আলজেরিয়া: যুক্তরাষ্ট্রের হাতে পরাজয় দেশটিকে মাটিতে নামিয়ে এনেছে

আলজেরিয়ার নাগরিকদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তারা উপলব্ধি করেছে যে ফুটবল খেলায় জেতার জন্য কেবল স্বদেশ প্রেমই যথেষ্ট নয়। বাস্তবে, বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়, যখন ফিফা ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবল দল ১-০ গোলে তাদের দলটিকে পরাজিত করে। এই পরাজয়ের ফলে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে আলজেরিয়ার ফুটবল দলকে বিদায় নিতে হয়।

আলজেরিয়ান ব্লগাররা এই পরাজয়ের উপর মন্তব্য করেছে, যেমন এব্রারাহামেনে, যে লিখেছে [ফরাসী ভাষায়]:

Durant cette coupe du monde en Afrique du Sud, les Algériens ont concédé deux défaites et un petit match nul en trois rencontres. L’Algérie est la seule équipe qui a réussi l’exploit en n’inscrivant aucun but en cette coupe du monde.

En raison du niveau très faible du football en Algérie, l’entraineur a été contraint de faire appel aux joueurs évoluant à l’étranger. C’est grâce à ces joueurs que l’Algérie a réussi à se qualifier pour la coupe d’Afrique et la coupe du monde mais ne pourrait pas aller plus loin.

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আলজেরিয়ার ফুটবল দল তাদের তিনটি খেলার মধ্যে দুটিতে পরাজয় বরণ করে এবং একটি খেলা সামান্য সম্মানজনকভাবে অমিমাংসিত অবস্থায় শেষ করে। এই বিশ্বকাপে আলজেরিয়ার একমাত্র দল যারা একটি খেলায়ও গোল দিতে পারেনি।

আলজেরিয়ায় যেহেতু খুব বেশি ফুটবল খেলা হয়না, তাই আলজেরিয়ার কোচ বিদেশের লীগে খেলা খেলোয়াড়দের ডাকতে বাধ্য হয়। এই সমস্ত খেলোয়াড়রা আলজেরিয়াকে আফ্রিকান কাপ ও বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছিল, কিন্তু তারা দলটিকে আর এর বেশি নিয়ে যেতে পারেনি।

আলজেরিয়ার ফুটবল দল বিশ্বকাপে কোন সম্মান বয়ে না আনার কারণে লে মন্তাগনার্ড তার দেশের পরাজয়ের কথা বিবেচনা করে কঠোর ভাষায় মন্তব্য করেছে [ফরাসী ভাষায়]:

Le rendement de l’équipe est médiocre. Seul un nul est réalisé face à la sélection anglaise. Les joueurs comme Ziani, Djebour et autres sortent de la petite porte. Car depuis des mois ils n’ont pas joué avec leurs clubs

এই দলের খেলার মান ছিল দুর্বল। তারা কেবল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা অমীমাংসিতভাবে শেষ করতে সমর্থ হয়। জিয়ানি এবং ডেজুবুর মত খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড়েরা প্রতিযোগিতা শেষে পেছনের দরজায় দিয়ে বেড়িয়ে আসে। এতে বিস্ময়ের কিছুই ছিল না, কারণ তারা মাসের পর মাস তাদের ক্লাবের খেলায় মাঠে নামতে পারেনি।

দেজাল্লা নামরি এতে নিশ্চিতভাবে হতাশ। তিনি বিশ্বকাপের প্রাক মূহূর্তে আলজেরিয়া দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন:

Alors là la question : Qu'est-ce qu'on est allé faire in South Africa?
La réponse est: el mouhim el moucharaka (l’essentiel c’est la participation) !!!!
Au passage, on signe un tas de contrats publicitaires et on laisse des millions de supporters avec cette lumineuse explication: on n'a pas d'attaque.

তা হলে প্রশ্ন জাগে: কিসের জন্য আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম।
এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হচ্ছে: এল মৌহিম আল মৌশারাকা (প্রতিযোগিতা অংশগ্রহণই বড় কথা)।
আমরা প্রচুর বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু লক্ষ লক্ষ সমর্থকদের এই ধারণা প্রদান করেছি: আমাদের আক্রমণ ভাগ বলে কিছু ছিল না।

দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্বেও আলজেরিয়ার সমর্থকরা তাদের দলের গোলরক্ষক মো’বোলহির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে, যেমনটা ব্লগার আর.জেড তার উপর গুরুত্ব প্রদান করেছে [ফরাসী ভাষায়]:

Le gardien des Verts, M'bolhi a été, sans conteste le meilleur Algérien sur le terrain. Il faut dire qu'il a évité à notre équipe une lourde défaite, grâce à ses interventions décisives et ses arrêts qui ont été salutaires pour l'arrière-garde de l'Algérie frileuse devant les attaques américaines. Bons placements, bonne lecture du jeu, de l'engagement, du sang froid, mais surtout de l'humilité…

নি:সন্দেহে সেদিন মাঠে সুবজ জামাধারী দলটির গোলরক্ষক মো’বোলিহ দলের সেরা খেলোয়াড়টি ছিল। এটা স্বীকার করে নিতে হবে যে, তার কারণে সেদিন আলজেরিয়া বড় ধরনের পরাজয়ের হাত থেকে রক্ষা পায়, তার সঠিক সময়ে অবস্থান এবং দুর্দান্ত বিচার ক্ষমতাকে ধন্যবাদ, যা যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্মুখে ভঙ্গুর আলজেরিয়ার রক্ষণভাগের জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হয়েছে। মো’বোলিহ গোল রক্ষার সময় সঠিক জায়গা বেছে নিয়েছিল, ভালো খেলা প্রদর্শন করেছিল, সে ছিল দৃঢ়, সে ঠান্ডা মাথায় খেলছিল এবং সবচেয়ে বড় বিষয় ছিল তার অসাধারণ বিনয়।

পরাজয়ে হতাশ আলজেরিয়ার গোলরক্ষক।

অন্য একজন ব্লগার খালেদ মিমোউনেও আলজেরিয়ার গোলরক্ষককে অভিবাদন জানাচ্ছেন [ফারসী ভাষায়], তিনি লিখেছেন:

Je salue le gardien de buts Rais M’bolhi qui m’a étonné par son jeu, sa concentration et sa résistance face aux attaquants lors des deux rencontres avec les Américains et les Anglais.

আমি গোলরক্ষক রিয়াস মো'বোলহিকে অভিবাদন জানাই যে তার খেলা দিয়ে আমাকে বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্র এবং ইংরেজদের আক্রমণ মোকাবেলা সে তার মনোসংযোগ এবং ধৈর্য বজায় রেখেছিল ছিল।

সাংবাদিক ইথারি বেলাটেচে এই বলে উপসংহার টেনেছেন [ফরাসী ভাষায়]:

Maintenant que le foot et la coupe du monde n'a plus aucun intérêt pour nous, revenant à notre quotidien et parlons du chômage, de la pauvreté, de la délinquance, du ciment, des Harragas, de la corruption et du terrorisme, bref ; la routine. Mais tout ça sans – tout de même -jeter l'emblème national au fond du placard.

এখন আলজেরিয়দের জন্য এই প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এবং এরপর ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আর কোন আগ্রহ থাকবে না। চলুন আমারা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাই এবং বেকারত্ব, দারিদ্র্য, অপরাধ, সিমেন্ট, হারাগাস (অভিবাসন), দূর্নীতি এবং সন্ত্রাস নিয়ে আলোচনা করি। সংক্ষেপে বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যাই, চলুন আমরা নিজেদের ছুঁড়ে না দিই এবং জাতীয়তার প্রতীকের আড়ালে লুকিয়ে না ফেলি।

ফরাসী ভাষায় মূল প্রবন্ধটি লিখেছেন মোহামেদ বেন্দেরউচে এবং ইংরেজীতে তা অনুবাদ করেছেন হিশাম

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .