দেয়া হয়েছিল তা ফিরিয়ে নেয়া হয়েছে।

এই ঘোষণার পরে, টুইটার আর ব্লগে এ নিয়ে সংবাদে ভরে গিয়েছিল। অনেকে তাদের দু:খ প্রকাশ করেছে আর একই সাথে তালাকের ব্যাপারে বিভিন্ন ধারণা করেছেন।

রানোঅ্যাডিডাস: সর্বশেষ খবর: রাষ্ট্রপ্রধান স্ত্রী মহামান্যা আজরিনাজ মাজহার হাকিম মাজহারকে তালাক দিয়েছেন এবং তার পদবী কেড়ে নিয়েছেন।

মালয়েশিয়ার ব্লগ যেমন ওহ বুলান, বিউটিফুল নারা, রোটি কায়া, নোজি আর ফাইশ উপরের সংবাদের উপর প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু মালয়েশিয়া আর ব্রুনাই এর মন্তব্যকারীরা তাদের আলোচনায় এই বিয়ে নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা করেছেন এবং কে ভুল করেছে এই ব্যপারে একে অপরকে দোষ দিয়েছেন।

রোটি কাউইন তালাক সম্পর্কে ব্লগে লিখেছেন:

Baca komen pembaca kami dari Brunei di’bawah, rata-rata mereka menyenangi pemergian Azrinaz Mazhar dari istana

ব্রুনাই থেকে আমাদের পাঠকদের মন্তব্য নীচে পড়েন, অনেকে খুশি যে আজরিনাজ মাজহার প্রাসাদ ছেড়ে গেছে।

রোটি কাউইনের একজন পাঠক নাসির তার মন্তব্য করেছেন:

TAK ELOK KITA DUA BUAH NEGRA NI BERGADUH SESAMA SENDIRI….. BERDOSA SALING MENUDUH DAN MENGHAMPIRI FITNAH PULA. JANGANLAH BERGADUH YA.

দুই দেশের লোকেদের মধ্যে তর্ক করা ভালো না। দোষ দিয়ে গল্প বানানো অপরাধ। দয়া করে বেহুদা তর্ক করবেন না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .