ক্রেমলিন বিরোধী টুইটার একাউন্ট বন্ধে টুইটারের অস্বীকারে রুনেট ইকোর প্রতি নজর রাখা প্রতিষ্ঠান “কিংকর্তব্যবিমূঢ়”

Images mixed by Tetyana Lokot.

ছবি মিশ্রণ তেতিয়ানা লোকোট-এর।

রাশিয়ার টেলিযোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান রসকোমনাডজর-এর মনে হচ্ছে টুইটারের সাম্প্রতিক স্বচ্ছতা প্রতিবেদনে খুশী নয়, যে প্রতিবেদন প্রদর্শন করছে রুশ সরকাররের তরফ থেকে ডাটার (বিশেষ তথ্য অনুসন্ধান) বিষয়ক অনুরোধ এবং একাউন্ট বন্ধ করে দেওয়ার আবেদন সুনির্দিষ্ট ভাবে বৃদ্ধি পেয়েছে।

রসকোমনাডজর–এর প্রধান আলেকজান্ডার ঝাহরভ সাংবাদিকদের বলেন যে টুইটার “উগ্রবাদের বিরুদ্ধে যারা লড়াই নেমেছে তাদের সহ রুশ আইনের দাবি নিয়মিত ভাবে মেনে চলতে অস্বীকার করছে” এবং তিনি বলেন টুইটারের অবস্থান “ আইনগত ভাবে” রাশিয়ার অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

যেখানে রাশিয়া জুন ২০১৪ থেকে এ পর্যন্ত ব্যবহারকারী সম্বন্ধে তথ্য জানতে চেয়ে টুইটারের কাছে ১০৮টি অনুরোধ জানায়, তার প্রেক্ষিতে টুইটারের অনুরোধ না মানার ক্ষেত্রে ঝাহরভের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে এর কোনটির ক্ষেত্রে টুইটার কোন তথ্য প্রদান করেনি। ২০১৪ সালে শেষ ছয়মাসে টুইটারের কাছে রাশিয়া ৯১টি একাউন্ট বন্ধ করে দেওয়ার অনুরোধ জানায়, যার মধ্যে দুটি ছিল আদালত সমর্থিত নির্দেশ। এই ক্ষেত্রে টুইটার ১৩ শতাংশ পালন করেছে, তারা তিনটি একাউন্ট বন্ধ করেছে এবং নয়টি টুইট মুছে দিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানটি সাথে এই সংবাদ প্রদান করেছে যে তারা “রুশ সরকারের সমালোচনাকারী এমন জনপ্রিয় সমালোচকদের নিরব করে দেওয়া ও ইউক্রেনে অহিংস বিক্ষোভ প্রদর্শন সীমাবদ্ধ করে দেওয়ার মত অন্য দাবি অগ্রাহ্য করেছে”।

রসকোমনাডজর-এর ঝাহরভ বলেন যে টুইটার “রুশ সরকারের বিরোধিতাকারী জনপ্রিয় এই সমস্ত একাউন্ট” বন্ধের অনুরোধ অগ্রাহ্য করায় নজরদারির এই প্রতিষ্ঠানটি হতবুদ্ধি হয়ে পড়ে এবং তিনি আরো বলেন যে নীতি নির্ধারকরা টুইটারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবীর আবেদন জানাবে।

রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রণ আইন এবং টুইটারের মাঝে এক সাংঘর্ষিক সম্পর্ক তৈরী হয়েছে এবং এমনকি চলমান আলোচনা, যার মধ্যে মস্কোয় অনুষ্ঠিত বেশ কয়েকটি কর্মকাণ্ড বিষয়ক সভা সত্ত্বেও উভয়ের মাঝে জনসম্মুখে অভিযোগ বিনিময় পরিলক্ষিত হচ্ছে। জুন ২০১৪-এ টুইটারের প্রতিনিধি দল রসকোমনাডজর-এর সাথে সাক্ষাৎ করে, কিন্তু উক্ত সাক্ষাৎ খুব একটা কাজের হয়নি। দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত রসকোমনাডজর এবং টুইটারে মাঝে লুকোচুরি খেলা চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .