প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে”

৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে। গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে।

Freedom Flotilla - On The Way

গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)

লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব:

আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না। এটা বোধহীন একটা কাজ। এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম। […] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।

মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।:

أحرار العالم، أيها الارهابيون بتصريح الجيش، لا لم تكسروا الحصار، ولم تتعمّد أناملكم برمال شاطئ طُهرها المخضّب بدموع هُدى وبدماء أخوتها ولا بنيتم قلعة الحريّة الرمليّة هناك، لكنكم كسرتم – روحي فداكم – شيئاً أكثر عصياناً، كسرتم الصورة الكريستاليّة للدولة القائمة على الماكياج والتزييف، نزعتم ورميتم عرضَ البحر قناعها المزوّر، كشرتم عن أنياب أسطول حربي كامل يقف في مواجهة علبة دواء وكرسي مُتحرك!
বিশ্বের মুক্ত মানুষ। সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো। না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি। তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে। তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি। কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম। তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ। তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক।
Freedom Flotilla - Banner

ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)

গাজা থেকে ব্লগ করেন ওলা। তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু):

لمن كان يعتقد أن عصر القراصنة قد ولّى ..
أو انه اصبح مقصورا على الخيال في أفلام هوليوود
فكر مرة أخرى !
أما أنتم يا شهداء أسطول الحرية ..
أردات غزة ان تستقبلكم كفاتحين .. فاستقبلتكم السماء كشهداء
تبكيكم امواج البحر والنوارس وشمس الغروب ..
যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে…
অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে….
তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ….
গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে …
সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে…

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .