ভালুকের চোখে ধুলো দেওয়া, রুশ মামাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা এবং এক প্রবল প্রতিপক্ষ

Images edited by Kevin Rothrock.

ছবি সম্পদনা কেভিন রুথরকের

রাশিয়ার সংরক্ষিত প্রাকৃতিক বন, যা কামচাটকা উপদ্বীপে উপকূল জুড়ে অবস্থিত, সেখানকার কর্মকর্তারা অনলাইনের এক জনপ্রিয় কার্টুনিস্টকে ভাড়া করে আনে জনস্বার্থে প্রচার করা একগাদা ঘোষণা লিখে দেওয়ার জন্য, যার উদ্দেশ্য হচ্ছে ভালুকের বাসস্থানের আশেপাশের এলাকায় ঘুরতে আসা নাগরিকদের সচেতন করা। পার্কের কর্মকর্তা নাদেঝেদা বেলাইয়াকোভা-এর সংবাদ অনুসারে মস্কোতে সেই রকম এক শিল্পী কে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় যে কামচাটকা এলাকার বৈশিষ্ট্যকে গভীর ভাবে নিরীক্ষণ করতে সক্ষম।

ক্রোনোটস্কি বন সংরক্ষণ কেন্দ্র অবশেষে ছদ্মনামের এক কার্টুন শিল্পীকে এই কাজের দায়িত্ব প্রদান করে যে “বার্ড বর্ন” নামে ভিকোনটাকটে এবং ইনস্টাগ্রাম নামক স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে, যেখানে এই শিল্পীর প্রায় ১৫,০০০ অনুসারী রয়েছে।

ক্রোনটোস্কি সংরক্ষিত বনাঞ্চলের জন্য বার্ড বর্ন দশটি ভিন্ন ভিন্ন কার্টুন এঁকেছে, যার মধ্যে দিয়ে ফুটে উঠেছে এই এলাকায় ভ্রমণের সে সময় দর্শনার্থীদের ভালুকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এই প্রচারণার অর্থ হচ্ছে নাগরিকরা ভালুকের কাছ থেকে যে ধরনের বিপদের মুখোমুখি হতে পারে সে সম্পর্কে মনোযোগ আকর্ষণ করা।

কখনো কোন ভালুকের দিকে এগিয়ে যাবেন না, এমনকি যদি তাকে দেখে মনে হয় সে বন্ধুভাবাপন্ন।

পর্যটক এবং ছুটি কাটাতে আসা ব্যক্তিরা, এলাকা ত্যাগ করার আগে সেখানে কোন আবর্জনা রেখে যাবেন না। এগুলো ভালুকের মনোযোগ আকর্ষণ করতে পারে! ভালুক আপনাকে আক্রমণ করতে পারে। আর তারা সাথে তাদের ভালুক জনিত যত সমস্যা নিয়ে আসবে।

কখনো কোন ভালুককে কোন খাবার দেবেন না। তাহলে সে দ্রুত আক্রমণাত্মক হয়ে উঠবে এবং কিছুক্ষণের মধ্যে আরো খাবার দাবী করবে এবং এমনকি এর জন্য যে কোন ব্যক্তির উপর হামলা করে বসতে পারে।

যেখানে ভালুক মাছ ধরছে, তার আশেপাশে মাছ ধরতে যাবেন না। ক্ষুধার্থ কোন ভালুক হয়ত আপনার ধরা মাছ ছিনিয়ে নিতে চাইবে।

যেখানে আপনি রান্না করতে চাইবেন, তার আশে পাশে আপনার তাবু ফেলবেন না। রান্নার অবশিষ্ট খাবারের গন্ধে সেখানে হয়ত ভালুক এসে হানা দিতে পারে।

আপনার তাবুর চারপাশ সুরক্ষিত রাখুন। পুরুষেরা তাদের অন্তর্বাস এবং মোজা টাঙ্গিয়ে এই এলাকা সুরক্ষিত রাখতে পারে।

ঘর থেকে এমন কোন খাবার অথবা রাসায়নিক উপাদান আনবেন না, যার গন্ধ তীব্র। এই সমস্ত গন্ধের প্রতি যে সমস্ত ভালুকেরা এমন ভাবে আকৃষ্ট হয় যেন তারা মাদকাসক্ত হয়ে পড়েছে।

সবসময় নিজের উপস্থিতি জানাতে থাকুন, জোরে কথা বলুন অথবা গান গাইতে থাকুন, সবচেয়ে ভাল হচ্ছে দলবদ্ধ হয়ে চলা।

ভালুককে ভয় পাইয়ে দেবেন না, ভীত ভালুক হামলা চালাতে পারে।

ভালুকের রাজ্যে আকৃতি হচ্ছে এক গুরুত্ব পূর্ণ বিষয়, চেষ্টা করুন নিজের আকার বড় করে তুলে ধরতে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .