ফ্রান্সে বর্ণবাদ নিয়ে ন্যায়সঙ্গত আলোচনা শুরু করতে ইচ্ছুক “ফরাসি হিসেবে বেশ কালো” নামক তথ্যচিত্র

Screen capture of the trailer of the documentary "Too black to be French"

“ফরাসি হিসেবে বেশ কালো” তথ্যচিত্রটির নমুনা হিসেবে প্রদর্শিত খন্ড চলচ্চিত্রের (ট্রেলার) একটি স্থির ছবি।

ফরাসি হিসেবে বেশ কালো” তথ্যচিত্রটি ইসাবেল বনি-ক্লাভেরি নির্মাণ করেছেন। তিনি ফরাসী বংশোদ্ভূত একজন আইভরিয়ান লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা। অনাবিষ্কৃত ধারনা প্রদান এবং ফরাসি সমাজের অসাম্য ও বৈষম্য নিয়ে কথোপকথন শুরু করা বনি-ক্লাভেরির মূল লক্ষ্য। তথ্যচিত্রটিতে ধারাভাষ্য রয়েছে এবং এরিক ফাসিন, প্যাপ এনদিয়া, একিলি এমবেম্বে, প্যাট্রিক সাইমন এবং এরিক শালায়ের মতো বিখ্যাত ফ্র্যাংকফোন (ফরাসী ভাষাভাষী) চিন্তাবিদ সহ বিভিন্ন গায়ের রঙের, নাম না জানা নানা জনের কাছ থেকে নেয়া সাক্ষ্য রয়েছে। তথ্যচিত্রের প্রধান কিছু কিছু বিতর্কে গণমাধ্যমের নানা ক্ষেত্রে সংখ্যালঘুদের সুস্পষ্ট অভাব, জাতি গঠনের বুননে ঔপনিবেশিক ইতিহাস স্বীকৃতির অভাব এবং কর্মক্ষেত্রে বৈষম্যের উপর পরিমাণগত তথ্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ফ্র্যাংকফোন (ফরাসী ভাষাভাষী) সামাজিক যোগাযোগ মাধ্যমে #তুসাইসক্যুতেসনয়েরএনফ্রান্সকুয়ান্দ ( অনুবাদঃ #যখন আপনি জানেন ফ্রান্সে আপনিই কালো…) হ্যাশট্যাগের মাধ্যমে তথ্যচিত্রটি আগুন জ্বালিয়ে দিয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .