মিডিয়ায় যে আফ্রিকাকে আগে কখনো দেখেননি

Screenshot of some of the images found under the hashtag #TheAfricaTheMedia

টুইটারে মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি হ্যাশট্যাগে যে ছবিগুলো পাওয়া গেছে, তার কিছু স্ক্রিনশট।

মূলধারার মিডিয়া বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যম যে আফ্রিকাকে আমাদের সামনে হাজির করে, সেটা অন্ধকার, বর্বর, নৈরাশ্যকর একটি মহাদেশ। সেখানে গৃহযুদ্ধ লেগেই আছে। মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গীবাদ। প্রতিনিয়ত দুর্নীতি আর নাগরিক অধিকার লংঘনের ঘটনা ঘটছে। সাথে আছে ক্ষুধা, অনাহার আর নাগরিক জীবনের ভয়ানক বিশৃঙ্খলা। আর এসব কিছুই আফ্রিকা সম্পর্কে বাজে ধারনার জন্ম দিয়েছে।

এই ভুল ধারনার অবসান ঘটাতে আফ্রিকান টুইটার ব্যবহারকারীরা মহাদেশটির নয়নাভিরাম সৌন্দর্য, বিপুল বৈচিত্র্য, উদ্ভাবনী স্থাপত্যগুলো টুইটারের মাধ্যমে সবার কাছে তুলে ধরেন। টুইটার ব্যবহারকারী ম্যাঙ্গো মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি শীর্ষক হ্যাশট্যাগের মাধ্যমে সর্বপ্রথম এই উদ্যোগের সূচনা করেন:

আফ্রিকার নয়নাভিরাম সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার অভিযানে আপনিও যোগ দিন। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

ম্যাঙ্গোর টুইটারের পরপরই অন্যান্য টুইটার ব্যবহারকারীরাও এই উদ্যোগে সামিল হয়। তারা আফ্রিকার বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে থাকে। তারই কিছু নমুনা রইলো এখানে।

নাইরোবি, কেনিয়া:

নাইরোবি, কেনিয়া। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আন্তানানারিভো, মাদাগাস্কার: :

আন্তানানারিভো, মাদাগাস্কার #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

খার্তুম, সুদান:

খার্তুম, উত্তর সুদান। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আফ্রিকান খাবারদাবার::

দেখুন, আফ্রিকানরা কোন ধরনের পোকামাকড় খায়। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আফ্রিকান বিয়ে উৎসব:

আফ্রিকান বিয়ে উৎসব। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

লিমপোপো, দক্ষিণ আফ্রিকা:

পোলোকওয়েন, লিমপোপো, দক্ষিণ আফ্রিকা। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

সোমালিয়া:

সোমালিয়া। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

লাগোস, নাইজেরিয়া:

লাগোসে সমুদ্রের মধ্যেই বানানো হয়েছে সম্পূর্ণ শহর। চমৎকার অগ্রগতি। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

উগান্ডা:

আফ্রিকার মুক্তা হিসেবে পরিচিত উগান্ডা। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আইভরি কোস্ট:

ঘরবাড়ি, আইভরি কোস্ট। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

সোয়েতো, দক্ষিণ আফ্রিকা:

সোয়েতো, দক্ষিণ আফ্রিকা। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আফ্রিকার ঐতিহ্যবাহী গ্রাম:

আফ্রিকার ঐতিহ্যবাহী নানা গ্রাম। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আসওয়ান, মিশর:

মিশরের আসওয়ানের নুবিয়ার বাড়িঘর। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

কেপ ভার্দে:

আমাদের সুন্দর দেশ, কেপ ভার্দে। #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি

আফ্রিকা কী এবং কেমন তার ব্যাখ্যা হাজির করার ব্যাপারে আফ্রিকানদের আগ্রহ বাড়ছে। তারা চাইছে এটার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাক। সাম্প্রতিক সময়ের #মিডিয়াআপনারসামনেযেআফ্রিকাকেকখনোতুলেধরেনি হ্যাশট্যাগ তার একটি উদাহরণ। তাছাড়া মূলধারার মিডিয়াগুলো আফ্রিকার যে চিত্র হাজির করে, তাকে চ্যালেঞ্জ করতেই আফ্রিকা ইজ কান্ট্রি এবং দিস ইজ উগান্ডা’র মতো সাইটগুলো কাজ করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .