মিয়ানমারের ধর্মীয় উৎসব, স্থাপত্যপ্রেমীরা ইয়াঙ্গুনের এই ছবিগুলো দেখতে পারেন

Yangon’s most famous landmark, Shwedagon Pagoda. Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

ইয়াঙ্গুনের সবচে’ পরিচিত জায়গা শ্বেডাগন প্যাগোডা। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

২০০৬ সালে সামরিক সরকার নাইপিডো রাজধানী সরিয়ে নেয়ার আগে ইয়াঙ্গুন (সাবেক রেঙ্গুন) ছিল মিয়ানমারের রাজধানী শহর। এটা শুধু দেশটির রাজধানী শহরই ছিল না, দেশের সবচে’ বড় এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্রও ছিল। তাছাড়া ঐতিহাসিক ভবন ও ধর্মীয় স্থাপনার জন্য শহরটি বিখ্যাত।

সম্প্রতি ইয়াঙ্গুনের এই “সমৃদ্ধ স্থাপত্যিক ঐতিহ্য” নিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। ম্যানুয়েল ওকা, বেন বানসাল আর এলিয়ট ফক্স মিলে উদ্যোগটি নিয়েছেন। আর এই বইয়ের জন্য তারা ফেসবুক এবং টাম্বলারে পেজ তৈরি করেছেন। এই পেজগুলোতে এসে সবাই ইয়াঙ্গুনের পরিচিত এবং অপরিচিত সব ধরনের স্থাপনার ছবি দেখতে পারেন। তাছাড়া পেজগুলোর উদ্যোক্তারা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য সাধারণ বার্মিজদের কাছেও তথ্য-সহ এ ধরনের আরো ছবি আহবান করেছেন।

গ্লোবাল ভয়েসেস প্রকল্পটি নিয়ে অন্যতম উদ্যোক্তা বেন বানসালের সাথে কথা বলে:

মং পালাটিনো (এমপি): প্রকল্পটি শুরু করতে কোন বিষয়টি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে?

Ben Bansal (BB): We're three authors: me, Manuel and Elliott. Each of us has a different perspective. I'm a development economist and I'm fascinated by the history of cities and how they evolve. Manu, our photographer, is an architect as well. We owe him the book's amazing photos, but also his technical knowledge. Elliott works in the humanitarian and human rights sector. Yangon speaks to each of us. We hope the book will convey all this.

বিবি:আমরা তিনজন লেখক: আমি, ম্যানুয়েল এবং এলিয়ট। আমাদের তিনজনের দৃষ্টিভঙ্গিই ভিন্ন। আমি উন্নয়ন অর্থনীতি নিয়ে কাজ করি। আমি শহরের ইতিহাস এবং শহর গড়ে ওঠার বিষয় নিয়েও উত্সাহী। ম্যানুয়েল স্থাপত্যবিদের পাশাপাশি একজন ছবিয়ালও। বইয়ের চমৎকার সব ছবির জন্য আমরা তার কাছে ঋণী। তাছাড়া এসব বিষয়ে তার কারিগরি জ্ঞানও অগাধ। এলিয়ট একজন মানবাধিকার কর্মী। মানবাধিকার নিয়ে তার সব কাজকারবার। মিয়ানমারের আধুনিক রাজনীতি নিয়েও তার জানাশোনা বেশ। ইয়াঙ্গুন আমাদের প্রত্যেকের কথাই বলে। আমরা আশাবাদী, বইটি এসবের কথাই বলবে।

এমপি: বার্মিজ নেট নাগরিক এবং কর্তৃপক্ষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন?

বিবি: Burmese netizens have been wonderful! We started a Facebook page, posting one building and a teaser description each day. In a few months we've reached more than 6000 followers, most of them Burmese obviously. With every building, somebody will chime in with an extra piece of information we can use. In that sense, this is also a crowdsourcing experiment! We haven't heard from the Burmese authorities.

বিবি:বার্মার ইন্টারনেট ব্যবহারকারীরা খুব চমৎকার মানুষ! আমরা একটি ফেসবুক পেজ তৈরি করেছি। সেখানে প্রতিদিন একটি ভবন, তার সম্পর্কে কিছু কথা লিখে পোস্ট করি। মাত্র কয়েকমাসেই আমরা ৬ হাজারের বেশি অনুসরণকারী পেয়েছি। এদের বেশিরভাগই বার্মার নাগরিক। প্রত্যেক ভবনের সাথে কেউ কেউ আরো তথ্য দিতে পারেন, যা আমরা বইয়ের কাজে ব্যবহার করতে পারবো। এদিক দিয়ে দেখলে এটাকে ক্রাউডসোর্সিং অভিজ্ঞতা বলতে পাবেন। বার্মিজ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কিছু শুনতে পাইনি।

এমপি:আপনি কি মনে করেন না ইয়াঙ্গুনের ঐতিহাসিক ভবনগুলো সংরক্ষণ এবং জনপ্রিয় করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার?

BB: The Yangon Heritage Trust is doing vital and inspiring work to create a conservation roadmap. They're also doing a great job of lobbying the government. Now we hope the government will listen to them consistently. Kuala Lumpur or Singapore, for example, have lost some of their historical depth. But it's also important to point out that, often, people fixate on colonial heritage. We hope the book will highlight a broader story: the post 1948 architecture is also fascinating in its own way. And there's the city’s amazing religious heritage: Buddhist, Christian, Hindu, Jewish, Muslim. If Yangon can keep that story intact, it will be an example to the world.

বিবি:সংরক্ষণ নীতিমালা তৈরিতে ইয়াঙ্গুন হেরিটেজ ট্রাস্ট খুব ভালো কাজ করছে। তারা সরকারের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রশংসা পাবার মতো কাজ করেছে। আমরা আশা করবো সরকার তাদের কথা নিয়মিতভাবে শুনবে। উদাহরণ হিসেবে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কথা বলা যায়, তারা তাদের কিছু কিছু ঐতিহাসিক গভীরতা হারিয়ে ফেলেছে। আবার এটাও গুরুত্বপূর্ণ যে, মানুষ প্রায়ই তাদের ঔপনিবেশিক ঐতিহ্য'র প্রতি অনুরাগ বোধ করে। আমরা আশা করবো আমাদের বইটি বৃহত্তর গল্পকে হাইলাইটস করবে:১৯৪৮ সালের পরের স্থাপত্যগুলোও নিজেদের সৌন্দর্যের মাধ্যমে সবাইকে মুগ্ধ করবে। তাছাড়া শহরের বৌদ্ধ, ক্রিশ্চান, হিন্দু, ইহুদি এবং মুসলিম ধর্মের ঐতিহ্যগুলোও চমত্কার। ইয়াঙ্গুন যদি তার গল্পগুলো অক্ষত রাখতে পারে, তাহলে এটা বিশ্বের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে।

নিচে ইয়াঙ্গুনের কিছু ভবনের ছবি দেয়া হলো যেগুলো শহরটি বৈচিত্র্যময় অনন্য স্থাপত্যিক কাঠামো তুলে ধরেছে:

"The Holy Trinity Cathedral is the main Anglican church in Yangon."  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

“হলি ট্রিনিটি ক্যাথেড্রাল হলো ইয়াঙ্গুনের প্রধান অ্যাঙ্গলিকান চার্চ। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

The former headquarters of Burmah Oil.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

বার্মা অয়েলের সাবেক হেড কোয়ার্টার। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Surti Sunni Jamah Mosque on Shwebontha Street.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

শ্বেবনস্থা স্ট্রিটে সুর্তি সুন্নি জামে মসজিদ। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Built in 1920, the former residence of the Kayah (Karenni) State governor.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

কায়াহ রাজ্যের গভর্নরের সাবেক বাড়ি। ১৯২০ সালে বাড়িটি নির্মিত হয়েছিল। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

The folklore palace and restaurant Karaweik Hall.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

ফোকলর প্যালেস এবং রেস্টুরেন্ট কারাওয়েইক হল। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Yangon City Hall.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

ইয়াঙ্গুন সিটি হল। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Independence monument near the former high court.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

সাবেক হাইকোর্টের পাশে স্বাধীনতা ভাস্কর্য। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Aerial view of Yangon.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

পাখির চোখে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

Ngadatgyi Pagoda. Designed with "Buddha’s hand gesture when he achieved enlightenment.  Photo by Manuel Oka for Yangon Architectural Guide (DOM Publishers, 2015)

গাদাটগি প্যাগোডা। এটির ডিজাইন করা হয়েছে বুদ্ধ যখন আলোকপ্রাপ্ত হন, সে সময়কার হাতের অঙ্গভঙ্গির অনুসরণে। ইয়াঙ্গুন স্থাপত্য গাইডের (ডিওএম পাবলিশার্স, ২০১৫) জন্য ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা।

সব ছবি তুলেছেন ম্যানুয়েল ওকা। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .