থাই অভ্যুথান বিরোধী একটিভিস্ট বলছে দেশটির কর্মকর্তারা তাকে ধর্ষণের হুমকি প্রদান করছে

Image from Khaosod English

মানবাধিকার দিবসে থাই অভ্যুত্থান বিরোধী একটিভিস্ট কং-উদম এবং সেরিতিয়াত (নীল টাই পরিহিত) থাইল্যান্ডের মানবাধিকার প্রধান আমারাকে একটি চিঠি হস্তান্তর করে। ছবি খাওসন ইংলিশ থেকে নেওয়া।

যে ছাত্রী একটিভিস্ট এবং অন্যরা থাইল্যান্ডের মানবাধিকার সংস্থার প্রধানের ভাষণের সময় বাঁধা প্রদান করেছিল,এই ঘটনার পর পুলিশ তাকে আটক করে, এখন সে অভিযোগ করছে যে সাদা পোষাকের পুলিশ তাকে হয়রানি করছে এবং ধর্ষণের হুমকি দিচ্ছে।

নাটচাচা কং-উদম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, এবং সিরাউইত সিরিতিয়াত, থাই স্টুডেন্ট সেন্টার ফর ডেমোক্রেসির এক আদি সদস্য(টিএসসিডি) তারা যারা ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নিরাপত্তা কর্মকর্তা ও অতিথি এবং প্রচার মাধ্যমের পূর্ণ উপস্থিতিতে তিন আঙ্গুলের সেলুট প্রদানে সমর্থ হয়, সামরিক জান্তা যেটিকে নিষিদ্ধ করেছে। থাইল্যান্ড ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস (এনএইচআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

গত মে মাসে সামরিক বাহিনী কর্তৃক ইংলাক সিনাওয়াত্রার তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ প্রদর্শনকারীরা জনপ্রিয় হাঙ্গার গেম স্যালুটকে গ্রহণ করেছে। সামরিক বাহিনী অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ এবং জান্তার নীতি নিয়ে পাবলিক সমালোচনা নিষিদ্ধ করেছে।

ছাত্রছাত্রীরা এই ধরনের প্রতিবাদের ব্যানার প্রদর্শন করতে সমর্থ হয়, যেমন “যখন সেনা ছাউনি থেকে বন্দুক বের হয়ে এসেছিল, তখন এনএইচআরসি কোথায় ছিল?”, “তোমরা, যারা নিখোঁজ, তারা কি এখনো বেঁচে আছ” এবং “এনএইচআরসিকে অর্থ দেওয়া বন্ধ কর”।

২০০৯ থেকে আমারা পোঙ্গাসপিচ, এনএইচআরসির চেয়ারপার্সন পদে অধিষ্ঠিত, তিনি হঠাৎ এই বিঘ্ন ঘটায় অপ্রস্তুত হয়ে পড়ে। কং-উদম এবং সিরিতিয়াতকে এনএইচআরসির এলাকা থেকে নিয়ে যাওয়া হয় এবং ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডারের তৈরী করা নিষেধজ্ঞা মানতে ব্যর্থ হওয়ায়, তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। জান্তার পরিষদ-এর মতে ভিন্নমত পোষণ করা কোন কাজ জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা হয়ে উঠতে পারে।

গ্রেপ্তারকৃত এই দুই ছাত্রীকে যখন পুলিশ “আচরণ সামঞ্জস্যতা”-বিষয়ক জিজ্ঞাসাবাদ করছিল সে সময় এনএইচআরসির দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল এবং তারা বিষয়টি পর্যবেক্ষণ করে। এই দুই ছাত্রী দাবী করছে যে তাদের কাছ থেকে জোর করে আগামীতে আর কোন অভ্যুত্থান বিরোধী অংশগ্রহণ না করার মুচলেকা নেওয়া হয়।

এদিকে টুয়াং সং হং পুলিশ স্টেশনে কং-উদম দুজন ব্যক্তির বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করে যারা তাকে এনএইচআরসির-এর অনুষ্ঠানে হয়রানি এবং ধর্ষণেরর হুমকি প্রদান করেছে।

এনএইচআরসির-এর অনুষ্ঠানে তিন আঙ্গুলের এক সেলুট প্রদান প্রদর্শনের কারণে যে ছাত্র একটিভিস্টকে সাদা কাপড়ের কর্মকর্তারা ধর্ষণের হুমকি প্রদান করেছে, পরে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।

সে খেয়াল করে যে এনএইচআরসির–এর অনুষ্ঠানে তাকে অনুসরণ করা হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তিকে সে জিজ্ঞেস করে “ভাইজান আপনি এখানে কি করছেন, আর আপনি আমাকে সবসময় অনুসরণ করছেন”। উক্ত ব্যক্তি উত্তর প্রদান করে “ তোমাকে ধর্ষণ করার চেষ্টা করছি”। এনএইচআরসির-এর কর্মকর্তা এবং সাংবাদিক সহ অনেক সাক্ষীর সম্মুখে এই হুমকি প্রদানের ঘটনা ঘটে।

সুনাই ফাসুক, যিনি হিউম্যান রাইটসের এশিয়া ডিভিশনের জ্যৈষ্ঠ গবেষক, তিনি ১২ ডিসেম্বরের ঘটনা নিয়ে টুইট করেছেন:

থাইল্যান্ড মানবাধিকার কমিশনে তিন আঙ্গুলে সেলুট দেওয়ার পর উক্ত ছাত্রী একটিভিস্টকে সাদা পোষাকের কর্মকর্তারা ধর্ষণের হুমকি প্রদান করেছে।

প্রচাতাই নামক এক স্বাধীন সংবাদপত্র সাইটকে কং-উদম বলে যে অন্য একটিভিস্টদেরও সন্দেহজনক ব্যক্তিরা অনুসরণ করছিল।

আমি জানি যে আমাকে এবং অন্য ছাত্র একটিভিস্টদের কিছু সময়ের জন্য অনুসরণ করা হচ্ছিল এবং অবশ্য আমি ভয় পেয়েছিলাম। এটা অধিকারের অপব্যবহার। সর্বোপরি, আমার নিরাপত্তা কোথায়?

This photo of Kong-udom, which was widely shared on social media, shows her making the "Hunger Games" salute as a sign of protest against the Junta government in Thailand

কং-উদমের এই ছবি যা স্যোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে প্রদর্শিত হয়েছে, সেখানে তাকে হাঙ্গার গেমের মত করে সেলুট দেওয়া অবস্থায় দেখা গেছে যা থাইল্যান্ডে সামরিক জান্তা বিরোধী এক প্রতীক

কং–উদম যে কি না এক হিজড়া, সে ২০ নভেম্বর তারিখে হাঙ্গার গেম সেলুট প্রদর্শন করার কারণে ব্যাংককের এক সিনেমা হলের সামনে থেকে প্রথম গ্রেপ্তার হয়।

যেমনটা এই লেখা পর্যন্ত জানা গেছে, এনএইচআরসির –এই হুমকির বিষয়ে কোন ধরনের বিবৃতি প্রদান করেনি।

এই ঘটনা সাম্প্রতিক সময়ের থাইল্যান্ডের একটিভিস্টদের উপর প্রদান করা জোরালো হুমকির এক উদাহরণ, বিশেষ করে গত মে মাস থেকে যখন থাইল্যান্ডে সামরিক শাসন জারি হয়েছে, তারপর থেকে একটিভিস্টদের হুমকি প্রদান করে আসা হচ্ছে।

শান্তিপূর্ণ ফ্লাশ মব এবং অভ্যুত্থান বিরোধী কার্যকলাপ সংঘঠিত করার মধ্যে দিয়ে একটিভিস্টরা নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে যারা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে, যারা এখনো পর্যন্ত দেশটির প্রধান গণতান্ত্রিক দলগুলোর কাছ থেকে কোন ধরনের সহায়তা, এমনকি সমর্থনসূচক বিবৃতিও লাভ করেনি।

থাইল্যান্ডে যে মানবাধিকার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে পরিণত হচ্ছে, একটিভিস্টদের হয়রানি করা হচ্ছে তার একটি প্রমাণ, সৌভাগ্যক্রমে এই ঘটনা সংবাদ প্রকাশ হয়েছে কারণ থাই নাগরিকদের ঐকান্তিক ইচ্ছা যারা নিপীড়নের বিরুদ্ধে মাথা নত করতে অনিচ্ছুক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .